আজ চাঁদের প্রবল জ্যোৎস্না ঝরে পড়ছে এই রাতদুপুরের ঘুম ঘুম বালিশে।
আমি বসে আছি জানালার পাশে;
বাতাস তার মায়ায় জড়িয়ে রেখেছে আমায়।
‘আমার হৃদয়’ : তুমি আজ নীল এক চাঁদ,
রাত্রির ক্ষত ঢেকে রেখেছো।
অশান্ত সমুদ্র যেভাবে তার নোনাজলে ঢেউ তোলে জ্যোৎস্নার বর্ষণেও বদলায় না তার চরিত্র
ঠিক সেভাবেই মাতাল হয় মন।
রোজ, রোজ, প্রতিদিন—
অথচ অহঙ্কারী চাঁদের পরাজয় হয়না
শুধু হৃদয়ে গ্রহণ লাগে।
চন্দ্রাহত কোনো এক কবি হয়তো আজ ফিরে গেছে হৃৎপিন্ডের মৌন অক্ষরে।
হ্যামিল্টন, কানাডা
২ জুলাই, ২০১৮ ইং।
১৪টি মন্তব্য
ইঞ্জা
হৃদয় ছোঁয়া কাব্যিকতা, মুগ্ধতা অপার। -{@
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া প্রথম মন্তব্য আপনার। ভালো লাগলো খুব। -{@
ভালো থাকুন সবসময় ।
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন আপু সবসময়। -{@
নীলাঞ্জনা নীলা
ভাইয়া -{@
ছাইরাছ হেলাল
তাও ভাল নীল চাঁদ বেনোজলে ভেসে যায়নি।
হৃদপিণ্ডের মৌনতা সে আবার হয় নাকি!!
চন্দ্রাহত কবি হয়ত খুঁজে নিয়েছে নূতন কোন চন্দ্রদ্বীপ!!
অনেক দিন পর পড়লাম, এক বিরহ গাথা
নীলাঞ্জনা নীলা
নীল চাঁদ বেনোজলে ভাসবে, তাও আমায় না জানিয়ে, সেটা হয় নাকি? গতকাল চাঁদের আলো এতো ম্লান হয়েছিলো, জানান দিচ্ছিলো কৃষ্ণপক্ষের আগমন ঘটতে শুরু করেছে। রাহু গিলছে ওকে। তাই চাঁদকেই বানিয়ে দিলাম কবি।
কেন হৃৎপিন্ড কি মৌন হতে জানেনা? ও কুবিরাজ ভাই বলেন না!
অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে খুশী হলাম। 🙂
মায়াবতী
আপু চমৎকার লিখেন আপনি * কোথায় পান এই সব শব্দ ! 😮
নীলাঞ্জনা নীলা
কোথায় আর ভালো লিখি! গুছিয়ে লেখা শিখতে পারিনি আজোও।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্যে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দারুণ রোমান্টিক -{@
নীলাঞ্জনা নীলা
মাঝেমধ্যে রোমান্টিক লেখা চলে আসে মনির ভাই।
ধন্যবাদ।
তৌহিদ ইসলাম
সুন্দর শব্দচয়নে অসম্ভব ভালোলাগার মত একটি কবিতা পড়লাম অনেক দিন পর।
নীলাঞ্জনা নীলা
তৌহিদ অসংখ্য ধন্যবাদ লেখাটির পাশে থাকার জন্য।
জিসান শা ইকরাম
মন মাতাল হওয়া ভালো 🙂
নীলাঞ্জনা নীলা
নানা তুমি তো দেখি গান গাওয়া শুরু করে দেবে! 🙂