আজ দিনটা সুন্দর।
এই যে সূর্য্যের অনুপস্থিতি আকাশকে মেঘলা করেছে,
তাই দিনটা সুন্দর, মেঘলা সুন্দর !
হালকা শিরশিরে বাতাস,
সাদা বকের উড়ে যাওয়া আকাশ,
গাছের পাতার মৃদু মন্দ কাঁপুনি,
পাখির কলকাকলী,
সব, সব কিছুই আজ সুন্দর হয়ে ধরা দিচ্ছে !
আজ আমি নিজেই এসব অবলোকন করছি,
উপভোগ করছি !
মাঝে মাঝে ইচ্ছে করে
আকাশের বুকে উড়ে যাওয়া
সাদা বকটাকে একটু ছুয়ে দিয়ে বলি-
“দাঁড়াও আমার জন্যে। আমিও উড়বো !”
পাখির কলকাকলীতে নিজের এই বেসুরো গলায়
আজ গান গাইতে ইচ্ছে করে !
শিরশির বাতাসে আমি আজ বায়বীয় হতে চাই,
বাতাসের মত নিরাকার হয়ে
সাকার প্রিয়ার মাথার চুল স্পর্শ করে ঢেউ খেলাতে চাই !
স্থির প্রাণের বিটপীদের আজ হাওয়ার খেলা দেখাতে চাই।
আজ আমি নিজেকে নিজের মধ্যেই ডুবিয়ে রাখতে চাই !
আজ এই সুন্দর দিনেই
আমি আমাকে পেতে চাই… আর কাউকে না…!!
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বাহ, বেশ চাওয়া কবি।
মন ভাল হয়ে গেল আপনার কবিতাতে।
সিহাব
আপনার মন ভাল হয়েছে শুনে খুশি হলাম ! 🙂
ধন্যবাদ !
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চাওয়াটা হউক না পূরণ
দিয়ে দিলাম ষড় ঋতুর
এই আবহমান রূপসী বাংলাকে। -{@
জিসান শা ইকরাম
কিছু সুন্দর একাই উপলব্দি করা যায়
অন্য কাউকে নিয়ে নয়।
ভালো লিখেছেন।
অলিভার
বাস্তবতায় যখন সবদিক থেকে কোণঠাসা করে ফেলে তখন সত্যিই পাখিদের উদ্দেশ্য করে বলতে ইচ্ছে হয় “দাঁড়াও আমার জন্যে। আমিও উড়বো !”
কবিতায় ভালোলাগা জানালাম -{@
সিহাব
🙂