হাতুরি তুমি

আতা স্বপন ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৮:১৯:২৭অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

হাতুরি তুমি
শুধু পেরাক ঠুকার যন্ত্র নও
তুমি আজ তান্ডব লিলা চালাবার
মহা হাতিয়ার
দুবৃত্তের অপশক্তি,
নিরিহ ছাত্রদের উপর বিভৎস অমানবিক নির্যাতন
মর মর শব্দ হারপাজর ভাঙ্গার।

হাতুরি তুমি
অসত্যের মিথ্যা দাপাদাপি
অসহায়ের উপর উলঙ্গ হামলা
আর্তনাদ হাহাকার
ছাত্রী বোনের স্তনে অশালিন হস্তচালনা
গায়ে ধরে জাপটে থাকা লাম্পট্য উৎসব
বস্ত্রহরনে পৈসাচিক চিৎকার।

হাতুরি তুমি
কোমলমতি ছাত্রদের উপর
লাঠির সজোরে বাড়ি
ফুটবলের মত সজোরে লাথি
কাকুতি মিনতি বেঁচে থাকার
রক্তাক্ত ভুপাতিত মজলুম জনতা
রাজপথে অসহায় আর্তনাদ
অবশেষে অন্যায় গ্রেফতার।

হাতুরি তুমি
বিশ্ববিদ্যালয়ের ভিসির তোষামদি বচন
অন্ধ একচোখা সুবিদাবাদী
গদির লালসায় বিবেকের মৃত্যু
প্রতিরুপ মিরজাফরের প্রেতাত্মার
জঙ্গী লাদেন মোল্লা ওমর ছুতায়
মহা ষরযন্ত্রের আগমনি বার্তা
শয়তানের হুংকার।

[এই কবিতাটি জুলাই ১০, ২০১৮ আমার ফেসবুক আইডিতে প্রকাশ করি]

৬০৪জন ৪৮১জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ