ভালোবেসে তুমি আমায় যে লাল গোলাপটি দিয়েছিলে,
তাঁকে বাঁচিয়ে রাখবার প্রানান্তকর চেষ্টায় টবে পানিতে রেখেছিলেম
ঝরে পড়বার আগেই ভীষণ যত্নে বইয়ের ভাঁজে জায়গা দিয়েছিলেম
কবিতার বই আর গোলাপ আমাকে দেয়া সেরা উপহার ছিল সে’বার
ভালোবাসা দিবস, বইমেলা আর উপহার__ কী অদ্ভুত সমীকরণ !
প্রতি দুপুরে সমস্ত পৃথিবী যখন ক্ষণিকের জন্যে থেমে থাকে,
বই আর শুকনো গোলাপ আমার আঙুলের স্পর্শে জেগে উঠে
গোলাপটি জীবন্ত হয়ে সুবাস ছড়ায়, কবিতা’রা নড়েচড়ে উঠে
বইয়ের পাতা ছেড়ে একে একে সামনে উঠে আসে অক্ষর সকল
ওরা একযোগে তোমার কথা জানতে চায়।
আমি ওদের কী বলি, বলো তো ?
তুমি যে এত তাড়াতাড়ি মেঘের দেশে ভেসে ভেসে
দূরের আকাশে মেঘেদের অংশ হয়ে গেলে
তা আমি ওদের কেমন করে বলি ?
তার চেয়ে ঢের ভাল,
রোজ দুপুরে একলা সময়ে আমি আর বইটি ছোঁবো না
হাওড়ের জলের পাশে একলা বসে থাকবো, ভীষণ একলা…
রিমি রুম্মান
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
১১ই মার্চ, ২০১৬
২২টি মন্তব্য
খসড়া
কি করে যে কবিতা লেখ কবি, আমি অবাক হয়ে ভাবি।
রিমি রুম্মান
চলুক অবাক ভাবাভাবি
এমন মন্তব্য সবসময়ের দাবী 🙂
নীলাঞ্জনা নীলা
রিমি আপু অনেক সুন্দর কবিতা লিখেছো। -{@
রিমি রুম্মান
অনেক ভাল থেকো,
প্রার্থনায় আছো, প্রার্থনায় থাকবে, দিদি । (3
আবু খায়ের আনিছ
গদ্য কবিতা
ভালো লাগল।
অলস দুপুর, ঠিক দিপ্রহরে থেমে যাওয়া।
রিমি রুম্মান
দ্বিপ্রহরের থেমে থাকা সময়ে
অতীত’রা আসে ভাবনা হয়ে -{@
ভাল থাকুন, সবসময়।
আবু খায়ের আনিছ
শুভ কামনা এবং শুভেচ্ছা।
আমি আমি
দারুন হয়েছে কবি
রিমি রুম্মান
দারুন ভাল থাকুন সকলকে নিয়ে।
শুভকামনা। -{@
মৌনতা রিতু
বইয়ের পাতায় গোলাপ রেখেছি বহুদিন।সেই প্রথম পাওয়া গোলাপ।সত্যি সুবাস ছড়ায়।কখনও বড় বোনের প্রশ্নের সম্মুখিন এই শুকনো গোলাপে কি আছে,কে দিলো এই গোলাপ?
সে থাকে অতি গোপনে।আসে অতি গোপনে।
এই কবিতা পড়ে মন্তব্য লেখার সাহস হচ্ছিল না।এতো সুন্দর উপস্থাপন।
তবুও লিখে ফেললাম।
ভালো থাকবেন।
রিমি রুম্মান
এমন মন্তব্যে লেখার উৎসাহ খুঁজে পাই।
শুভকামনা নিরন্তর। -{@
অনিকেত নন্দিনী
এতোটা একা কি আসলেই কখনো হওয়া যায়? আমাদের অতীতস্মৃতি আর দীর্ঘশ্বাস আমাদের একা ছাড়ে আপু? 🙁
রিমি রুম্মান
অতীতস্মৃতি আর দীর্ঘশ্বাস এক রকম সংক্রামক বিষণ্ণতায় একা করে রাখে আমাদের সকলের অগোচরে।
অনেক অনেক শুভকামনা ।
ভাল থাকুন প্রিয় মানুষগুলোর সংস্পর্শে। -{@
জিসান শা ইকরাম
কবিতায় এত বিষন্নতা কিভাবে যে আনেন!
মেঘের দেশে কেন চলে যায় প্রিয় মানুষেরা?
বিষন্নতাও সুন্দর।
রিমি রুম্মান
বিষণ্ণতা ছাড়া কবিতা ভেতরটা ছুঁয়ে যায় না__ আমার ব্যক্তিগত মতামত। 🙂
শুভকামনা।
শুন্য শুন্যালয়
হাওড়ের পাশে একলা বসে থাকলে সব ভুলে যাওয়া যায় আপু? যা লেখেন তাতেই সব আবেগ ঢেলে দেন, আপু বাস্তবে আবেগহীনতায় ভোগেন না তো আবার? :p
অনেক সুন্দর হয়েছে কবিতাটা আপু
-{@
রিমি রুম্মান
হাওড়ের জলের পাশে চলুন একদিন সঙ্গী হয়ে।
আমরা বসে থাকবো পাশাপাশি দীর্ঘ সময়। সন্ধ্যা অবধি।
পৃথিবীর সমস্ত কোলাহলের বাইরে। ভুলে থাকবো নিশ্চয়ই । 🙂
অরুনি মায়া
অনেক সুন্দর একটি কবিতা। অনেক বেশি আবেগী।
যাতে মন শান্তি পায় তাই করুণ আপু।
ভাল থাকতে হলে অনেক সময় জীবন থেকেও প্রিয় কিছুকে জীবন থেকে বাদ দিয়ে দিতে হয়।
ভাল থাকবেন আপু -{@
রিমি রুম্মান
কখনো গিয়েছো হাওড়ের জলের পাশে একলা ?
গিয়েই দেখো না একবার।
আমি নিশ্চিত, বারবার যেতে চাইবে। 🙂
অরুনি মায়া
একা থাকার সুযোগ আমি পাইনা আপু। এটি আমার জীবনের একটি আক্ষেপ 🙁
ছাইরাছ হেলাল
বেশি বিরহ এসে যাচ্ছে কিন্তু।
অনেকদিন পর কবিতা পেলাম।
রিমি রুম্মান
বিরহের কবিতা অদ্ভুত সুন্দর লাগে কেন যেন 🙂