যেই শিক্ষা ব্যবস্থা ছাত্রদের দুর্নিতি শেখায় সেই শিক্ষায় শিক্ষিত না করে আমি আমার সন্তানদের অশিক্ষিত করে রাখতে চাই…..
জ্বী বলছি HSC তে ভর্তি দুর্নিতির কথা। যান গিয়ে দেখুন আজ এই রাতে শহরের ভালো ভালো কলেজে কিভাবে টাকা উড়ছে….
টাকাই টাকা……
প্রথমে কুশিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁস করে দিলো। একবারও চিন্তা করলো না যে, একজন ভালো পড়ুয়া ছাত্রর থেকে না পড়া ছাত্রের রেজাল্ট ভালো হবে। মেধার অবমূল্যায়ন হবে!!!!!
তারপর পাশ আর এ+ বাড়াতে এমন রেজাল্ট দিলো যে পাশ করতে পারবেনা এমন ছাত্রও এ+ পেয়ে বসে আছে…. বাহ ভাই বাহ!!!!! এই না হলে শিক্ষামন্ত্রী!!!!!!!!
এরপর এলো ভর্তির পালা।। রাজশাহীর ভালো কলেজ কর্তৃপক্ষ ডাইরেক্ট বলছে, নতুন সিটি মেয়র উপজেলা কোটা বন্ধ করে নিজে রেজাল্ট সাজিয়েছেন!!!!!! বাহানা হিসেবে বলেছেন “গ্রামের ছাত্ররা গ্রামে পড়তে পারবে, কিন্তু শহরের ছাত্রদের কিভাবে গ্রামে পাঠাই???”
অসাধারণ মেয়র সাহেব!!
যার যেমন যোগ্যতা তাকে তেমন যায়গায় সুযোগ দেওয়া হবে না, আপনার স্বার্থের জন্য????
তাও মেনে নিলাম। কিন্তু ওয়েটিং নং সাড়ে তিন হাজার কিভাবে ভর্তি হচ্ছে?????
টাকা দিয়ে???
এই করবেন তো রেজাল্টের নামে এমন নাটক কেন সাজানো হলো??? আর আজ রাতে টাকার পরিমানই নির্নয় করবে কাল কার ভাগ্যে এসব কলেজে ভর্তি লিখা আছে।। তাই টাকার বস্তা নিয়ে আজ শহরে ঘুরে বেড়াচ্ছে ছাত্র-অভিভাবক।।।
এত কেবল কলেজে ভর্তি শুরু। এরপর ভার্সিটি, জব হাজার হাজার দুর্নিতি!!!!!!
চিন্তা করে দেখুন তো যেসব ছাত্রদের জীবনের শুরুই দুর্নিতি দিয়ে তারা বড় হয়ে কি হবে???
এটা কিন্তু ছাত্রদের দোষ না। দোষ সেসব মুখোশের অন্তরালে লুকায়িত কিছু ভ্যামপায়ারদের।।।।
সত্যিই দেশটা ডিজিটাল হচ্ছে। রাতের অন্ধকারে টাকার বস্তায় তার প্রমাণ…..
৬টি মন্তব্য
লীলাবতী
HSC তে ভর্তিতে এমন দুর্নীতি হচ্ছে ? এটি তো ভাবাই যায় না ।
আজিম
ক্রমশঃই জটিল হয়ে যাচ্ছে আমাদের জীবনযাপন।
তথ্যের সাথে সাথে সমাধানের পথও খুঁজে দেখার কথা আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে, যদিও এটা আরো জটিল।
সঞ্জয় কুমার
পুরো শিক্ষা ব্যাবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে । । অনেক দিন পর তোমার লেখা পেলাম ।
মা মাটি দেশ
সত্যিই দেশটা ডিজিটাল হচ্ছে। রাতের অন্ধকারে টাকার বস্তায় তার প্রমাণ….. (y) -{@
পুষ্পবতী
যেসব ছাত্রদের জীবনের শুরুই দুর্নিতি দিয়ে তারা বড় হয়ে কি হবে???ভাবা যায়না আসলে। এইভাবে চলতে থাকলে জাতি অন্ধকারে ডুবে যাবে।
শুন্য শুন্যালয়
কোন ব্যবস্থা ভালো? আমি দিনে দুপুরেও আজকাল চোখে কিছুই দেখিনা 🙁