২য় পর্বঃ (সত্য ঘটনা অবলম্বনে)# হই হুল্লোড় শুনে আমি কেবিনের বাইরে এসে দেখি ২৪/২৫ বছরের এক যুবক গণ পিঠুনি খাচ্ছে আর নিজের নাম বলছে মোহাম্মদ মুহসিন। বাড়ি বলছে পটিয়া। আমি নিজের জায়গায় ফিরে এলাম। অকেক্ষণ পর জাহাজের পিছনে টয়লেটে গেছি। দেখি পিছনের ডকে ঐ লোকটিকে শুইয়ে কানের ভিতর সমুদ্রের লোনা পানি ঢেলে দিচ্ছে। লোকটিকে আগেই … পড়তে থাকুন উত্তাল সাগরে আমি, পর্ব -২
এমবেড করার জন্য এই ইউআরএল কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করুন।
এমবেড করার জন্য এই কোড কপি করে আপনার সাইটে পেস্ট করুন