আমি যে এক হতাশ মানুষ
ভুগি হতশায়
জীবন যুদ্ধে নইত হতাশ ,
সঙ্গি মোর হবে কি কেউ
এই ভাবনায় হতাশ ।
এমন যদি হত সে কেউ
বাসতো শুধু ভাল
মাথার আমার হাত বুলাত
বলত সে মোর আলো ,
তার জন্ন জীবন দিতাম
আমিও বেসে ভাল ।
এই ভেবে যে হতাশ আমি
কাটে না তো দিবস যামি
সত্তি বলছি এই জীবনে
না পাই যদি তাকে আমি
হতাশ সাগরে ডুবে যাব ,
মরব আমি তাও জানি
তবুও পান করবোনা
বীষ বই এক ফোটাও পানি ।
……………………………..সীমা সারমিন
৩৭টি মন্তব্য
তন্দ্রা
একজন আসবেই
অপেক্ষা করুন,
হবেই স্বাক্ষাত
ভালো হয়েছে।
হতাশা ই ই ই জীবন
হলুদ পরী সাদা নাকফুল
আপু হতাশা ই ই ই জীবন 🙁
তন্দ্রা
কারন কিছু যে পাই না।
আমারও তো একই অবস্থা।
হলুদ পরী সাদা নাকফুল
খুব খারাপ লাগে আপু
মনে হয় সবাইকে ফাকি দিয়ে হারিয়ে যাই
নিরুদ্দেশ করে দেই নিজেকে ।
মা মাটি দেশ
হতাশার কিছুই নেই পাওয়া না পাওয়ার মধ্যো খানের দৃশ্যটিই জীবন।পাওয়ার যেমন সুখ থাকে তেমনি পাওয়ারও সুখ আছে তবে ভাবতে হবে মেনে নিতে হবে-জ্ম্ম,মৃত্যু ,আর বিয়ে এই তিনটি স্রষ্টার হাতে যা মানুষ শতচেষ্টাও উল্টাতে পারেনা।সেই স্রষ্টাকে স্বরন করুন দম দমে সব সেই আলাদিনের চেরাগের মত এসে যাবে।অনেক কথাই বললাম মাইন্ড করলে চায়ের দাওয়াত দিবেন।সুন্দর আবেগী পোষ্ট (y)
হলুদ পরী সাদা নাকফুল
হুম ভাইয়া সবই স্রষ্টার হাতে যা মানুষ শতচেষ্টাও উল্টাতে পারেনা 🙁
তন্দ্রা
তাহলে আমি খারাপ তাঁর জন্যও স্রস্তাই দায়ী।
হলুদ পরী সাদা নাকফুল
আপনি খারাপ কিনা জানিনা যদি হয়ে থাকেন তবে নিশ্চয় স্রস্তাই দায়ি কারন তার হাতেই তো সব ।
নীলকন্ঠ জয়
আহারে ! আমার মনে হচ্ছে আপনার জন্য বিধাতা মনে হয় সেরা সুপুরুষটিকেই রেখে দিয়েছেন। তাই হতাশ হবেন না।
হলুদ পরী সাদা নাকফুল
আমার জন্য বিধাতা কাউকে রাখেন নি ………… কিছু মানুষ একাই পৃথিবী থেকে চলে যায় আমিও হয়তো তাদের দলেই 🙁
মর্তুজা হাসান সৈকত
হতাশা সব কেটে যাক এই পার্থনা রইল।
কবিতা সুন্দর।
হলুদ পরী সাদা নাকফুল
হতাশা বড়ই অতভুত জিনিস একবার যাকে পেয়েছে সেই শুধু জানে এর যন্ত্রণা কতটুকু।
তন্দ্রা
হুম আপু।
হলুদ পরী সাদা নাকফুল
ধন্নবাদ হুম আপু ……
খসড়া
হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ, হতাশ।
হলুদ পরী সাদা নাকফুল
ভাইয়া আমি হতাশ আর আপনি মজাক করছেন ;(
শিশির কনা
হতাশা চলে যাক । অবশ্যই খুঁজে পাওয়া যাবে এমন একজনকে । -{@
হলুদ পরী সাদা নাকফুল
সে পাওয়া হয়তো আর কখনই হবে না (-3
ছাইরাছ হেলাল
পাবেন পাবেন , হতাশ হওয়ার কিছু নেই ।
একটু অপেক্ষা মাত্র ।
হলুদ পরী সাদা নাকফুল
বুড়ি হইলাম অপেক্ষা করিতে………।।
পায়ের শক্তি চোখের বল যে চলে গেলো
বুড়ি হইলাম অপেক্ষা করিতে………।। 🙁
স্বপ্ন
হাতাশা আছে বলেই জীবন এত সুন্দর । আই লাইক হতাশা ।
হলুদ পরী সাদা নাকফুল
হতাশার জন্য জীবন কখনো সুন্দর হয় না যা হয় তা হল বিষাক্তও।
তন্দ্রা
না পাওয়ার হতাশ তো নি কি করে বুঝবেন।
হলুদ পরী সাদা নাকফুল
সত্তি যার হতাশা নেই তিনি কি করে বুঝবেন ….
মিথুন
সব কাজ বাদ দিয়ে হতাশায় ডুবে থাকলে চলবে কেনো?
তাকেও একটু হতাশ হবার সুযোগ দিন.
হলুদ পরী সাদা নাকফুল
জানি না তার খবর ভুল বললাম তার মনের খবর…………
হয়তোবা সে অনেক আনন্দে আছে , আবার হয়তো বা সে অনেক কষ্ট ও আমার থেকেও বেশী হতাশার মাঝে আছে।
আদিব আদ্নান
না না বিষ নয় , আপনার জন্য অমৃত অপেক্ষা করছে ।
তা খাওয়ার সময় অবশ্যই আমাদের ভুলে থাকবেন ।
হলুদ পরী সাদা নাকফুল
জানি এমনটি হবার নয় তবে আমি অন্য রখম বিষ পানের সময় ভুলে থাকতে চাই সবাইকে অমৃত পানের সময় নয় ————
বনলতা সেন
এখনই এতটা হতাশ হওয়া ঠিক না ।
সহসাই কাটুক এই বেদনাময়তা তা চাই ।
হলুদ পরী সাদা নাকফুল
ধন্নবাদ আপু
হতাশা তো কাটবার নয় তবুও দেখি পারি কিনা করতে হতাশা কে জয় ।
জিসান শা ইকরাম
হতাশার কিচু নেই
সামনে তাকান
অনেক সুন্দর এই জগত —
হলুদ পরী সাদা নাকফুল
হতাশার কারনে সুন্দর জগত সুন্দর কিনা বুঝতে পারছিনা ভাইয়া তবে বোঝার চেষ্টা করবো।
প্রিন্স মাহমুদ
সুন্দর ।
হলুদ পরী সাদা নাকফুল
হতে পারে ভাইয়া————–
প্রিন্স মাহমুদ
আরে হতে পারে নয় । আসলেই সুন্দর
হলুদ পরী সাদা নাকফুল
হতাশা সুন্দর?? আচ্ছা হতাশা সুন্দর ..
প্রিন্স মাহমুদ
হতাশা সুন্দর …….. আমার যতক্ষন হতাশা কাজ করে ততক্ষন লিখতে পারি