সাধারনত আমি হিন্দি সিনেমা দেখিনা , দেখলে এলারজি লাগে , গা চুলকায়। কিন্তু কিছু বন্ধুর কথায় এবং ফেসবুকের হাজারো মন্তব্যের ফলশ্রুতিতে দেখতে বসলাম গুন্ডে সিনেমাটা। কারন ছিলো একটায় এখানে নাকি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে।
ছবি টার শুরু তেই ভয়েস ন্যয়ারেশন, যার বাংলা টা এরকম-
‘১৬ ডিসেম্বর, ১৯৭১, শেষ হলো ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ। প্রায় নব্বই হাজার পাকিস্তানী ফৌজ আত্মসমর্পণ করলো ভারতীয় সেনাবাহিনীর কাছে সেদিন। এটা ছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণ। এই যুদ্ধের ফলে জন্ম নিলো একটি নতুন দেশ, বাংলাদেশ।
কি ভাইজান রা ?? সহ্য হচ্ছে ?? আমার তো শরীর থর থর করে কাপছে রাগে , ক্ষোভে ,।
মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসকে যারা বিকৃত করেছে তাদের বিরুদ্ধে সরকারের অবিলম্বে দৃঢ় অবস্থান আশাকরছি। প্রতিবেশিদেশের সমস্যাটা কি আমি আজ বুঝতে পারলাম না। আমাদের পিছে সবসময়কি তাদের লেগে থাকতে হবে?? আমাদের সংস্কৃতি কে তো ফাটল ধরিয়েই দিয়েছে তারা, এখন ইতিহাসকেও ধূলিসাৎ করার প্রজেক্ট হাঁতে নিয়েছে। এসব লিখে কি হবে, আমাদের শরীরে ইঞ্জেকশনের মত ভারতীয় সংস্কৃতি ঢুকে গেছে । কি দরকার এসব বলে , নাইন এক্স এমে অর্ধনগ্ন গান, স্টার জলসা বা স্টার প্লাস এর সিরিয়াল এগুলোই তো আজ আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য । চলছে চলুক না, মানবতা,দেশাত্মবোধ হারিয়ে যাচ্ছে ,যাক না, তবুও আমরা চালিয়ে যাবো হিন্দি সংস্কৃতি চর্চা , আর তারা একে একে উপহার দিয়ে যাবে আমাদেরকে এমন কিছু মিথ্যা , ভিত্তিহীন অপবাদ, যা গ্রহন করা খুবই পীড়া দায়ক।
১০টি মন্তব্য
রাতুল
ভাই রে… কিছু বলার নাই। কিছু করা দরকার…
অদ্ভুত সেই ছেলেটি
আসলেই কিছু করতে হবে
মা মাটি দেশ
ভাইরে কি বলব এখনে কোন ভাষা নেই বলবার যারা বললে কাজ হবে তারাইতো চুপ আমরা আর কি করতে পারি। -{@ (y) সুনদর একটি পোষ্ট সত্য একদিন বেরিয়ে আসবেই এটাই নিয়ম তবে আমরা কম না আমাদেরও কৃতজ্ঞতা স্বীকারের সীমাবদ্ধতা আছে দেখি কি বলে সচেতন সরকার বিরোধীদল।
জিসান শা ইকরাম
তীব্র প্রতিবাদ করছি এই হীন মানসিকতার । সরকারী ভাবে ভারতের কাছে এ বিষয়ে কৈফিয়ত চাওয়া যেতে পারে ।
‘ ১৯৭১ সনে কোন মুক্তিযুদ্ধ হয়নি , যুদ্ধ হয়েছে ভারত পাকিস্থানের ‘ – এমন বক্তব্য দেয়ায় জামায়াত এবং বিএনপি নেতার বিচার দাবী করছি । অবাক হয়ে ভাবি – এই বক্তব্যের তেমন সমালোচনা কেউ করেনি ।
অদ্ভুত সেই ছেলেটি
হয়তো বিরোধি দল ভিনদেশী পা-চাটা সরকারকে নিয়া কয়েকটা বিরোধি মন্তব্য করবো দলের / নিজেদের স্বার্থে কিন্তু চাওট্টা সরখার এটা নিয়া কিছুই করবেনা !!!! ব্যাপারটা খুবই হতাশজনক ও লজ্জাজনক হলেও কিন্তুু শাহবাগে আসবেনা কোন বুদ্ধিজীবি / এইচ সরকার /আসবেনা আমার মত একজন লোক যে কিনা শাহবাগে মঞ্চ কাপিয়ে এসেছিল । এই আমি এই আমরা
ছাইরাছ হেলাল
কিছু একটা করে খাওয়ার দলের কাজ ।
কুকুরদের এই ঘেউ ঘেউ এখন আর কেউ শুনবে না ।
বিকৃত করা এত্ত সহজ না ।
ধিক্ এই হীনতা কে ।
শুন্য শুন্যালয়
এসবের প্রতিবাদ করবে কারা? নিজের দেশের বিকৃতকারীদের কিছু করতে পেরেছি কি আমরা? আবালগুলোকে ধরে খোয়ারে দেয়ার দরকার ..একজন তো আমাকে বলেই দিলো সিনেমা টা ভালো করেছে, একবারও এই ইতিহাস বিকৃতি নিয়ে কিছু বলেনি, কাকে কি বলবো 🙁
অদ্ভুত সেই ছেলেটি
এইটায় তো কথা ?? শরীরের প্রতিটি শিরায় শিরায় হিন্দি সংস্কৃতিতে ভরে গেছে। আসলে আগে আমাদের নিজেদের ই বদলাতে হবে , না হলে কিছুই হবে না। এখনই সময় নিজেদেরকে বদলাবার
লীলাবতী
মুক্তিযুদ্ধ নিয়ে এমন ইতিহাস বিকৃতির প্রতিবাদ করতেই হবে ।
মশাই
কি করা যায় সেটাই ভাবা দরকার।