হায় গনতন্ত্র ,হায় নির্বোধ জাতি!!

ঘুমন্ত আমি ১৬ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ০৯:৫৭:০৯অপরাহ্ন বিবিধ ৪ মন্তব্য

আমাদের আসলে গনতন্ত্র দরকার নেই! খুব সম্ভবত ডি এইচ থারু বলেছিলেন যে জাতি ডেমক্রেসির জন্য যোগ্য হয়ে উঠেনি তাদের ডেমক্রেসির দরকার নেই ! যে দেশে জীবন্ত মানুষ কে আগুন দিয়ে ফ্রাই করে লাশ বানায়, যে দেশে ঠান্ডা মাথায় বাসে আগুনে পুরিয়ে মানুষ মারে যে জাতিকে নির্দ্বিধায় গুলি করে মারা হয় সেই দেশে কিসের ডেমোক্রেসি? সেই দেশে কিসের সরকারী আর বিরোধীদল! একজন আরামে অফিসে ঘুমিয়ে অবরোধ ডাকেন আর আরেকজন নাকে তেল দিয়ে ঘুমিয়ে প্রতিহত করার ঘোষনা দেন! আর বলি হয়েছে আমার আপনার ভাই ,বোন, সন্তান! তবুও আমরা দাত কেলিয়ে হেসে হেসে দু দলে বিভক্ত হয়ে বিতর্ক করি বিএনপি ভালো, আওয়ামীলীগ ভালো!এমন নির্বোধ জাতি মনে হয় বিশ্বে আরেকটিও নেই! আমরা নিরাপত্তা চাই,বাচার অধিকার চাই! ঠান্ডা মাথার খুনিদের
চাই না!

১জন ১জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ