হেমন্তের শিশির

ছাইরাছ হেলাল ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০২:৫০:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

শিশির-বেলা দিঘলতর সোনা-ফসলের
ক্ষেত জুড়ে, ঢেউ বয়ে যায়, মুহূর্ত-উৎসবের
অবিস্মৃতিপ্রবণ মশগুলতায়; পরীদের সাথে,
এ যেন প্রতীতি হেমন্তের উত্তরাধিকার।

সংশয়ী স্বাপ্নিক মগ্নতার সন্তাপহীন আনন্দ-স্রোত
অনবরত ছুঁয়ে যায় কৃষকের সোনালী শয়ান,
অপারঙ্গমতার আত্ম পরিচয় ভুলে একান্নবর্তী
হেমন্তের-কৃষক পরিবারে আজ বিজেতার সচ্ছলতা।

নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
দূর থেকে কাছে, আরও কাছে।

ছবি… নেট থেকে নেয়া।

১২৮৪জন ১১৫৫জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ