বিদ্যুৎ-হীন জীর্ণতায় কাটছে নিখুঁত/ত্যাঁদড় সময়
আম্ফান কালে,
বেঁকে বসা যাচ্ছে না,প্রেত সময় দুলছে
ভৌতিক হাওয়ায়, সুদূরের আলোর ঝলকানিতে;
দেখতে পাচ্ছি রঙিন কাগজের হাতছানি
ছাপোষা জীবনের অনিশ্চিত বেড়াল-নিঃসঙ্গতায়
খুঁজি, অপেক্ষায় থাকি নিঝুম অজ্ঞাত কন স্বপ্ন প্রহরের;
একজন চাষি দৃঢ়-পায়ে হেঁটে যাচ্ছে বীজ বোনার তাগিদে,
ঝাঁক ঝাঁক স্মৃতি শেষে নিমগ্ন শিশির দেখি ঘাসের ডগায়।
ছবি নেটের।
২৮টি মন্তব্য
কামাল উদ্দিন
রোল নং ১ 😀
ছাইরাছ হেলাল
সহী, অবশ্যই।
কামাল উদ্দিন
একজন কৃষক এই শিশির ভেজা ঘাসে যতোটা পা রাখতে পারে আমরা পারিনা। তাইতো প্রচুর পরিশ্রমী আমাদের কৃষকটা সুস্থ্য থাকে আমাদের চাইতে অনেক বেশী।
ছাইরাছ হেলাল
কৃষক স্বপ্ন নিয়েই বীজ বোনে,
সে ফসল সে তুলতে পারবে কী পারবে না তা সে হিসাবে রাখে না।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ঘোর অমানিশায় জীবন কাটছে। আপনার স্বপ্নে আঁকা শিশির মনটাকে কিছুটা ভিজিয়ে দিল। কৃষক , শ্রমিক এরা বসে থাকলে দু’দিন পর খাবো কি? এখনো বিদ্যুৎ আসেনি, নাকি আসা যাওয়ার মধ্যে আছে? ভালো থাকবেন। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আসলে লেখাটি সেই বিদ্যুতহীনতার সময়ে।
স্বপ্নই আমাদের এই অমানিশা কালে বাঁচিয়ে রাখে, কৃষকের বীজ বুনে অপেক্ষা করার মত।
আপনি ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
ঘাসের ডগায় নিমগ্ন শিশির
আম্ফান কালে বিদ্যুৎ বিহীন
অন্ধকার ঘরে বসেই কল্পনাতে অবলোকন
এক কেবল কবিরাজ মহারাজের পক্ষেই সম্ভব
প্রত্যেকটি বিষয় নিয়ে এতো নিখুঁত ভাবে
দারুণ দারুণ সব লেখা কবে যে লিখতে পারবো😰
ছাইরাছ হেলাল
অনেক অনেক ভাবনা করে/নিয়ে লিখিনা।
যা মনে আসে তাই-ই ভাল/মন্দের চিন্তা না করেই লিখে ফেলি।
ঘাসের উপর শিশির কিন্তু দেখি!
আর আপনি সব সময়-ই ভাল লেখেন/লিখবেন (আমার থেকে)
এ প্রত্যাশা করি- ই।
ভাল থাকবেন। আচার খেয়ে খেয়ে।
সুরাইয়া পারভীন
আমি রন্ধন প্রেমী বটে
তবে খাদ্যরসিক না
সেদিন বানিয়েছি আর আজ একটু
চেখে দেখেছি। এই শেষ আমার আচার খাওয়া।
ছাইরাছ হেলাল
একা একা খান, বেশী বেশী খান,
পেট সুস্থ রেখে!
সুরাইয়া পারভীন
আহা আপনি আচার খেতে পছন্দ করেন
সেটা বললেই তো হয়!!
আমি বানিয়ে পাঠিয়ে দিই?
ছাইরাছ হেলাল
পছন্দের কথা কুন সুম কইলাম!
আপনি লুকিয়ে লুকিয়ে খাবেন তাই একটু বলেছি মাত্র।
সুরাইয়া পারভীন
লুকিয়ে লুকিয়ে খাওয়ার
নেইকো কোনো কারণ
নেইকো কোনো সম্ভাবনা 🙈🙈
ছাইরাছ হেলাল
মনে থাকলেই হলো!
সুপায়ন বড়ুয়া
“একজন চাষি দৃঢ়-পায়ে হেঁটে যাচ্ছে বীজ বোনার তাগিদে”
জীবন থাকে না থেমে
শ্রনজীবি গেয়ে যায় গান জীবিকার তাগিদে।
এইতো জীবন।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
জীবন চলমান, কাউকে তোয়াক্কা না করেই। যা জীবনের ই ধর্ম।
ভাল থাকবেন ভাই।
জিসান শা ইকরাম
চাষি বীজ বুনুক,
মুক্তোর দানার মত স্মৃতি লিখে দিক পাঠকের উদ্দেশ্যে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
চাষী ঐ একটি কাজ ই জানে, শুধুই বুনে যাওয়া। ধরিত্রীর বুকে।
স্মৃতিই এক মাত্র সত্য।
ধন্যবাদ।
তৌহিদ
বিদ্যুৎবিহীন অনেকেই অস্থিরতায় দিন পার করছে। আসলে যাপিত জীবনের অভ্যস্ততাগুলো ব্রেক কষে বিদ্যুৎ না থাকলে। কৃষকের এসব চিন্তা নেই। আজ বীজ না বুনলে কাল কি খাবে এই চিন্তায় সে উদ্বিগ্ন।
ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
আসলে সবাই আমরা কঠিন সময় পার করছি, সামনে কি অপেক্ষা করছে আমরা জানি না।
ভাল থাকুন। সবাইকে নিয়ে।
বন্যা লিপি
স্বপ্নে আঁকা শিশির…..শিরোনামটাই ধাক্কা দিলো মনে। শিশিরও স্বপ্নে আঁকা? হতেই তো পারে… শাব্দিক কারিগরি যদি মহারাজ হয়,
স্বপ্ন নিয়ে বুনে যাক কৃষক আগামীর বীজ।
আমাদের চোখ বেঁচে থাকুক কৃষকের হাতের দিকে……
ছাইরাছ হেলাল
স্বপ্নে আঁকাআঁকি করা খুব নিরাপদ/ঝুঁকিহীন!
কৃষক স্বপ্ন দেখে নিত্য নূতন সোনালী ফসলের। স্বপ্ন সম্বল করেই সে বাঁচে, বাঁচার স্বপ্ন দেখে।
আপনাকে বড় কারিগর মানি ত!
ফয়জুল মহী
অসাধারণ লেখা। ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
ঝাঁক ঝাঁক স্মৃতি শেষে নিমগ্ন শিশির দেখি ঘাসের ডগায়।
চাষি বীজ বুনুক
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন।
হালিম নজরুল
এত সুন্দর লেখা ভুল করে পড়াই হয়নি।
ছাইরাছ হেলাল
কবিরা একটু ভুলোমনা না হলে মানায়-ই না।
ধন্যবাদ।