হাসতে মানা !!!!!

মেহেরী তাজ ২৬ অক্টোবর ২০১৫, সোমবার, ১০:৫৩:৫৯অপরাহ্ন রম্য ৯১ মন্তব্য

এক লোক কে এক মহিলা মানুষের নাক ফাটায়ে দেওয়ার অভিযোগে বিচারকের সামনে আনা হলো। এবার আসামী বেচারা কে প্রশ্ন করা হলো
বিচারক : তুমি কেনো এই মহিলা কে মেরে নাক ফাটায়ে দিয়েছো?”

আসামী :স্যার আমি ঘটনা টা বলি” আমি আর উনি পাশাপাশি সিটে বসে বাসে করে যাচ্ছিলাম। এবার যে লোক ভাড়া তোলে সে এসে ঐ মহিলার কাছ থেকে ভাড়া চাইলো, উনি প্রথমে ইয়া বড় একটা ব্যাগ বের করলেন তার চেইন খুলে তা থেকে একটা তারচেয়ে ছোট ব্যাগ বের করে সেই বড় ব্যাগ টার চেইন লাগায়ে দিলেন। এবার সেই দ্বিতীয় বড় ব্যাগটার চেইন খুলে সেখান থেকে একটা আর একটু ছোট ব্যাগ বের করে সেই দ্বিতীয় ব্যাগটার চেইন লাগায়ে দিলেন। এবার তৃতীয় ব্যাগটার চেইন খুলে সেখান থেকে একটা ছোট এবং শেষ ব্যাগটা বের করে তৃতীয় ব্যাগটার চেইন লাগায়ে দিলেন । এবং শেষ ব্যাগ টা থেকে একটা ১০০০ টাকার নোট বের করে সেই ব্যাগের চেইন টা লাগায়ে দিয়ে ভাড়া দিলেন।

বিচারক : তাই বলে কি তুমি উনাকে মেরে নাক ফাটায়ে দিবে?

আসামী :স্যার পুরাটা তো বলিই নি। বলে নেই।

বিচারক : আচ্ছা বলো।

আসামী: এবার তৃতীয় ব্যাগ টার চেইন খুলে ছোট ব্যাগটা রেখে তৃতীয় ব্যাগ টার চেইন লাগায়ে দিলেন । এবার ২য় ব্যাগটার চেইন খুলে তৃতীয় ব্যাগটা সেখানে রেখে ২য় ব্যাগটার চেইন লাগায়ে দিলেন। এবার প্রথম আর ইয়া বড় ব্যাগটার চেইন খুলে সেটার ভিতরে ২য় ব্যাগটা রেখে ১ম টার চেইন লাগায়ে দিলেন।

বিচারক : বেটা তাই বলে কি তুই উনাকে মারবি?

আসামী : জ্বি না স্যার আমি পুরা কাহিনী বলে শেষ করে নেই।

বিচারক: আচ্ছা বল।

আসামী : এবার কন্টাক্টর এসে ভাংতি টাকাটা ফেরত দিলে। ঐ ভদ্র মহিলা প্রথমে ১ম ব্যাগটার চেইন খুলে ২য় ব্যাগটা বের করে ১ম টার চেইন লাগায়ে দিলেন। এবার ২য় টার চেইন খুলে ৩য় ব্যাগটা বের করে ২য় টার চেইন লাগায়ে দিলেন। এবার ৩য় টার চেইন খুলে সেখান থেকে ছোট ব্যাগটা বের করে ৩য় টার চেইন লাগায়ে দিলেন । এবার ৪র্থ টার চেইন খুলে সেখানে ভাংতি টাকাটা রেখে চেইন লাগায়ে দিলেন । এবার আবার ৩য় টার চেইন খুলে…

বিচারক: এই সেন্ট্রি কে কই আছিস ধর এই হারামজাদাকে ধরে আগে এর নাক ফাটায়ে দে…

আসামী : স্যার খালি শুনেই আপনার এই অবস্থা তাইলে বলেন আমি যখন দেখছিলাম তখন আমার কি হচ্ছিলো???

#লেখাটি সংগৃহীত। কবে কোথায় পড়েছিলাম মনে নাই। তবে আমার ও কাওকে মেরে নাক ফাটায়ে দিতে ইচ্ছে করছে।

৭৪২জন ৭৪৪জন
0 Shares

৯১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ