হোলিখেলা

অরুণিমা মন্ডল দাস ২০ মার্চ ২০১৬, রবিবার, ০৫:৫৭:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

12096630_1769560863278077_5729259660541809560_n
সদ্য কাটা টমেটোর চাটনির কড়াইর লাল আবীর¡
আঠারো তে পা দেওয়া মেয়েটির ব্রণ¡
হাঁফানো আনন্দের মিলন হোলি ¡
আবাসিক পাকাবাড়ির প্লাস্টার রং করা দেহ¡
#
মেয়েটি
গাছের তলায় ঘুমিয়ে একরাশ স্বপ্ন¡
কাদা পিচকারি প্লাবনে ভূমিকম্প¡
কৃষ্ণের কোলে বিষধর কেউটে¡
হিংস্র কুমীর আদরে কুপোকাত নম্র লজ্জাবতী¡
#
সুদর্শন ঠাকুর দর্শন পাঁচ টাকা দক্ষিণা¡
প্রসাদে তেতো উচ্ছে নিরামিষ ঘন্টে চিংড়িমাছ টাটকা¡
মন টাকা টাকা মাটি¡
ভক্তি পঁচিশ পয়সাতেও সোনা খাঁটি¡
#
প্রতিজ্ঞা
মেহেন্দীকরা হাতে পরিয়ে দেওয়া আঁটি¡
প্রতারক দেহে ছড়ানো রং¡
পিচকারি বিশ্বাসঘাতক নয়
অবাধ্য পাঞ্জা রং আর জলের খেলা¡
মানানো ক্যারেন্টের সুইচবোর্ড ¡
তার যেখানেই গুঁজবে পাখা ফুল স্পিডে ঘুরবে¡
#
বেগুন আলু গাছে ফসল ফলানোর বিধি¡
কীটনাশক গোবরসারের শ্রাদ্ধে বস্তাভর্তি বেগুন¡
হাত টানলেই লম্বা করা যায় না¡
ভালোবাসার চাদরখানি ও ছিঁড়ে যায়
কম্বলের জায়গায় বিছাতে চাইলে¡
#
হোলি
দাঁড়িয়ে আসে ¡
ছুরি দিয়ে মন কাটতে আসে¡
কোলাকুলি করে স্মৃতিতে সন্দেশ খাওয়াতে আসে¡
বুকে কালোজামের মচমচে সুখের সুড়সুড়ি দিতে আসে¡
#
ছেলেটি
পাড়ার হোলিতে হাফপ্যান্ট পরে হাতে¡ তাজা রং নিয়ে বাড়ির চারপাশ ঘোরা¡
ছোটাছুটি হুড়োহুড়ি দরজা ঠেলে ঘরে ঢুকে উত্তেজনায় জোর করে জামা ছিঁড়ে রং মাখিয়ে কেঁপে ওঠা¡
মন্টুর মিসকল
“চলে আয় ভাই
হয়ে গেছে”¡
সাসপেন্সআজও খুঁজছে
দিবানা ফুলস্টপ¡
#
পিকচার আভিভি বাকি মেরে দোস্ত¡
মুভি শুরু হতেই ইন্টারভেলে স্টপ¡

 

কলকাতা
২০ মার্চ ২০১৬

৪৬১জন ৪৬০জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ