এক লোক কে এক মহিলা মানুষের নাক ফাটায়ে দেওয়ার অভিযোগে বিচারকের সামনে আনা হলো। এবার আসামী বেচারা কে প্রশ্ন করা হলো
বিচারক : তুমি কেনো এই মহিলা কে মেরে নাক ফাটায়ে দিয়েছো?”
আসামী :স্যার আমি ঘটনা টা বলি” আমি আর উনি পাশাপাশি সিটে বসে বাসে করে যাচ্ছিলাম। এবার যে লোক ভাড়া তোলে সে এসে ঐ মহিলার কাছ থেকে ভাড়া চাইলো, উনি প্রথমে ইয়া বড় একটা ব্যাগ বের করলেন তার চেইন খুলে তা থেকে একটা তারচেয়ে ছোট ব্যাগ বের করে সেই বড় ব্যাগ টার চেইন লাগায়ে দিলেন। এবার সেই দ্বিতীয় বড় ব্যাগটার চেইন খুলে সেখান থেকে একটা আর একটু ছোট ব্যাগ বের করে সেই দ্বিতীয় ব্যাগটার চেইন লাগায়ে দিলেন। এবার তৃতীয় ব্যাগটার চেইন খুলে সেখান থেকে একটা ছোট এবং শেষ ব্যাগটা বের করে তৃতীয় ব্যাগটার চেইন লাগায়ে দিলেন । এবং শেষ ব্যাগ টা থেকে একটা ১০০০ টাকার নোট বের করে সেই ব্যাগের চেইন টা লাগায়ে দিয়ে ভাড়া দিলেন।
বিচারক : তাই বলে কি তুমি উনাকে মেরে নাক ফাটায়ে দিবে?
আসামী :স্যার পুরাটা তো বলিই নি। বলে নেই।
বিচারক : আচ্ছা বলো।
আসামী: এবার তৃতীয় ব্যাগ টার চেইন খুলে ছোট ব্যাগটা রেখে তৃতীয় ব্যাগ টার চেইন লাগায়ে দিলেন । এবার ২য় ব্যাগটার চেইন খুলে তৃতীয় ব্যাগটা সেখানে রেখে ২য় ব্যাগটার চেইন লাগায়ে দিলেন। এবার প্রথম আর ইয়া বড় ব্যাগটার চেইন খুলে সেটার ভিতরে ২য় ব্যাগটা রেখে ১ম টার চেইন লাগায়ে দিলেন।
বিচারক : বেটা তাই বলে কি তুই উনাকে মারবি?
আসামী : জ্বি না স্যার আমি পুরা কাহিনী বলে শেষ করে নেই।
বিচারক: আচ্ছা বল।
আসামী : এবার কন্টাক্টর এসে ভাংতি টাকাটা ফেরত দিলে। ঐ ভদ্র মহিলা প্রথমে ১ম ব্যাগটার চেইন খুলে ২য় ব্যাগটা বের করে ১ম টার চেইন লাগায়ে দিলেন। এবার ২য় টার চেইন খুলে ৩য় ব্যাগটা বের করে ২য় টার চেইন লাগায়ে দিলেন। এবার ৩য় টার চেইন খুলে সেখান থেকে ছোট ব্যাগটা বের করে ৩য় টার চেইন লাগায়ে দিলেন । এবার ৪র্থ টার চেইন খুলে সেখানে ভাংতি টাকাটা রেখে চেইন লাগায়ে দিলেন । এবার আবার ৩য় টার চেইন খুলে…
বিচারক: এই সেন্ট্রি কে কই আছিস ধর এই হারামজাদাকে ধরে আগে এর নাক ফাটায়ে দে…
আসামী : স্যার খালি শুনেই আপনার এই অবস্থা তাইলে বলেন আমি যখন দেখছিলাম তখন আমার কি হচ্ছিলো???
#লেখাটি সংগৃহীত। কবে কোথায় পড়েছিলাম মনে নাই। তবে আমার ও কাওকে মেরে নাক ফাটায়ে দিতে ইচ্ছে করছে।
৯১টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলার কে কোথায় আছেন?
আসুন তো এই তাজের নাকটা ফাটায়ে দেই………
:D)
হাসতে হাসতে শেষ আমি………
মারজানা ফেরদৌস রুবা
আমি আছি, তবে ভয় পাই। ও যেভাবে পিস্তল ধরে আছে!
হাহাহা…মজা পেলাম।
জিসান শা ইকরাম
পিস্তল, বন্ধুক,ছেনি সব পাবেন ওর প্রফাইলে ……… 🙂
মেহেরী তাজ
দাদা বন্দুক পিস্তল ঠিক আছে কিন্তু ছেনি কই দেখছেন??? :@
আপনি তো দেখি ঘরে শত্রু বিভীষণ।।।
নীতেশ বড়ুয়া
ছেনিবাজ তাজ :D)
জিসান শা ইকরাম
চাকুও তো দেখলাম মনে হয় 🙂
নীতেশ বড়ুয়া
আইলা :p
মেহেরী তাজ
চাকু কই দাদা ;?
সুক্ষ্ম ষড়যন্ত্র মনে হচ্ছে। তার গোড়ায় আমার দাদা?? ;(
মেহেরী তাজ
কোথায় পিস্তল ধরে আছি আপু?? তারমানে কি আমার ফেসবুকের কভার ফটো??
মজা আমিও পেয়েছিলাম আপু।
মেহেরী তাজ
হায় হায়। একজন আমার পা ভাঙ্গার আর ডানা কাটার জন্য রেডি হয়ে বসে আছে। এখনে দেখি দাদা স্বয়ং দাদা আমার নাক ফাটানোর জন্য সব্বায় কে ডাকিতেছে। সোনেলা আমার জন্য ডেঞ্জার জোন হয়ে গেছে এখানে আমার বলতে কেউ নাই। 🙁
নীতেশ বড়ুয়া
ইয়ু ইয়ু \|/ \|/
মেহেরী তাজ
:@ :@ :@
নীতেশ বড়ুয়া
:D) :D)
মেহেরী তাজ
;? ;? ;?
নীতেশ বড়ুয়া
😮
মেহেরী তাজ
অবিশ্বাস্য…
রিমি রুম্মান
হা হা হা …
চেইন লাগাইতে আর ব্যাগের ভেতর থেকে ব্যাগ বের করতে দেখতে কারই বা ভাল লাগে !
নাক ফাটানোটাই বেশ হয়েছে। :c
মেহেরী তাজ
না ফাটানোই উচিৎ। তাই বলে আমার না….
হা হ। হা হা
ছাইরাছ হেলাল
আপনার নাকের মাপ বলুন,
ব্যান্ডেজ তো আগে আনিয়ে রাখতে হবে!!
তাজের তুলনা তাজ ই।
ছেড়ে থাকেন কী করে!!
মেহেরী তাজ
নাকেরও মাপ হয়?? ওয়েট মেপে জানাচ্ছি।
আমার নাক ফাটায়ে দিবেন? এমনিতেই নাক বোঁচা আমার। 🙁
আমি কাওকে ছেড়ে নাই। আপনারা সব্বায় ভুলেছেন আমায়। ;(
ছাইরাছ হেলাল
আপনাকে ভোলা অসম্ভব!!
মেহেরী তাজ
দেখিছি সব দেখেছি। 🙁
ছাইরাছ হেলাল
আরে কই কই দেখলেন, কি কি দেখলেন?
আমাদের ও দেখান।
মেহেরী তাজ
আমি কি হ্যারি পটার মুভির ডাম্বেলডোর নাকি যে স্মৃতি মাথা থেকে বের করে আপনার হাতে দিয়ে দেবো আর আপনি তা ম্যাজিক ওয়াটারে দিয়ে দেখে নেবেন??
ছাইরাছ হেলাল
আপনার পক্ষে তাও সম্ভব,
একবার আমাদের দেখান, আপনি আবার দেখুন।
মেহেরী তাজ
না বাবা না তা হবে না। স্মৃতির ক্লোন করে রেখে দেন যদি আপনি! তাহলে তো আমি বিপদে পরবো! :p
অরুনি মায়া
হা হা হা পড়তে গিয়েই তো আমার তোমার নাক ফাটাতে ইচ্ছে করছে !
তুমি আবার আমার নাক ফাটানোর প্ল্যান করছ নাতো? 🙁
মেহেরী তাজ
ফাটায়ে দেন তারপর বিয়ে না হইলে আপনার ঘাড়ে গিয়ে চাপবো। :p
আমি সোনেলায় কারর নাক ফাটাবো না। আমি সব্বাই কে ভালো পাই। 🙂
অরুনি মায়া
তাহলে থাক এই বোঝা আমি ঘাড়ে নিতে চাইনা ;?
মেহেরী তাজ
এতো ভয় পাইছেন??? হা হা হা হা
অরুনি মায়া
একে তো নাক চ্যাপ্টা তার উপর বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়,কে বিয়ে করবে ;?
মেহেরী তাজ
এতো টেনশন নিয়েন না বন্দুক আছে না।…… \|/
অরুনি মায়া
ও তারমানে বুকে বন্দুক ধরে বলবা বিয়ে করবি কিনা বল? 😮
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপুউউউউউউউউউউউউউউউ এভাবে হাসতে হাসতে দম আটকে মরে যাই, তাই তুমি চাও?
তোমার এই পোষ্ট পড়ে শুনিয়েছি আমার বন্ধুকে। ফোনের ওপাশ থেকে ওর হাসি আর এ পাশে আমার হাসি শুনে ছেলের ঘুম ভেঙ্গে গেছে। বুঝেছো কিছু? :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
এখন হাসি চেপে কি কষ্টে যে মন্তব্য করছি, সে আমি জানি। কান্না চেপে রেখে চলা যায়। কিন্তু হাসি? তাও আমার হাসি। হাসির জন্যে মাইর খেয়েছি, তবেই বোঝো। :D) :D) :D) :D) নীতেশদার হাসির ইমোর ছোঁয়া লেগেছে আমাকেও। 😀
মেহেরী তাজ
নীতেশ দার লাফিং গ্যাস আপনার কাছে চলে গেছে দেখতেই পাচ্ছি।
হাসির জন্য আমিও কম ঝারি খাইনি!!!
হাসি ছাড়া জীবনে আছে কি আপু? শুধু কারর ক্ষতি না হলেই হলো। এই যেমন কারন ঘুমের বেঘাত না হওয়া। :p
নীতেশ বড়ুয়া
আমার নামে কে নিলো? ছেনিবাজ তাজাপু নাকি! :p
মেহেরী তাজ
নতুন নাম দিয়া ফালাইছেন নীতেশ দা??
নীতেশ বড়ুয়া
😀
মেহেরী তাজ
:@ :@ :@ :@
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D) :D)
নীতেশ বড়ুয়া
আপনার নানায় দিচে এই নয়া তাইটেল… ছেনিবাজ :D)
মেহেরী তাজ
সব দোষ দাদার….. ;(
নীতেশ বড়ুয়া
:v \|/ :D)
মেহেরী তাজ
:D) :D) :D)
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু আর নীতেশদা কি চান আপনারা দুজনে? পেটফেল করে মারা যাই?
মেহেরী তাজ
আমি তো চাই না। কিন্তু নীতেশ দার কথা বলতে পারি না। উনি চাইলে চাইতেও পারেন। কারন উনার পা ভাঙ্গতে চাওয়া আর ডানা কাটতে চাওয়ার প্রমান আছে। 🙁 :D)
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু তাহলে কি হবে? আমি আবার খুব ভীতু মানুষ। বেশী ডরাইলে সামনে যাই আর কম হইলে পেছন পা হাঁটি। :D)
মেহেরী তাজ
কি হবে মানে নীতেশ দাকে বয়কট করা হবে। আপনি সামনে হাটতে থাকুন।পেছনে আমরা আছি। 🙂
নীতেশ বড়ুয়া
;?
মেহেরী তাজ
\|/ :D)
স্বপ্ন
আপনার এই পোষ্ট পড়ে মন্তব্য কি করবো? কয়েকবার এসে হাসতে হাসতে আর মন্তব্যই করতে পারিনি।নাক ফাটানোটা একদম ঠিক আছে।আপনার আবার কাউকে নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করছে?আমি পালাই তাহলে 🙂
ধন্যবাদ আপু এমন হাসির কথা শেয়ারের জন্য -{@
মেহেরী তাজ
ভাইয়া আপনার নাক ফাটাবো না এটুকু নিশ্চিত। পালাততে হবে না। 🙂
নাসির সারওয়ার
আহারে, এডমিন যদি হাসি এবং কাননার দুটি তীর বসাতো, তাহলে হাসির কারনে হয়তো করো মার খেতে হতোনা।।
মেহেরী তাজ
কে কোথায় কখন হাসির জন্য মাইর খেলো??? ;?
নাসির সারওয়ার
একটা মন্তব্য (নীলাঞ্জনা নীলা)
“হাসির জন্যে মাইর খেয়েছি, তবেই বোঝো।”
মেহেরী তাজ
ও আচ্ছা…
লীলাবতী
এই লেখা লিখে শিরোনাম হাসতে মানা? শিরোনাম দেয়ার জন্য নাক ফাটিয়ে দেয়া দরকার তোমারই :D) :D) :D) :D)
ওরে মাগো এমন হাসি আমি শীঘ্র হাসিনি :D) :D) :D)
মেহেরী তাজ
শিরনাম দেওয়ার জন্য নাক ফাটান আর রক্ত দেখার জন্য নাক ফাটান কোন সমস্যা না। শুধু আমার বিয়ের দায়িত্ব আপনার নিজের নিতে হবে! রাজি??? :p :p
শুন্য শুন্যালয়
অর্ধশত পোস্টে অনেক শুভেচ্ছা পিচ্চি ভূত, আমাদের আদরের ছোট্ট আপু। লিখে লিখে আমাদের মুখ এবং দাঁতের ব্যায়াম এমনি করে অব্যাহত রাখিস আজীবন। (3 -{@
নীতেশ বড়ুয়া
অর্ধশত পোস্টের জন্যঃ
:D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/
গুনে গুনে অর্ধশত ইমো।
মেহেরী তাজ
নীতেশ দা আপনি তো ভাগেন ঈ। আমি পোষ্ট দিয়েছি দুদিন আগে আর আজ এসেছেন আমায় ইমো শুভেচ্ছা জানাতে?? লাগবে শুভেচ্ছা। :@
নীতেশ বড়ুয়া
ইমো গুনতে সময় লাইগা গেসেগা :D)
মেহেরী তাজ
গুনি নাই। এসব ফাউল কাজ তাজ করে না। আপনার ইমো আপনি ফিরায়ে নেন! ^:^ ^:^ ^:^
নীতেশ বড়ুয়া
ফিরায়ে নিলামঃ
:D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/ :D) -{@ (3 😀 \|/
মেহেরী তাজ
আহ হা হা হা হা হা……
মেহেরী তাজ
আপু আপনি আমার অর্ধশত পোষ্টের কথা মনে রেখেছেন দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু। সব সময় লেখা দিয়ে মুখ আর দাঁতের ব্যায়াম করাতে পারবো কি না জানি না তবে নিয়মিত লেখার চেষ্টা করবো।
দেখেছেন আপু আমায় সবায় মোটামুটি ভুলেই গেছে এটা তার প্রমান। 🙁
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু মুখ আর দাঁতের ব্যায়াম করলে নতূন দাঁত পাওয়া যাবে। জানো তো? :D)
মেহেরী তাজ
তাই নাকি? কিভাবে? 😮
শুন্য শুন্যালয়
শুভেচ্ছা দেয়া শেষ, এইবার আয় তোর নাকের চিকিৎসা করে দেই, আহহারে, সবাই আমার পিচ্চি ভূতের নাকের অবস্থা বারোটা বাজায় দিছে, কারো মনে মায়াদয়া নাই একটুও।
ইয়ে আমিও একটা ঘুষি দিমু নাকি, যা শুনাইলি :D) :D) :D)
মেহেরী তাজ
কেউ না কেউ আমায় ভালুবাসে না। একটায় তো নাক আমার সবায় মিলে কত শত ভাবে যে সেটা ফাটানোতে ব্যস্ত। কোন দিন সকালে ঘুম থেকে উঠে দেখবো আমার নাকের জায়গাতে কোন নাক নাই। যা আছে তা মাছের কানকোর মত দুটা ছিদ্র না হয় একটা আস্ত গোল আলু। ;(
নীলাঞ্জনা নীলা
ওরে সোনারে ওরে মনা রে। উম্মাআআআআআ (3
মেহেরী তাজ
নাক ফাটায়ে দিয়ে উম্মা দিলে লাভ কি?? 🙁
মরুভূমির জলদস্যু
তাজ ভাইয়ের আশে পাশে কে আছেন? তাজ ভায়ের নাকটা ফাটায়ে দেন। ;(
মেহেরী তাজ
জলদস্যু আপুই ট্রাই করতে পারে!! :p. :p
আবু খায়ের আনিছ
ফাটাফাটি শেষ…………… আমি আসছিলাম ফাস্টএইড নিয়ে।
মেহেরী তাজ
একি আগে আপনার নাকের রক্ত টা বন্ধ করুন। :D)
আবু খায়ের আনিছ
নাক ফাটাফাটি আপনারা করছেন দেখে দ্রুত বেগে ছুটে আসলাম সেবা করতে এখন যদি আমার নাক ফাটিয়ে দেন তাহলে কেমনে?
মিথুন
হাফ সেঞ্চুরি পোস্টেই সবাই আহত করে ফেললো তাজ আপু? 😀
কিন্তু আসল কথাই তো জিজ্ঞেস করা হয়নি, আপনার কার নাক ফাটাতে ইচ্ছে করছে আপু?
আপু অনেকদিন পর আসলাম আজ, দেখলাম আমাকেও কেউ মনে রাখেনি। ইচ্ছে তো করছে কিন্তু কয়জনের নাকই বা ফাটাবো 🙁
মেহেরী তাজ
সে পার হয়ে গেছে। যার নাক তারই থাকুক। সেই টপিক বাদ।
যার যার নাক ফাটাতে ইচ্ছে করছে ফাটিয়ে দিন ভুলে গেলো কেনো?? কিন্তু তার পরই রেডি থাকুন আমরাও আসছি আপনার নাক ফাটাতে। আমাদের ভুলে ছিলেন তাই।
অনেক টম এন্ড জেরি খেলা হয়েছে এবার সোনেলায় দেখতে চাই আপনাকে। উক্কেউক্কে???
জিসান শা ইকরাম
অর্ধ সেঞ্চুরি হয়ে গেলো? 🙂
মনে হয় এইত সেদিন এলে সোনেলায়
লিখতে পারিনা বলে কত সংকোচ
আর এখন?
পঞ্চাশটা হিট পোষ্টের মালেকিন তুমি
সোনেলায় একটি শক্ত অবস্থান তৈরী করে নিয়েছ নিজের যোগ্যতায়।
মেহেরী তাজ এর পোষ্ট মানেই এখন ভিন্ন রকমের,আর জনপ্রিয় পোষ্ট।
অভিনন্দন আর শুভেচ্ছা পঞ্চাশতম পোষ্ট এর জন্য -{@ -{@
খুব দ্রুত বাউন্ডারী আর ওভার বাউন্ডারী মেরে সেঞ্চুরী পুর্ন করে ফেলো।
মেহেরী তাজ
দাদা এই পোষ্টের পরেও আমার আরো অনেক গুলা পোষ্ট এসেছে! আর আমি আজ দেখছি আপনার মন্তব্য! অনেক ধন্যবাদ দাদা এতো গুলা পোষ্টে আমার সাথে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য! আপনাদের মত সহ ব্লগার বড় ভাইয়া বড় আপু পেয়ে আমি খুব আনন্দিত।
জিসান শা ইকরাম
নতুন লেখা কই?
দ্রুত সেঞ্চুরী চাই 🙂
আগুন রঙের শিমুল
:D) :D) :D) হাস্তে হাস্তে সুরুজালী হৈয়া গ্লাম
মেহেরী তাজ
:D) :D)
শুন্য শুন্যালয়
কতো মেসেজ জমা পড়ে গেছে, সময় হয়না জবাবের, অনেক ব্যস্ত যে আমি। হায় ব্যস্ততা! আজ দিতে গিয়ে দেখলাম সে পথ বন্ধ আমার। এতো পোড়ানো ভালোনা আমার পিচ্চি ভূত আপু। ক্ষমা করিস, তবে এভাবে কষ্ট দিসনা, ফিরে আয়। প্লিইইইইইইজ। তুই না আমার ছোট্ট আদুরে আপু। প্লিজ আয়।
নীতেশ বড়ুয়া
এই দুষ্ট তাজা ভূত গেলো কই!!!!!!!! 🙁
মেহেরী তাজ
আপনার এর মন্তব্যের জবাবে আমি কি লিখবো?
সেই সময়ের কাজের জন্য আমি সরি আপু! আজ মন্তব্যের জবাব দিতে গিয়ে খুব খারাপ লাগছে!
সাঞ্জনা চৌধুরী জুঁথী
\|/ \|/ \|/ মজাই মজা
মেহেরী তাজ
\|/
লীলাবতী
‘ এই সেন্ট্রি কে কই আছিস ধর এই হারামজাদাকে ধরে আগে এর নাক ফাটায়ে দে… ‘ :D) আবার পড়লাম, আবার :D) :D)
মেহেরী তাজ
রোজার শেষ দিকের দিন গুলা কাটতেই চায় না আপু। তাই পুরান লেখায় আপনাদের মন্তব্য গুলো পড়ছি! 🙂