নীহারিকা ফেব্রুয়ারি ২৮, ২০১৪ at ১০:২৪ পূর্বাহ্ন বাহ! ছোট্ট কিন্তু অনেক সুন্দর! খুব ভালো লেগেছে কবিতাটি। সবাই আমরা আমাদের ফেলে আসা বসন্তের কথা ভাবি কিন্তু এভাবে হয়ত প্রকাশ করি না। শুভকামনা 🙂
ছাইরাছ হেলাল ফেব্রুয়ারি ২৮, ২০১৪ at ১২:৫৫ অপরাহ্ন বসন্ত এসেছে রং ছড়িয়েই । অভিনন্দন আপনাকে এখানে লেখার জন্য ।
জিসান শা ইকরাম ফেব্রুয়ারি ২৮, ২০১৪ at ৫:৪৩ অপরাহ্ন সোনেলায় স্বাগতম -{@ জীবন থেকে দুঃখ চলে যাক । ভালো লিখেছেন । হাসি আনন্দ উচ্ছ্বাস কান্না দুঃখ কষ্ট – লিখতে থাকুন এখানে । শুভ কামনা ।
আমীন পরবাসী মার্চ ১, ২০১৪ at ৩:৪১ পূর্বাহ্ন দুঃখগুলো তোমার ভালবাসার ছোয়ায় কখন যে ম্লান হয়ে গিয়েছে, বুঝতে পারিনি আজ বৃষ্টি ভেজা দিনে ঘুরে আসতে চেয়েছিলাম দুখের চোরাগলি বৃষ্টি ধুয়ে মুছে রেখে গিয়েছে পবিত্র সোদা গন্ধ পুরনো আস্তর খোসা দেয়ালে পরেছে বসন্তের রং…… কাব্যটি ছোট হয়েছে তবে প্রকাশ করতে পেরেছে মনের অনুভুতি সম্পূর্ণ রূপে। শুভেচ্ছা রইল কবি।
মোঃ মজিবর রহমান মার্চ ১, ২০১৪ at ১০:৩০ পূর্বাহ্ন সবাই সুখ খুজে পেল। বসন্ত কি? কবিতা ছোটই বালা কিন্তু সুবিশাল মানে ভালো লাগলো। শুভেচ্ছা অনবরত।
২৮টি মন্তব্য
নীহারিকা
বাহ! ছোট্ট কিন্তু অনেক সুন্দর! খুব ভালো লেগেছে কবিতাটি। সবাই আমরা আমাদের ফেলে আসা বসন্তের কথা ভাবি কিন্তু এভাবে হয়ত প্রকাশ করি না। শুভকামনা 🙂
অনামিকা
দোয়া করবেন আপু।
লীলাবতী
ছোট কবিতা , অনেক ভালো লাগা জানালাম ।
অনামিকা
ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
বসন্ত এসেছে রং ছড়িয়েই ।
অভিনন্দন আপনাকে এখানে লেখার জন্য ।
অনামিকা
সোনেলা পড়ি নিয়মিত। আজই প্রথম লিখলাম।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
জীবন থেকে দুঃখ চলে যাক ।
ভালো লিখেছেন ।
হাসি আনন্দ উচ্ছ্বাস কান্না দুঃখ কষ্ট – লিখতে থাকুন এখানে ।
শুভ কামনা ।
অনামিকা
ধন্যবাদ ভাইয়া। নিয়মিত লেখার ইচ্ছে আছে।
নীলাঞ্জনা নীলা
অনুভুতির সুন্দর প্রকাশ।
অনামিকা
প্রকাশের চেষ্টায় আছি আপু।
খসড়া
ভাল লাগলো ছোট্ট কবিতা।
অনামিকা
শুভকামনা ভাইয়া।
আমীন পরবাসী
দুঃখগুলো তোমার ভালবাসার ছোয়ায় কখন যে ম্লান হয়ে গিয়েছে,
বুঝতে পারিনি
আজ বৃষ্টি ভেজা দিনে ঘুরে আসতে চেয়েছিলাম দুখের চোরাগলি
বৃষ্টি ধুয়ে মুছে রেখে গিয়েছে পবিত্র সোদা গন্ধ
পুরনো আস্তর খোসা দেয়ালে পরেছে বসন্তের রং……
কাব্যটি ছোট হয়েছে তবে প্রকাশ করতে পেরেছে মনের অনুভুতি সম্পূর্ণ রূপে। শুভেচ্ছা রইল কবি।
অনামিকা
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া।
আদিব আদ্নান
এই এমন ভালোবাসাই আমরা খুঁজি ।
পাই না বা পেয়েও হারাই ।
অনামিকা
জীবনটাই এমন।
আফ্রি আয়েশা
সুন্দর কবিতা 🙂
অনামিকা
ধন্যবাদ আয়েশা আপু।
নীলকন্ঠ জয়
ছোট কবিতায় সুবিশাল ভালোলাগা। 🙂
অনামিকা
বিশাল ভাবের সংক্ষিপ্ত প্রকাশ।
মোঃ মজিবর রহমান
সবাই সুখ খুজে পেল।
বসন্ত কি?
কবিতা ছোটই বালা কিন্তু সুবিশাল মানে ভালো লাগলো।
শুভেচ্ছা অনবরত।
অনামিকা
অনেক শুভেচ্ছা।
বনলতা সেন
চির বসন্ত লেগে থাকুক আপনার ভাবনায় ।
রিমি রুম্মান
অল্প কথায় অনেক সুন্দর… -{@
শুন্য শুন্যালয়
বাহ বেশ সুন্দর …শুভেচ্ছা আপনাকে -{@
বনলতা সেন
গেল কোথায় ?
ব্লগার রাজু
সুন্দর লিখেছেন (y) 🙂
লীলাবতী
অনামিকা গেলেন কোথায় আপনি ?