প্রিয়তমা,
কেমন আছ তুমি? এখন? দেখেছ তুমি আমাকে কত নিষ্ঠুর বলে গালি দিতে, আর এই দেখ শত অভিমান বুকে নিয়ে আমি তোমার নিকট লিখছি,আচ্ছা আমরা কি কখনও এরকম ছিলাম! তোমার কি মনে আছে শেষ বার তোমার সাথে দেখা করা সেই দিন টা। আমি জানি তোমার খুব ভাল ভাবেই মনে আছে,কারন অভিমান যতই তুমি রাখ তুমি সে দিন টার কথা কখনই ভুলতে পার না। কতটা দিন পার হয়ে গেল তোমার সাথে আমার আর দেখা হচ্ছে না,আচ্ছা তোমার কি আমায় মনে পরে না! আমি কি তোমার নিকট এতটাই খারাপ হয়ে গেছি,নাকি আমার প্রতিকূল অবস্থায় আমার থেকে দূরে সরে যেতে চাচ্ছ,নাকি আমার ভালবাসা তোমার কাছে ফিকে রং ধারন করেছে।
তোমার কি মনে পরে যেদিন আমরা প্রথম রিকশা করে ঘুরে বেড়াই, আমি কি রকম চুপসে ছিলাম,তুমি হটাত করে আমার হাত ধরে বসলে আর আমি খুব অসস্তি বোধ করলাম, তুমি হয়ত ঠিক ই বলেছিলে আমার মত লাজুক ছেলে দিয়ে প্রেম হয় না, আজ কেন যেন মনে হচ্ছে কথাটা আসলেই সত্যি। কিন্তু তুমি কি জানতে তুমি যেরকম চেয়েছিলে আমি সে রকম হতে পারতাম, এতে হয়ত তোমার নিকট আমাকে ভাল লাগত কিন্তু আমার প্রেমটা যে পবিত্র ছিল।
তুমি কিছুদিনের মধ্য চলে যাচ্ছ, অথচ আমাকে জানানো টা তোমার নিকট এখন অর্থহীন হয়ে গেল! আমি হয়ত জানি না,হয়তবা আমি বুঝি নি ভালবাসার মানে কি! কিন্তু তুমি তো বুঝতে তাহলে কেন এতদূর আসার পর চলে গেলে। তুমি হয়ত সুখে আছ, নিজের টা নিয়েই পরে আছ আথচ আমি কি রকম আছি তা দেখার কথা ভাবলে না।
একসময় নিজেকে খুব লাকি ফিল করতাম যে তোমার মত এত সুন্দর একটি মেয়ে আমাকে ভালবাসে, নিজেকে খুব অন্যতম মনে হত, মাঝে মাঝে ভাবতাম হয়ত আমি কোন পূন্য কাজ করেছি যার দরূণ তোমার মত মেয়ে আজ আমার প্রেমিকা। এখন কেন যেন মনে হচ্ছে আমি স্বপ্নের ভিতর ছিলাম,হতাশা ঘিরে ধরে আমায়, মাঝে মাঝে ইচ্ছে হয় নিজেকে শেষ করে দিতে কিন্তু পারি না কারণ আমার জীবন মানে কি শুধুই তুমি!
আজও তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করে, আচ্ছা বলত ভালবাসা কী?
৮টি মন্তব্য
আবু খায়ের আনিছ
লিখে ফেলুন কাগজের একখানা চিঠি, পাঠিয়ে দিন প্রযন্তে,……………… ঠিকানায়।
তামিম রুহুল
🙂
অরুনি মায়া
প্রথম দিনের কথা কেউ ই ভুলতে পারেনা | আর ভালবাসার সংগা কজনেই বা জানে,,,
তামিম রুহুল
হু, সেটাই তো বাস্তবতা।
নীলাঞ্জনা নীলা
লেখাকে আরোও একটু ভালোবাসুন। তাহলেই দেখবেন কত্তো দারুণ লেখা চলে আসবে।
তামিম রুহুল
চেষ্টা আছে, দেখি নিজের দ্বারা কিছু হয় নাকিনাকি 🙂
মেহেরী তাজ
ভ – ভালোমন্দ না বুঝিয়া,
ল- লোক লজ্বার মাথা খাইয়া
ব- বাবা-মার মুখে চুনকালি মাখাইয়া
স- সাগরে ঝাপ দেওয়া কে ভালবাসা বলা হয়। 😀
তামিম রুহুল
হেহে, আরও অনেক কিছুই বানায় শুনি 😀