নিঃশব্দে আমার হৃদয় অতলে
ঝড় উঠে … তুমি , তোমরা জানো না
আমি ও স্বপ্ন আঁকি , নির্ঘুম চোখে
ঘৃণা আর পরাজয় নিয়ে …
জন্মভুমির কলঙ্কে আমিও আত্মহত্যা
করি প্রতিদিন … তুমি , তোমরা জানো না
পত্রিকার হেডলাইন পরে হতাশা জমা
দেই ৪৪ বছরের দেশমাতার আর্কাইভে …
সেনোরিতার ভিনদ্যাশি ছলনায়
আমিও পান করি যাবৎজীবন অন্ধকার
তবুও ফিরে ফিরে আসি জীবনের
প্রতি নিকোটিন দীনতা নিয়ে
এক লহমায় মুছে যাওয়া সূর্যের প্রবঞ্চনায় ।
ফুটপাথে বেওয়ারিশ জীবনধারা দেখে
চাঁদের আলোকে আমার ফুটা মশারী মনে হয় ।
কুকুরের সাথে ও তুলনা চলে
কুকুর হতাশ দৃষ্টিতে খাবার খুঁজে ডাস্টবিনে
আর অভাগা গণতন্ত্র নিকুচিমুখে
বারিধারার নিয়মের মত সুশিল পতিতাপল্লির
রেডসীল মারা মেনে নেয়
বুদ্ধি-বেশ্যারা ঘণ্টা হিসেবে লজ্জাস্থান
বস্ত্রের উপরে নিয়ে নাড়াচাড়া করেন ।
জননীর হতাশ চাহনি দেখে
আমার বুকেও কারবালা হয়
ফোরাত নদী আমার হৃদয়ে
তৃষ্ণার্ত ক্ষুধা নিয়ে জানতে চায়
আর কত দিন সূর্যের কক্ষপথ
পৃথিবী বিচরণ করে এলে –
একটা দরাজ গলা পাবো ?
একজন প্রেমান্ধ সেনোরিতা পাবো ?
একটা নাজিফাময় হাসি পাবো ? – বিফলে মূল্যফেরত শর্তে
অথবা সবুজের গুদাম ভর্তি সংবিধান ?
“ সাত – কোটি সন্তানের হে মুগ্ধ জননী
– রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি ” পড়ে
আমিও শিহরিত হই …
কতো শতাব্দী ঘুরে এলে , আরেকজন বিভুতিভূষণ
পথের পাঁচালি লিখবে ?
বাংলার বৈরাগী বৃক্ষের পাতায় – শিরায় –
সচ্ছলতায় গল্প ফাঁদবে ?
মাঝরাতে রাস্তাগুলোকে আমারও নদী মনে হয়
আমিও বলি তখন “ রাষ্ট্র মানে লেফট রাইট , লেফট রাইট ”
আমিও উপমা ধার করি … জঙ্গল থেকে
প্রেমিকাদের দীর্ঘতালিকা লিখব বলে …
অক্ষমতায় … আবারো আর্কাইভে দুঃখ জমা দেই
জন্মভুমির এতো বছরের গড়া আর্কাইভে
আমি নিয়মিত গ্রাহক- ভোক্তা
আমিও চাই ,মাকসুদের মত একটা সংবিধান
“প্রাপ্ত বয়স্কদের জন্য নিষিদ্ধ ” শিরোনামে ।
স্বৈরতান্ত্রিক অক্ষমতা
প্রিন্স মাহমুদ ।
একসময় খুব ভেবে চিনতে কিছু লেখা লিখেছিলাম , এটা তার একটি , আমার মনে হয় অনেকের পড়লে ভাল লাগবে , তাই পোস্ট দিলাম , সবাই ভাল থাকবেন ।
১২টি মন্তব্য
খসড়া
ভাল লাগলো।
প্রিন্স মাহমুদ
🙂
নীলকন্ঠ জয়
আসলেই ভালো লেগেছে। অসাধারণ।
প্রিন্স মাহমুদ
আমি ধন্য হলাম ।
জিসান শা ইকরাম
একদিন সব স্বপ্ন পুরন হবে আশাকরি —
সোনালী সূর্য উঠবেই ।
ভালো লেগেছে খুব —
প্রিন্স মাহমুদ
সপ্ন সপ্নই থেকে যাওয়ার প্রশ্ন থেকেই যায় , ভাল থাকেন ।
শুন্য শুন্যালয়
অনেক ভালো লেগেছে …
প্রিন্স মাহমুদ
আপনাকে শ্রদ্ধা রইল ।
ফরহাদ ফিদা হুসেইন
প্রিন্স মাহমুদের বেস্ট ওয়ান..
প্রিন্স মাহমুদ
আপনাকে ও শ্রদ্ধা এবং আপনার বাবাকে সালাম দিবেন 🙂
প্রজন্ম ৭১
জি ভালো লেগেছে । আরো ভালো লাগানোর ব্যবস্থা করুন 🙂 (y)
প্রিন্স মাহমুদ
হায় আল্লাহ বলে কি !!!! পাঙ্খার বাতাস ও লাগবে ????