হাহাকার

রিমি রুম্মান ১০ ফেব্রুয়ারি ২০১৪, সোমবার, ১০:১৬:০৫পূর্বাহ্ন বিবিধ ১০ মন্তব্য

সবকিছুই আজ হাতের মুঠোয়
পেতে লাগে না একটুও সময়
আটলান্টিকের এপারের জিনিস
ওপারে পাওয়া যায় সহসাই
কিংবা ওপারেরটা এপারে।

মাস শেষে ডাক পিয়নও আর
কড়া নাড়ে না আমার দ্বারে
সব খবরাখবর পেয়ে যাই
নিমেষে নিমেষে ঘড়ির কাঁটায়
সব কিছুই কেমন হাতের মুঠোয়_!

অথচ,যুগ যুগ কেটে গেলো
শুধু তোমাকে, হ্যাঁ তোমাকেই
হলো না পাওয়া আজও
তুমি তো অধরা নও,
ধরা-ছোঁওয়া’র নাগালেরই কেউ।

তবুও হলো না পাওয়া আজও
যদিও সবকিছুই আজ হাতের মুঠোয়।

৫২০জন ৫১৯জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ