‘মেসুত ওজিল—–স্যালুট দেওয়া ছাড়া কিছুই করতে পারলাম না তোমার জন্য’
ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ শুরু হওয়ার আগে থেকেই সারা বিশ্বে এক অতুলনীয় অম্বালীন স্বাদ গ্রহন করা শুরু করেছিল গোটা বিশ্ববাসী।
কত দেশের কত রঙের পতাকা উড়েছিল গাছে,বাড়ীর ছাদে,দোকানে মাঠে সহ ইত্যাদি ইত্যাদিতে ।
কেউ সুন্দর খেলার দেশের সাপোর্টার আবার কেউ বা সুন্দর ব্যাক্তির খেলার সাপোর্টার..!
কেউ বা উম্মাদ হয়েছিলেন ব্রাজিল ব্রাজিল নিয়ে আবার কেউ বা আত্নহারা হয়েছিলেন আর্জেন্টিনা আর্জেন্টিনা নিয়ে।
…আবার কেউ বা তোমার দেশ জার্মানী সহ অন্য অন্য দেশের জন্য হাহাকার।
তুমিও মুসলিম…আবার আমাদের দেশ সহ গোটা বিশ্বের অনেকেই মুসলিম…
সে টুকু ছিল হিডেন…?
“সরিষার অতি ক্ষুদ্র দাঁনাগুলির মাঝে তুমি ছিলে উজ্জল হিরে কণা”
আমরা শুধু উপরের দাঁনাগুলি দেখেছি কিন্তু কখনও নিজের হাত দিয়ে সরিষার কণাগুলি উল্টাতে চাইনি যে__যদি কিছু একটা পেতে পারি।
আজ তুমি নিজে নিজেই সেই দাঁনাগুলির ভিতর থেকে এমন ভাবে আলোকিত হয়ে উঠলে…যাহা দেখে বিশ্বের গোটা মুসলিম জাতি বিবেকের অন্তারাল থেকে বুঝাতে পেরেছ___আমরা প্রকৃত মুসলমান।
আমরা বিলিয়ে দিতে পারি অপর মুসলমানের জন্য আমাদের নিবেদিত প্রাণ।
আজ তুমি সকলের মাঝে স্বরনীয় হয়ে থাকবে…এক উজ্জল নক্ষত্রের মত।
আর রোনালদোর কথা না বললেই নয়___তুমি ও তোমারা রোনলদোর মত ফুটবল জগতের মাঝে সব সময় এমন উজ্জল নক্ষত্রের মত সারাটি সময় উজ্জলতার সাথে থাক।
তোমার বিশ্বকাপ জয়ের সকল অর্থ অনাথ গাজা শিশুদের জন্য দান করার জন্য তোমাকে জানাচ্ছি……..
-স্যালুট।
৯টি মন্তব্য
লীলাবতী
স্যালুট মেসুত ওজিল । তবে আমরা যেভাবে মুসলিম ভ্রাতৃত্ব নিয়ে ভাবি, মুসলিম দেশ সমূহ কিন্তু এতটা ভাবে না ।
সাইদুর রহমান সিদ্দিক
সেটা অবশ্যই, কিন্তু সরিষার দানা হতে হতে কিন্তু বেল এ পরিনত হয়।সেটার ও সময় হবে,তারাও ভাববে সময় তো আছেই
শাহ আলম বাদশা
একটু ভুল হলো-মুসলিম দেশের মুসলিম সবাই আমাদের মতোই কিন্তু রাজারা সব শয়তান
জিসান শা ইকরাম
যুদ্ধ ভালোনা, মানবতা জাগুক সবার।
মশাই
আপনার কন্ঠের সাথে তাল মিলিয়ে আমিও তাই বলি, মানবতার জয় হোক।
শুন্য শুন্যালয়
মানুষের জন্য কিছু করাই আসল কথা, এর মধ্যে মুসলমান হবার লিঙ্ক কোথায়?
ছাইরাছ হেলাল
তোমার বিশ্বকাপ জয়ের সকল অর্থ অনাথ গাজা শিশুদের জন্য দান করার জন্য তোমাকে জানাচ্ছি…
এই তথ্য কই পেলেন ?
সে তো ব্রাজিলের শিশুদের সাহায্য দিয়েছে বলে শুনলাম ।
জিসান শা ইকরাম
বিশ্বকাপ থেকে প্রাপ্ত অর্থ গাজার শিশুদের জন্য নয়, ব্রাজিলের শিশুদের জন্য প্রদান করা হবে বলে জানিয়েছেন জার্মানি ফুটবল দলের অ্যাটাকিং মিডফিল্ডার মেসুত ওজিল।
বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়া ফেসবুক পেজে তা পরিস্কার করেন ওজিল।
ওজিল বলেন, প্রাপ্ত অর্থ ব্রাজিলের গুরুতর অসুস্থ ১১ শিশুর অপারেশনের জন্য প্রদান করবেন। প্রয়োজনে বোনাসের টাকা দিয়ে এ সংখ্যা ১১ থেকে ২৩ পর্যন্ত বাড়ানো হবে।
ওজিল তার ফেসবুকে শিশুদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, চারটি শিশুর সঙ্গে একটি বড় আকৃতির জুতা হাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বশিরোপা জেতায় প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো বোনাস দেয়ার ঘোষণা দেয়। আর সেমিফাইনাল জেতায় প্রত্যেককে আরো দেড় লাখ ইউরো দেওয়া হয়।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে আলজেরিয়া ফুটবল দল তাদের প্রাইজমানি গাজার বাসিন্দাদের জন্য অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়।
http://www.banglanews24.com/beta/fullnews/bn/307914.html
এরপরেও তাকে স্যাল্যুট সে শিশুদের জন্য এই অর্থ দিয়েছে ।
অলিভার
হয়তো যা ভেবে বলেছিলেন তা হয়নি। কিন্তু অর্থ কিন্তু ওজিল ঠিকই বিলিয়েছেন। এমন সহযোগিতাও কিন্তু কম কিছু না।
সম্মান তারপরেও ওজিলের জন্যে -{@