অনিন্দ্যের সাথে দেখা হয়েছিলো নিবেদিতার সেইই কবে। তবুও মুগ্ধতা ম্লান হয়না এতটুকুন! কি করে হবে! অনিন্দ্যের হাসি, মায়াভরা চোখ, আর এলোমেলো চুল যে সব সময় একই রকম থাকে। এক শরতে
খুব জল্পনা-কল্পনা শেষে এক হলো দুজনে।
হাসি
মুগ্ধতা
আবেদন
আলিঙ্গন
নিবেদন
সমর্পণে,
জানা হলো ভালোবাসা জন্মেছে জন্ম-জন্মান্তরে। এক চোখ হতে আরেক চোখের দুরুত্বে, নিঃস্বাস হতে প্রশ্বাস অতিবাহিত ক্ষণ-কালে কাছাকাছি রবে তারা দুজন দুজনার হয়ে।
অতঃপর ঠিক হলো,আসছে হেমন্তে তারা হেমন্তের ধুসরিত পথে একসাথে হাটবে হাত ধরে। উদাসী হাওয়ায় নিবেদিতার উড়ন্ত চুলে বেধে দিবে শক্ত বিনুনি। সবাইতো খোঁপা বাধে। অনিন্দ্য নাহয় নিবেদিতার চুলে বেনী করবে। কাশফুলের মালা গেঁথে পরিয়ে দিবে গলায়।
ভালোবাসা নয়তো একা থাকা,
একাকী প্রহরে আধবোজা চোখে
নিরন্তর প্রেমের স্বপ্ন-আঁকা ;
একাতো নয় একলা রাখা,
নিরবতার আষ্টেপৃষ্ঠে উষ্ণতার চাঁদরে ঢাকা।
* আমাদের প্রেমের পূর্নাঙ্গ কবিতা লিখছি মনের আখরে। অ-কবিতায় লেখা থাকুক আমাদের ক্ষণ-কাল 🙂
৩০টি মন্তব্য
ইঞ্জা
আপু পড়ে আসছি।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা 🙂
ইঞ্জা
বেশ সুন্দর ভাবে হেমন্ত বন্ধনা করলেন আপু, শুভেচ্ছা জানবেন।
তৌহিদ
হেমন্তের আগমনে সকলের অপূর্ণ ইচ্ছেরা পূর্ণতা পাক। হাসি
মুগ্ধতা
আবেদন
আলিঙ্গন
নিবেদন
সমর্পণে সকল কামনা বাসনারা জেগে উঠুক নিত্য নতুন ছন্দে, আনন্দে। মনের আখরের কবিতা ভেসে উঠুক সোনেলার সোনালি পাতায়।
শুভকামনা রইলো আপু।
নিতাই বাবু
হেমন্তের শুভেচ্ছা জানবেন, শ্রদ্ধেয় দিদি।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ শ্রদ্ধেয় নিতাই দাদা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
আপনাকেও হেমন্ত শুভেচ্ছা তৌহিদ ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
শরৎ হেমন্ত একাকার!
মন দিয়ে পড়তে হবে। ভালুবাসা যেখানে জেরবার।
প্রত্যহের লেখা চালু করলেন দেখে পাঠক আনন্দিত,
যদিও আগেও লিখেছেন দারুন সব কাব্য।
সাবিনা ইয়াসমিন
জেরবার ভালুবাসা ভালোবাসার ধারেকাছেও নেই। হেমন্তের প্রলাপ গাওয়া চলবে হয়তো। কি আর করার, পড়ে নিন কস্ট করে। 🙂
শুভকামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
হেমন্তের আগমনে সকলের অপূর্ণ ইচ্ছেরা পূর্ণতা পাক।
শ্রদ্ধেয় দিদি হেমন্তের শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও হেমন্ত শুভেচ্ছা দাদা। ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
রিমি রুম্মান
দেশের হেমন্তকে আমার খুব শান্ত ঋতু বলে মনে হয়। অনিন্দ্য আর নিবেদিতার ভালোবাসাবাসির ঋতু । আর এখানে, এই বিদেশ বিভূইয়ে হেমন্ত এক বিষন্ন, হাহাকারের ঋতু। পাতাঝরার ঋতু। লেখাটি ভালো লেগেছে।
তৌহিদ
আপু হেমন্ত নিয়ে আপনার লেখা চাই। ব্লগে হেমন্ত উৎসব চলছে।
সাবিনা ইয়াসমিন
লেখার চেষ্টা জারি রেখেছি তৌহিদ ভাই। আপনাদের সবার মত করে লিখতে পারছি কই!
উৎসব সফল হোক।
শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
হেমন্ত -শুভেচ্ছা রইলো আপু।
নিরন্তর ভালোবাসায় ভালো থাকুন,
শুভ কামনা ❤❤
জিসান শা ইকরাম
লেখাটি পড়তে বেশ ভালোই লেগেছে।
হেমন্ত বন্দনা চলুক,
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
হেমন্ত-শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ দিদার
বেশ ভালোলাগলো
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
হেমন্ত – শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
চাটিগাঁ থেকে বাহার
ভালো লেগেছে।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
শুভ কামনা 🌹🌹
শারমিন আক্তার
সব সময় এতো সুন্দর করে সাজিয়ে লিখলে কি কিছু বলা যায়? 😃😄😍
অনেক সুন্দর লেখা। খুব ভালো।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, এরপর চেষ্টা করবো এলোমেলো লেখা দিতে। যদিও সেটা আমারও পছন্দ 🙂
ভালোবাসা ও ভালোবাসা ❤❤
রেহানা বীথি
ভালোবাসা নয়তো একা থাকা……
এ হেমন্ত আরও কাছাকাছি আনুক দু’জনকে।
ভালো লাগলো ভীষণ।
ভালোবাসা দিলাম।
সাবিনা ইয়াসমিন
হেমন্ত-শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপু।
ভালো থাকুন সারাক্ষণ ❤❤
আসিফ ইকবাল
প্রেমের মিলনে, ভালোবাসার বন্দনায় দু’জন এক হয়ে যাওয়া- এই হলো ঋতুচক্রের সার্থকতা। পড়ে ভাল লাগলো সাবিনা। তোমাকে অভিনন্দন।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও ধন্যবাদ আসিফ।
ঋতু আর প্রেম একই বৃত্তে বন্দী, পারস্পারিক বন্ধনে বন্দনার সার্থকতা।
শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
বাহ খুব সুন্দর বললে। প্রেম আর ঋতু এক-ই চক্রে বন্দী! আমি কিছু কিছু জিনিস নতুন চোখে দেখা সুরু করেছি, মূলত তোমার চোখ দিয়েই 🙂
অনন্য অর্ণব
এই লেখাটি কেন হেমন্ত বন্দনায় দিলেন না। এটা হতে পারতো সেরা হেমন্ত বন্দনা। ভীষণ দাগ কেটেছে হৃদয়ে।
সাবিনা ইয়াসমিন
এই লেখাটি যখন লিখেছিলাম, তখন হেমন্ত-বন্দনার ইভেন্ট শুরু হয়নি। আপনার ভালো লাগা লেখাটির সার্টিফিকেট হয়ে রইলো। 🙂
শুভ কামনা 🌹🌹