আমাদের আসলে গনতন্ত্র দরকার নেই! খুব সম্ভবত ডি এইচ থারু বলেছিলেন যে জাতি ডেমক্রেসির জন্য যোগ্য হয়ে উঠেনি তাদের ডেমক্রেসির দরকার নেই ! যে দেশে জীবন্ত মানুষ কে আগুন দিয়ে ফ্রাই করে লাশ বানায়, যে দেশে ঠান্ডা মাথায় বাসে আগুনে পুরিয়ে মানুষ মারে যে জাতিকে নির্দ্বিধায় গুলি করে মারা হয় সেই দেশে কিসের ডেমোক্রেসি? সেই দেশে কিসের সরকারী আর বিরোধীদল! একজন আরামে অফিসে ঘুমিয়ে অবরোধ ডাকেন আর আরেকজন নাকে তেল দিয়ে ঘুমিয়ে প্রতিহত করার ঘোষনা দেন! আর বলি হয়েছে আমার আপনার ভাই ,বোন, সন্তান! তবুও আমরা দাত কেলিয়ে হেসে হেসে দু দলে বিভক্ত হয়ে বিতর্ক করি বিএনপি ভালো, আওয়ামীলীগ ভালো!এমন নির্বোধ জাতি মনে হয় বিশ্বে আরেকটিও নেই! আমরা নিরাপত্তা চাই,বাচার অধিকার চাই! ঠান্ডা মাথার খুনিদের
চাই না!
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
আমাদের দেশে গনতন্ত্রের দরকার নেই,সার্বিক অবস্থা বিবেচনায়।
ঘুমন্ত আমি
আমারো মনে হয় বাংলাদেশে এই মুহুরতে গনিতন্ত্রের দরকার নেই!
নীলাঞ্জনা নীলা
চাই,বাচার অধিকার চাই! ঠান্ডা মাথার খুনিদের চাই না! (y)
ঘুমন্ত আমি
জানিনা এই খুনিদের বিচার হবে না !এরা হয়তো বরং একসময় পুরষ্কার পাবে শাস্তি নয়!