শুনেছিলাম সে আমায় ভালোবাসতো
সকাল বিকেল দুইবেলা বাড়ির পাশে ঘুরঘুর করতো
আমায় এক নজর দেখবার আশায়, পাত্তা দেইনি । এরকম রোমিও আরো
শতটা ঘোরে । নতুন করে কে পথ চাইলো কি পথে পড়ে রইলো
তার খবর নিতে আমার বয়েই গেছে, পথ তো আর আটকাচ্ছে না কেউ ।
ছিলাম বেশ, নিরস- নির্বিকার, হৃদয়হীন, বাড়ি থেকে বের হই ফিরি, পথের বাঁকে সে দাঁড়িয়ে থাকে
ভিখিরির মত । দেখি । অবজ্ঞায় তার দিকে ভালো করে চাই’ও না । বরং হাতে একটা থাল টাল থাকলে
দুটো পয়সা ফেলতে পারতাম, ভাবি । ভারি অহংকারে গ্রিবা আরো দুই ইঞ্চি উপরে উঠে যায় তাকে দেখতে পেলে ।
মাঝে মাঝে এটা ওটা পড়ে থাকে বাড়ির বন্ধ দরজার সামনে রঙ্গিন কাগজে মুড়ে ,
ছোট ছোট মাটির পুতুল, জরি চুমকি জড়ানো কাঁঠের ঘোড়া-হাতি, কাগজ মন্ডে তৈরী ছোট্ট নোট বুক;
তুলে তুলে রেখে দিতাম ঠিকই নিশ্চুপ, ফেলিনি কিছুই তার । কেউ ভালবেসে দেয়’ এই সুখ
মনে মনে । পলাশ আমার প্রিয়’ কি করে জেনেছিল কে জানে?
তবে খুব চমকেছিলাম সেবার । ভোর ভোর বাইরে বেরোবার মুখে দোর খুলে প্রায় পাড়াই দিয়ে
ফেলেছিলাম খবরের কাগজের পেট মোটা খিলিটাকে । হাঁটু মুড়ে বসে খিলিটা তুলে নিয়ে খুলতেই অবশ আমি ।
কমলা কমলা লাল ফুলের থোকাটাকে জ্যান্ত কলিজার মতন লাগছিল হঠাৎ । জীনবের মত দামি
সে উপহার পেয়ে নির্বাক, কতক্ষন বসে ছিলাম জানিনে , হুশ ফিরতেই
ছুটে গেলাম গলির মুখে । নেই !
অহংকারি হৃদয়হীনাকে আস্ত এক হৃদয় উপহার দিয়ে সে
পথ থেকে সরে গেছে ।
অনেকেই জানতো আমায় সে ভালোবাসতো,
আমিও যে বেসেছিলাম অগাধ, এটা তার
জানা হলনা এটাই যাতনার ।
২৮টি মন্তব্য
মা মাটি দেশ
খুব ভাল হয়েছে -{@
বন্দনা কবীর
ধন্যবাদ মা মাটি দেশ’কে 🙂
জিসান শা ইকরাম
আহারে 🙁
একদম নির্ভেজাল স্বিকারোক্তি
হাহাকার দেখে ভালো লাগা উচিৎ নয়
তারপরেও কবিতায় অনেক ভালো লাগা ।
বন্দনা কবীর
কবি’র ভালো লেগেছে জেনে ভালো লাগলো 😀
জিসান শা ইকরাম
কবি কে আবার ?
ছাইরাছ হেলাল
ইস , ভালোবাসা বুঝি এমন !
ভাল লেখিয়েদের হাতে পড়লে এমনই সুন্দর হয় হয়ত ।
বন্দনা কবীর
ভালো লেখিয়ে’ !
তাও ভালো, কেউ তো ভালো বললো ।
ভালো লাগলো 🙂
ভোরের শিশির নীতেশ
ভাল্বাসার অনুভূতি জানিয়ে দেয় সবাইকে। হয়ত সময়ে সেটা প্রকাশের ভাষা বদলে দেয় নতুবা বোবা করে দেয়…
বন্দনা কবীর
হুম্মম্ম… ”ভাল্বাসা”র অনুভুতিই জানিয়েই দেয় ভাল্বাসা :D)
ভোরের শিশির নীতেশ
আপনি যাকে ভালোবাসেন তিনি যদি আপনাকে ভালোবাসে তবে অবশ্যই সেটা আপনিও বুঝবেন এবং আপনার ভালবাসাটুকু কোন না কোন ভাবেই তিনিও অনুভব করবেন।
‘আমি তোমাকে ভালবাসি’ না বলেও ভালবাসার আবন্ধনে জড়িয়ে আছেন অনেক মানুষ, একই ছাদনা তলায় ভালবেসে ঘর করছে বছরের পর বছর যদিও মুখ ফুটে বলেনি একবারো… ;?
বন্দনা কবীর
হুম্মম… বাট অনেক ভালোবাসা অনুক্ত রয়ে যায় মুখ ফুটে না বলার কারনে। তাই কাউকে ভালোবাসলে অবশ্যই বলে দেওয়া ভালো অন্ততঃ একবারের জন্যও। অনেকেই আছে মূর্খ বোধি । তারা আকার ঈঙ্গিত কিছুই বোঝেনা নিরব ভালোবাসার মুল্য জানেনা, উল্টো হ্যাংলা মনে করে সে ‘তার’ জন্য জান প্রাণ দিয়ে করছে বলে । ভালোবাসার ফলটা ভোগ করে ঠিকই কিন্তু ভালোবাসার জনের মর্ম টের পায়না ধাক্কা না খাওয়া পর্যন্ত ।
আর, মুখে একবারো ভালোবাসি না বলে এক ছাদের নিচে বাস করা? সে এই উপমহাদেশের উন সংষ্কৃতির কারনে। ‘বিয়ে হয়েছে যার সাথে তাকেই ভালোবাসতে হবে’ এই শিক্ষার কারনে, বা ‘বাসি’ এই ভাবনার বশে। আসলেই বাসে কি না তা যাচাইও করতে যায় না, যারা মুখে বলেনা।
বিশাল তর্ক হতে পারে এই বিষয়ে। তাই অফ গেলাম -{@
ভোরের শিশির নীতেশ
আমিও বিইইইইইইইইইইইশাল কথা কইতারি এই বিষয়ে। আপনে অফ গেসেন দেইখা আম্মোও গেলাম -_-
ভোরের শিশির নীতেশ
* আমি কিন্তু বলিনি ভাল না বেসে সংসার করার কথা। আমি বলেছি দুজনেই ভালবাসে কিন্তু দুজন দুজনার চোখের ভাষা আর প্রাত্যহিক জীবনাচরণে সেটা বুঝে নেয় প্রতি মূহুর্তে… -_-
ভূমিহীন জমিদার
ভালোবাসা দিতেই জানে । নিতে জানেনা
ভোরের শিশির নীতেশ
নিতে জানে ভাইয়া, ভালোবাসা নিতে জানে শুধু ভালবাসা এবং ঘৃণা।
বন্দনা কবীর
এহ আসছে আরেকজনে । দিতেই জানে … নেওয়াটাও একটা ক্ষমতা এইটা কি জানা আছে? না জানা থাকলে সেটা শিখতে বসেন।
শেখার পরে বুঝবেন, ভালোবাসা নেওয়ায় কি সুখ B|
উফ্ এইখানে স্মার্টির ইমো নাই ক্যান? :@ :@
ভোরের শিশির নীতেশ
শিখতে হলে ভালবাসা দিতে হবে তবে উনাকে… নাহলে শিখবে কি করে এই সময়ে!!
এইখানে ট্যাগ করার অপশন থাকলে আরো ভালো হইতো। আর যদি থাকতো নোটির অপশন। বারেবারে রিফ্রেশ দিতে হয়। এক লেখা থেকে সরে গেলেই আর জানা যায় না কিছুই 🙁
ভূমিহীন জমিদার
ভালোবাসা হিসাব জানেনা । বে-হিসেবির মত উছলে পড়াই ভালোবাসার স্বভাব । নিজেকে যে বিলিয়ে দিতে চায় , প্রতিদানে ভিক্ষার কণা পাবার ইচ্ছা তার নেই । তাইতো ভালোবাসা আনকন্ডিশনাল । তাইতো ভালোবাসা সত্য সুন্দর এবং পবিত্র । ভালোবাসা দিতেই জানে । নিতে জানেনা ।
ভোরের শিশির নীতেশ
নেওয়ার মধ্যেও কোন কন্ডিশন নেই। তাই ভালবাসা দিলে ভালবাসা নেয়ার সাথে সাথে ঘৃণাও নিতে জানে…
লীলাবতী
সরল স্বিকারোক্তি পড়ে ভালো লাগলো আপি -{@ (y)
বন্দনা কবীর
ভালো লাগাতে পেরে ভালো লাগছে 🙂 -{@
সিহাব
কঠিন স্বীকারোক্তি ! (y)
বোঝার সময়টা যদি সঠিক সময়ে আসতো !! আহারে !! 🙁
বন্দনা কবীর
হুম্মম…
ধন্যবাদ পড়ার জন্য 🙂
শুন্য শুন্যালয়
অহংকারি হৃদয়হীনাকে আস্ত এক হৃদয় উপহার দিয়ে সে
পথ থেকে সরে গেছে ।
আপু কি সুন্দর লেখে গো… -{@
বন্দনা কবীর
শুন্য আপুটা সুন্দর করে পড়েন তাই সব কিছুই সুন্দর লাগে তার কাছে 🙂 (-3
মিথুন
অনেক ভালো লাগলো আপু ।।
বন্দনা কবীর
অনেক ধন্যবাদ ভাই পড়ার জন্য 🙂 -{@
বোকা মানুষ
লেখা খুব ভাল হয়েছে! :Approve: