সমস্ত দিন সন্ধ্যার মতো আবছা
অভিমানী মেঘ থমকে দাঁড়ায় নুয়ে…
চোখের পাতার কাঁপুনিতে কিছু জল
ঝরে ঝরে পড়ে, গাছ-ফুল-মাটি ছুঁয়ে…
তারপর চলে যায় মেঘ এলোমেলো
পথে; রয়ে যায়, তার স্মৃতিভেজা শ্বাস…
বাতাসে বাতাসে শিহরণ ক্ষণে ক্ষণে;
কার বুক জুড়ে চাতক পাখির আশ !!!
বিকেল ৪.৫০
২৫.৬.২০১৩
১১টি মন্তব্য
ব্লগার সজীব
সব ভালো কবিতা কি বিষণ্ণতায় মোড়ানো থাকে আপু ?
ছাইরাছ হেলাল
চাতকের হাহাকার দেখা যাচ্ছে বেশ করেই ।
মেঘেরা যে কেন আসে বা কেনই বা চলে যায় , জল ঝড়িয়ে ।
আদিব আদ্নান
সজীব সতেজ লেখা পড়লাম ।
জীবন্ত অনুভুতির চমৎকার উপস্থাপন । ।
"বাইরনিক শুভ্র"
হাহাকার ছেড়ে হাসিতে মেতে উঠুন । শুভ কামনা ।
জিসান শা ইকরাম
কবিতা ভালো হলেও
হাহাকার কিন্তু ভালো না 🙂
কৃন্তনিকা
আমার ভেতরটাও কেমন যেন হাহাকার করছে আপনার কবিতা পড়ে…
কাজটা কিন্তু ঠিক করলেন না 🙁
বনলতা সেন
মুখপুরি মেঘ দূরে গিয়ে মর ।
মিসু
🙁 🙁
শিশির কনা
এত হাহাকার কেন ? স্বপ্ন চাই স্বপ্ন 🙂
মর্তুজা হাসান সৈকত
বাহ ! সহজ সরল সাবলীল প্রকাশভঙ্গী । নিরন্তর শুভ কামনা ও ভালোলাগা রেখে গেলাম ।
প্রজন্ম ৭১
হাহাকারটা ভালো লেগেছে ।