১. আশীর্বাদ; হে আমার প্রিয়তমা
দিনকে দিন জমতে থাকে অভিমানের বরফ;
একদিন গলে গেলে ভাসিয়ে নিবে সব
ধ্বংসস্তূপে আমাকে চিনতে পারবে তো
নাকি-আবার মিথ্যা অভিনয়ে উঠে দাঁড়াও!
অভিশাপ নয়। ভেসে যাচ্ছি আমি
যাচ্ছে, যাক আমারেই জমানো সর্বস্ব।
উঠে দাঁড়াও তুমি..দাঁড়াতে হয় তোমাকে
লালসার বিশ্রামাগারে উদ্ধারকৃত ভুল প্রেমিক
দৈনিক চাহিদার সঞ্চয়; তুমিই সৃষ্টির সফল উদ্যোক্তা।
অভিশাপ নয় আশীর্বাদ তোমাকে হে আমার প্রিয়তমা…
২. কাঁদো মেয়ে; তুমি কাঁদো
হাঁসের ছানাগুলো বৃষ্টি মেখে বসে আছে পুকুর পাড়ে।
আজানের ধ্বনিতে সুনসান নিরবতা। ঠিক তখন
বুকফাটা ভারী আর্তনাদ; আমাকে দুঃখ শোনাতে চাও-
: ততটুকুই বললে অপরিণত থেকে পরিণত হই।
কষ্ট পুষে ফুঁপিয়ে ফুঁপিয়ে একবার। কিংবা প্রয়োজনে।
শুধু সুখের নিশ্চয়তা; মাথা রেখে বুক ভিজিয়ে কাঁদো-
: কান্নায় তোমার দুঃখ ছাড়া স্পষ্ট হয় না কিছুই।
কাঁদো! এখনেই সময়
স্বাবলম্বী হও তোমার সুখে
সমাজবিজ্ঞান উল্টে রেখে- আমার “ভালোবাসা” বীমা করি।
ফিচার ছবি: নিজের। লোকেশন: টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জ।
৭টি মন্তব্য
মনির হোসেন মমি
শুধু ভালবাসলেই হবে না কবি সমাজ বিজ্ঞানও মুখস্তে রাখতে হয় নতুবা জীবন পানসে।
সুন্দর লিখেছো।।
সাবিনা ইয়াসমিন
অভিশাপের বিনিময়ে আশীর্বাদ হোক শাশ্বত প্রেমের উপহার। সত্যিকারের প্রেমিক যথার্থরুপে শুভাকাঙ্ক্ষী হোক।
স্বাবলম্বীর কান্নায় আনন্দাশ্রু থাকে। মেয়ের কান্নায় কান্না নয়, যেন আনন্দাশ্রু ঝরে।
অনেকদিন পর আপনার ব্যতিক্রমী কবিতা পড়লাম।
নিয়মিত লিখুন।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
সৌবর্ণ বাঁধন
ভালোবাসায় সবই হয়ত মান অভিমান। অভিশাপ বলে কিছু হয়না। অনেক চমৎকার লিখেছেন।
বোরহানুল ইসলাম লিটন
বেশ উপলব্ধিময় সৃজন।
নিরন্তর মুগ্ধতা রইল পাতায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা আর অভিমান মিলেমিশে একাকার। ছবি ও কনিতায় একরাশ মুগ্ধতা 🌹
হালিমা আক্তার
ভালোবাসায় অভিমানের স্পর্শ না ভালোবাসার সৌন্দর্য ফিকে হয়ে যায়। অভিমান আছে বলেই ভালোবাসার রঙ পাল্টায়। শুভ কামনা রইলো।