স্বপ্ন-ইচ্ছার অপাবরণ

ছাইরাছ হেলাল ৮ জুলাই ২০১৯, সোমবার, ১০:১৩:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

হে সময়,
আমাকে বয়ে নিয়ে যাও শব্দ-শূন্যতার
নিস্তল পরিখার আন্দোলিত শেষ তিথির দ্বারে,
ঘন বন-কুয়াশা আর প্রতুল ঝিরি ঝিরি বর্ষণ স্মৃতির
নিয়ম নিগড় এড়িয়ে;

পিন পিনে ফিন ফিনে কিন কিনে থিক থিকে
ভিড়ের ফাঁক গলিয়ে আগল বিহীন এক চিলতে
আলোতে ঘুরে দাঁড়াই, এখানে কেকা ধ্বনি নেই,
পায়ের বুড়ো আঙ্গুলে কাঁদা খোঁচা নেই,
নেই দাঁতে নখ-কাটা, নেই ফাঁকা/ফাঁপা দেশ প্রেমের বুলি,
আঙ্গুলে শাড়ি/ওড়নার আচল প্যাঁচানো, নেই কামের বিকিরণ;
নেই নরক বাসের প্রতীক্ষা।

অদৃশ্যের মেলায় থাকা ঘূর্ণি-জ্বলা
বিদ্যুৎ-ঝলকের তোলপাড় চাই-না,
আদিগন্ত-অরণ্য-বুকে বজ্রের নিনাদ চাই,
চাই, পাথর-সুখের চির-সমুজ্জ্বল প্রদর্শনী,
স্বনির্মিত খাঁচার আগল ভেঙ্গে তীক্ষ্ণ ঝিলিকের
অন্তিমের অপরূপ সৌন্দর্যে।

=========================

অপাবরণ—— আবরণ উন্মোচন

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ