আমার একটা স্বপ্ন ছিল,
ছোট্ট একটা বাড়ী করবার।
সামনে আকাশের ছোট্ট উঠোন।
সেখানে মেঘেদের ছোটাছুটি।
ঘরের চাল বেয়ে একটা নদী
লতাগাছের মত উঠে যাবে।
সে লতার ফাঁকে ফাঁকে হবে
তারাদের তুমুল কিচির মিচির।
উঠোন ঘিরে থাকবে রোদ্দুরের বেড়া,
ফাঁক দিয়ে বছরজুড়ে বাসন্তি বাতাস।
পেছনে থাকবে জ্যোছনার ছোট্ট পুকুর,
সাঁতারে, ডুবস্নানে স্নিগ্ধতার আয়োজন।
ব্যস! এটুকুই!
আত্মজ আমার,
আমি যদি নাই পারি,
তুমিই নাহয় পূরণ করো!
৬টি মন্তব্য
ব্লগার সজীব
স্বপ্নের কি হলো এখন ? ভালো লেগেছে ভাই ।
বোকা মানুষ
ধন্যবাদ! স্বপ্নেরা অধরাই থেকে যায় বার বার….
প্রহেলিকা
পড়লাম। আপনার প্রতিটি স্তবকে আপনি খুব সুন্দর করে কল্পশক্তির পরিচয় দিয়ে গেছেন। আসাধারণ শব্দ চয়নে মুগ্ধ হলাম কবি। শুভেচ্ছা জানবেন। আরো লিখুন। -{@
বোকা মানুষ
আপনাকে ধন্যবাদ প্রহেলিকা!
আদিব আদ্নান
এমন স্বপ্ন সবাই দেখতে পারে না ।
ভালো হয়েছে ।
বোকা মানুষ
ধন্যবাদ