♪ হাই জানটুস
* আরে বাপরে কাকে দেখি আজ এই অবেলায়। তুমি দেখি আজ শুন্য শুন্যালয় আপুর ভোর হয়ে গেলে।
♪ উম তুমি যেমন রাত জাগতে পারোনা, আমিও ভোরে উঠতে পারিনা কি করবো?
* হুম আমি কি আর ছাইরাছ হেলাল ভাইয়ার রাত্রি যে রাত জাগবো?
♪ আপনি দেখি আজ সোনেলার ভাষায় কথা বলছেন
* কি করবো সীমান্ত উন্মাদ ভাইয়ার জ্যামিতিক ভাষা জানিনা যে।
♪ হা হা হা বুঝেছি সোনেলার ভূত আপনার ঘাড়ে আজ
* উহু সোনেলার ভূত হচ্ছে মেহেরী তাজ আপু, শুন্য আপু নাম দিছে তার।
♪ আপনার নাম কি?
* আমাকে কেউ কোন নাম দেয়নি, কেউ মনেই রাখেনি আমাকে 🙁
♪ আহহারে আহ্লাদী, ঢংগী বউ টা আমার।
* আমি ঢংগী হতে যাব কেন, ঢংগী হচ্ছে লীলাবতী দি।
♪ তোর যা মায়া সবাই তোকে মনে রেখেছে নিশ্চয়ই
* নাহ, খেয়ালী আপুর আজব মায়া সবার উপর ভর করেছে।
♪ খুব দুস্টু হয়েছিস
* হুম আমার আসলে ব্লগার সজীব ভাইয়ার মত দুস্টু একজনের সাথে প্রেম করা উচিত ছিল।
♪ কি বললি তুই?
* উম কি জানি হয়েছে তোর। বেশ কাটখোট্টা হয়েছিস কএকদিন ধরে। তানজির খান ভাইয়ার কবিতার মত রেগে থাকিস।
♪ হুম এলোমেলো ভাবনা আসে ইদানিং
* নীলাঞ্জনা নীলা আপুর মতো?
♪ তোর জ্বালায় মন খারাপ করে থাকার উপায় আছে? একটু সিরিয়াস হতে পারিস না? সেই কবে তোকে দেখেছি।
* এই রিমি রুম্মান আপুর মতো পুরনো স্মৃতি বলে আমার মন খারাপ করিয়ে দিবিনা। দেখা হবে খুব শীঘ্রই। আশা জাগানিয়া কিছু বল।
♪ কিছু বলবোনা তুই একটা গান শোনা
* অরণ্য ভাইয়াকে ডাকি?
♪ বুঝেছি। তুই সোনেলায় গিয়ে বসে থাক। চা খাবো আমি।
* নিজে নিজে বানিয়ে খেতে হবে আহারে
♪ কি করবো বানিয়ে দেবার কেউ নেই আমার। কাল স্টোভ জ্বালাতে গিয়ে আঙ্গুল পুড়িয়েছি জানো?
* আরে বলোনিতো কাল!! তুমি জিসান ভাইয়ার শেষ পোস্ট টা পড়োনি? পড়লে তো দেয়াশলাই থেকে আগেই সাবধানে থাকতে পারতে।
♪ তুই কি একটু সিরিয়াস হতে পারিস না?
* চাইলেও তো পারিনা। ইচ্ছে করে মৌরিন আপুর মতো আকাশ প্রেমিকা হতে, রুবা আপুর মতো ব্যক্তিত্ববান হতে।
♪ আচ্ছা আচ্ছা ম্যাডাম, কিছু হতে হবেনা। আপনি আপনার মতোই থাকুন। একটা ইচ্ছে জাগছে খুব।
* কি?
♪ কিছুনা।
* অনিকেত নন্দিনী আপুর মতো যা ইচ্ছে বলে ফেলতে শেখো।
♪ এত সোনেলা সোনেলা করছ, সোনেলায় তো কম আসো দেখি, লেখাও তো দাওনা
* আমি কি মনির হোসেন ভাই? এত লিখা আসে নাতো
♪ তোর কাছে আমার চাইতে সোনেলা বেশি প্রিয় বুঝতে পেরেছি।
* কি যে বলিস, তুই আমার স্বপ্ন, তুই আমার সব, তুই-ই আমার সোনেলা।
♪ গররররররররররররররররররররর
৬৭টি মন্তব্য
হিলিয়াম এইচ ই
আফসোস!!!! খালি আমিই নাই!! 🙁
মিথুন
আপনাকে কম দেখেছি বলেই হয়তো মিস হয়ে গেছে ভাইয়া। স্যরি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর একটি কষ্ট সাধ্য লেখা তবে সকল কৃতিত্ত পাশে থাকা বিশেষ একজনকে কেননা আমার মনে হয় “সে না থাকলে আপনার পাশে আসবে না লেখা এমন অনায়াসে।
মিথুন
আমার সবকিছুর কৃতিত্ব তার, আপনি ঠিকই বলেছেন। সে পাশে আছে বলেই সম্ভব যা কিছু তা চেস্টা করি। আপনাকে ধন্যবাদ মনির ভাই………………
অনিকেত নন্দিনী
আমার মাথায় বোমা মারলেও এমন করে লিখতে পারবোনা! এভাবে গুছিয়ে লেখা আমার কর্ম নয় গো। ;?
মিথুন
সেতো বটেই বোমার ভয় দেখালে কি আর লেখা বের হয়, আপনি এমনিতেই এর চাইতে অনেক ভালো লিখতে পারেন আপু………… 🙂
ইমন
🙂
মিথুন
!!!
নুসরাত মৌরিন
মিথুন আপু… এত্তগুলা ভালবাসা আপনাকে,এত সুন্দর একটা পোস্টের জন্য।
নিজের নামটা দেখে দাঁত কেলিয়ে হাসছি…। 😀
অনেক ধন্যবাদ আপনাকে।এত এত বিশেষনে বিশেষায়িত বিশেষ বিশেষ মানুষগুলোর মাঝে আমাকেও মনে রাখার জন্য…। 🙂
মিথুন
আপনাকেও তো সোনেলার একজন বলে জানি আপু। আমি সবার কথাই মনে রাখি। আমার কথা কেউ মনে রাখেনা 🙁 আপনাকেও এত্তগুলা ভালোবাসা। (3
মেহেরী তাজ
খেয়ালী আপুকে অনেকদিন দেখিনা। কই তিনি?
লীলাবতী আপু ঢংগী? হাহাহাহাহা :D)
আমার শিষ্যর( সজীব ) জন্য তো একটা গুড নিউজ। :c
লেডি হিমু থেকে সোনেলার ভুত হয়ে গেলাম? উক্কে খারাপ না। 🙂
মিথুন আপু কই থাকেন এমন আইডিয়া নিয়ে?
হাহাহাহাহা এত্তোগুলা ভালোবাসা এমন অসাধারণ একটা পোষ্টের জন্য আর সেই সাথে পোষ্টে আমায় জায়গা দেওয়ার জন্য। 😀
খেয়ালী মেয়ে
তাজ আপু আছি আমি আশেপাশে সবসময়ই -{@
মিথুন
আমি সোনেলায় আসি আপু। লেখা পড়ি প্রায় সবার। আলসেমি লাগে কমেন্ট করতে। আমি কিন্তু স্বপ্নকে রাগাতেই বলেছি সজীব ভাইয়ের কথা। আমার স্বপ্ন অন্নন্নন্নেক ভালো, আর কাউকে লাগবেনা।
লীলাবতী আপুর একটা পোস্ট ছিল যতদূর মনে পরে ঢংগী নিয়ে। আপনাদের সবার জন্য ধন্যবাদ আর শুভকামনা।
খেয়ালী মেয়ে
ওওওওওওওওওমাগো এতো দেখি সোনেলাময় কথোপকথন 🙂
দারুন পোস্ট—আমরা সবাই আছি এই পোস্টে (3
সজীব ভাইয়ার মতো মাথায় গোবর ভর্তি পোলাটার সাথে প্রেম করা উচিত ছিলো ;? এইটা মিথুন আপু কি বললো 😮
শুন্য আপু কতোদিন তুমি ভোর নিয়ে লিখো না, এবার ভোর নিয়ে একটা পোস্ট দাও……..
ঢংগী লীলাবতী আপুটা কই হারালো?….
জিসান ভাইয়া দেয়াশলাইয়ের নতুন পোস্টটা তাড়াতাড়ি পোস্ট করেন……..
মেহেরী তাজ
যাক খেয়ালী আপুকে খুজে পাওয়া গেছে। কিন্তু তার নতুন পোষ্ট পাওয়া যাচ্ছে না। আফসোস। 🙁
খেয়ালী মেয়ে
আফসোস আমি লিখতে পারি না বলে 🙁
মিথুন
খেয়ালী আপু আপনি খুবই ভালো লেখেন। আমরা বলছি, তাই আপনার কথায় কিছু হবেনা। নতুন লেখা দিন দুজনই……… @তাজ আপু, খেয়ালী আপু
মেহেরী তাজ
ই হা হা হা। খেয়ালী আপু এটা কি শুনালেন? আপনি লিখতে পারেন না???? 😮
খেয়ালী মেয়ে
সত্যি পারি না 🙁
খেয়ালী মেয়ে
সজীব ভাইয়া মিথুন আপু বুঝতেই পারে নাই যে আপনার মাথায় ম্যালা গোবর আছে 🙂 আপনার মনে মনে এত্তো খুশি হওয়ার কিচ্ছু নাই, উনি মনে হয় স্বপ্ন ভাইকে ক্ষ্যাপানোর জন্যই কথাটা বলেছে ;?
মিথুন
জ্বি ভাইয়া যেদিন আপনি ভেজিটেবল রোলের পোস্ট দিয়েছিলেন, সেদিনই বুঝেছি আপনার মাথায় কি বুদ্ধি আছে। তবে খুশি বেশি হলে কিন্তু আমার স্বপ্ন আবার জেলাস হয়ে যাবে, যতকিছু সব তার জন্যে।
মিথুন
খেয়ালী আপু, হি হি বাচ্চা ছেলেটাকে যা খুশি ভাবতে দিন 🙂
মেহেরী তাজ
মিথুন আপু এটা মোটেই ঠিক না। আমার শিষ্য কে তো আপনিই টেনে আনলেন। আবার তাকে পচানো হচ্ছে? ^:^
ব্লগার সজীব
এটা কিন্তু ঠিক না।আমার চোখে পানি এসে যাচ্ছে কষ্টে 🙁
মিথুন
আমি ছাড়াও সজীব ভাইয়ার কট্টর ভক্ত আছে দেখতে পাচ্ছি 🙂 ভুল হয়ে গেছে তাজ আপু। টেনে এনে এভাবে ক্ষেপানো ঠিক না, এরপর দূর থেকে ক্ষেপাবো……… 🙂
মিথুন
আমিও আপনার মত শুন্য আপুর ভোর, লীলাবতী আপুর ঢং, জিসান ভাইয়ের দেয়াশলাই মিস করি।
সজীব ভাইয়ের মাথায় গোবর ভর্তি? হি হি হি। সেইজন্যই এতো উর্বর। কত যে বুদ্ধি বের করে পোস্ট দেয় সে। আমার স্বপ্নেরও কিন্তু অনেক বুদ্ধি। তাকে যা-ই বলি সে রাগে না, লক্ষি ছেলে।
আপনারা সবাই সোনেলার আইকন তাই সবাইকেই এনে ফেললাম পোস্টে…………
খেয়ালী মেয়ে
ভালো থাকুন আপনারা দুজন সবসময় -{@ -{@
মিথুন
আপনি খুব ভালো আপু, আপনিও ভালো থাকুন……… -{@
পারভীন সুলতানা
বুঝলাম, বয়স বাড়লে সবাই এড়িয়ে চলে !
মিথুন
না না আপু, এটা কি বললেন? আপনি হয়তো নতুন এসেছেন, আর আমি একটু অনিয়মিত তাই হয়তো আমার নজর এড়িয়ে গেছে। ক্ষমা চাইছি। আপনি সোনেলায় এসেছেন বলে আমরা সম্মানিত, বয়স কোন ব্যাপারই নয় আমাদের কাছে, সবাই বন্ধু। শ্রদ্ধা আপনার জন্য…………
পারভীন সুলতানা
ছি ছি ক্ষমা কেন চাইতে হবে ? বন্ধুত্বে ওসবের জায়গা নেই । আমিত দুষ্টামি করেছি ।লেখাটা সুন্দর ছিল বলে।
মিথুন
আপু ধন্যবাদ। এরপর ভুল হবেনা এমন। আপনার মতো বন্ধু পেয়ে আমরা খুশি। ভালো থাকবেন আপু………
লীলাবতী
আমাকে ঢংগী বলে 🙁 আমি কি এমন করলাম? শুন্য আপু আসুক,এর বিচার চাই তার কাছে।কেন উনি এটা প্রকাশ করে দিলেন?
শুন্য শুন্যালয়
দুইখান কলসী নিয়ে সেই যে কোমর বাঁকা করে দাড়িয়ে আছে আর নড়নচড়ন নাই। শুধু তো ঢংগী প্রকাশ করেছি। আস্তে আস্তে আরো প্রকাশিত হবে। অপেক্ষা।
মিথুন
হি হি, আমি এখনে কোন উত্তর দেবনা, আপনারা দুজন বুঝুন………… 😀
আরো অনেক কিছু আছে শুন্য আপু?
মেহেরী তাজ
ঢংগী ছাড়া ও কিছু আছে? :D) :D) ঝাতি জানতে চায়।
শুন্য শুন্যালয়
অপেক্ষা করো, ঢংগী, ভত্তাবতী, তেতুলকন্যা ছাড়া আরো অনেক গুণ আছে তার, ধিরে ধিরে সব প্রকাশ করবো। যেইভাবে সেদিন ফেসবুকে গ্রুপে দা, বটির ছবি দিলো দস্যু ফুলন দেবীকেও হার মানাবে।
মিথুন
শুন্য আপু আপনি বরং লীলাবতী আপুর গুণের বাহার আর নামগুলো দিয়ে একটা পোস্ট দিয়ে দিন, ঝাতি জানুক…… 🙂
লীলাবতী
মিথুন অঙ্কে ধৈর্য নিয়ে পোষ্ট দিয়েছেন।আমার পক্ষে এমন পোষ্ট দেয়া সম্ভব না আসলে।তবে আপনার আইডিয়াটি নিলাম।ভবিষ্যতে দিয়েও দিতে পারি কোন পোষ্ট।
দুজনের কথা বার্তার সাথে এমন মিল রেখে পোষ্ট দেয়া,আমি অবিভুত হলাম আপু।অনিকেত নন্দিনী আপু কি ইচ্ছে প্রকাশ করেছেন?আমি তো ভাজা মাছটিও উলটে খেতে জানিনা,তাই কিছুই বুঝলাম না :p
মিথুন
আমিও বুঝিনি তার কি ইচ্ছে হয়েছিল, তাইতো বললাম অনিকেত নন্দিনী আপুর মতো হতে 😀
আমার আইডিয়া আপনি নিলে আমি সম্মানিত হবো, যদিও এর চাইতে অনেক মজার আইডিয়া আপনার মাথায়। আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখেছি আমি। -{@
অনিকেত নন্দিনী
এই! আমার যা কিছু ইচ্ছে হয় তা কিন্তু পোস্টেই বলে দেই, কিচ্ছু লুকাই না। :p
লীলাবতী ভাজা মাছ উল্টাবে কি, সে তো একধাপ বেড়ে ভাজা মাছের দোপেয়াজা করে ফেলে! :D)
মিথুন নন্দিনীর সব লেখা পড়ে সব ইচ্ছে জেনে নিজের পোস্টে “নন্দিনী আপুর মত যা ইচ্ছা তা বলে ফেলতে শেখো” বলে এখন কিনা বলছে বুঝেনি!
:@
অনিকেত নন্দিনী
আরে! স্বপ্নের ইচ্ছে মিথুন বুঝতে না পারলে কে বুঝবে? ;?
পুরোপুরিভাবে না বুঝে আগের কমেন্টে ভুল বলেছি। ফোন থেকে কমেন্ট করতে গেলে ভুলভাল লিখে বসে থাকি বলে নিজের উপরেই রাগ লাগে! :@
মিথুন
লীলাবতী আপু ভাজা মাছের দোঁপেয়াজা করে ফেলে? হি হি হি :D) ঠিক ঠিক।
ভুলভালে সমস্যা নেই আপু, আমরা আমরাই। সব বুঝে গেলে, বলার অভ্যাস হবে নাতো 🙂 নন্দিনী আপুর পোস্ট পড়ে বুঝুক, কিভাবে বলতে হয়………
সীমান্ত উন্মাদ
আপনার পোষ্টে এতো বড় বড় মানুষের পাশে এই অধম উন্মাদের নাম দেখে ভড়কে গেলাম, এতোটা সন্মানের যোগ্য উন্মাদ না। তাই অফুরন্ত ধন্যবাদ আপনাকে। ও হাঁ একটা কথাঃ জ্যামিতিক সম্পাদ্য আর উপপাদ্যের ভাষা না বুঝলেও ক্ষতি নেই, শুভেচ্ছা থাকলো যাতে জীবনের পরিমিতির ভাষাটা বুঝে বড় থেকে বড়, কাল থেকে মহাকাল জয় করতে পারেন।
শুভকামনা থাকল নিরন্তর।
মিথুন
জ্যামিতিক ভাষার সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে ধন্যবাদ। সোনেলায় কেউ উত্তম, অধম নেই, সবাই আমরা এক পরিবারের। শুভকামনা…………………
শুন্য শুন্যালয়
কি কান্ড!! আপনারা দুজন এইভাবে কথা বলেন? যাক সোনেলায় আমি ছাড়াও আরো অনেক পাগল আছে বোঝা গেলো। যার এমন একজন মিথুন আছে তাকে কি অন্যের ভোর হবার প্রয়োজন আছে?
আমিও লীলাবতী দির মতো একদম বুঝতে পারিনি স্বপ্নের কি ইচ্ছে জেগেছিল :p
দারুণ পোস্ট মিথুন। ধন্যবাদ আমাকে মনে করার জন্য।
মিথুন
কেউ বুঝতে পারেনি, তাই আমার বোঝার প্রশ্নই নেই। আমিতো সবাইকে মনে করি, কেউ আমাকে মনে করেনা 🙁 শুন্য আপুর ভোর হতে সবারই মন চাইবে, কতো স্নিগ্ধ ভোর। অনেকদিন লিখছেন না আপু, লিখে ফেলুন……………
ছাইরাছ হেলাল
আপনি আর আপনার জানটুস আছে বলেই এত্ত কিছু একবারে পেলাম।
যাদের এমন নাই তাদের তো বাঁচতে হয়, কিছু একটা আকড়ে ধরে।
যে এসব ভবে লিখতে পারে সে এত কম লেখে কেন ?
সেখানেও কি জানটুসের কালো হাত!
মিথুন
জানটুসের কালো হাত ভেঙ্গে দেব, গুড়িয়ে দেব, লিখবোই লিখবো এবার। 🙂 না ভাইয়া, সে আমাকে অনুপ্রানিত করে লেখার জন্য। আমি সময় পাইনা, পারিওনা।
আকড়ে ধরে এমন করে লিখতে পারেনা সবাই। প্রশংসা বেশি নয়, আপনি খুব ভালো লেখেন…………
মিথুন
ধন্যবাদ সজীব ভাইয়া। আমি ট্যালেন্ট নই মোটেও, আপনার চাইতে তো নয়ই 😀
আমি স্বপ্নকে নিয়েই হ্যাপি। আপনি বুঝি এখনো ভুলভাল টাইপ করেন? 🙂 ফুলের জন্য ধন্যবাদ ভাইয়া…………
খেয়ালী মেয়ে
সজীব ভাইয়া একটু উপরে গিয়ে দেখো, মিথুন আপু তোমারে বাচ্চা ছেলে বলেছে :c
ব্লগার সজীব
বলেছে বুঝলাম,কিন্তু আপনি হাততালি দিচ্ছেন কেন? 🙁
মিথুন
সজীব ভাইয়া, আমি আপনার দুঃখে দুঃখিত হচ্ছি 😀
স্বপ্ন
আচ্ছা সব বলে দেয়া হচ্ছে?ঠিক আছে আমিও বলে দেব,প্রকাশ করে দেব সব।আপনি তো ম্যালা গুনী।এমন পোষ্ট দিবেন ধারনাই করতে পারিনি।কষ্টকর বুদ্ধিদীপ্ত পোষ্টের জন্য অভিনন্দন।
মিথুন
আপনি কি কিছু বাঁকি রেখেছেন? 🙁 গুনধর স্বপ্ন আছে যার, তার একটু গুণ থাকতেই পারে। অভিনন্দন গ্রহণ করলাম। (3
অরণ্য
মিথুন, একটা কিছু না বাজালে গুনাহ হয়ে যেতে পারে।
যান, প্লে করলাম Kenny G।
https://www.youtube.com/watch?v=KlLn2O5oH0E
আপনার জানটুসের ভাল লাগলো কিনা জানাবেন কিন্তু।
ভালো থাকবেন।
মিথুন
আমার জানটুসের পছন্দ হয়েছে খুব, সে Kenny G র ভক্ত। গুনাহ থেকে বাঁচলেন, আপনাকে ধন্যবাদ অরণ্য ভাইয়া, ভালো থাকবেন……
রিমি রুম্মান
হা হা হা … মজা পেলাম। আমি হাসতে হাসতে শেষ। সবাইকে এমন মিলিয়ে লেখা___ অনেক সুন্দর হইসে। তবে… আমি যে সবার মন খারাপ করে দেই, এইটার কি হবে ? অনেক ধন্যবাদ।
মিথুন
মন খারাপের লেখায় যদি মন খারাপ না হয়, তবে সে আর কি লেখা? সবাই এমন পারেনা আপু। এই অপবাদ ঘোঁচাতে হলে আপনাকে জলদি কিছু মজার মজার লেখা দিতে হবে, যা পড়ে আপনি নিজেও হেসে ওঠেন। আপনি মজা পেয়েছেন শুনে আমিও খুব খুশি আপু, আপনাকেও ধন্যবাদ। -{@
তানজির খান
আমি রেগে থাকি??????????????????????????????????????????????????
এখন অনেক অনেক রাগ করলাম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ^:^ ^:^ ^:^
মিথুন
হি হি হি, আমি তো আপনার কথা বলিনি, আপনার কবিতা রেগে থাকে বলেছিলাম, আপনি রাগ করছেন কেন? 🙂
জিসান শা ইকরাম
মিথুন নিজের এমন গুন লুকিয়ে রেখেছিলেন এতদিন?
খুবই অবাক হলাম কিভাবে নাম আর পোষ্টের সাথে মিলিয়ে কথোপকথন তৈরী করলেন।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনাদের দুজনের প্রতি -{@
মিথুন
এতদিন পর আমার গুণ দেখলেন ভাইয়া? দূর ছাই, কি লিখেছি এতদিন ধরে 🙁
আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের দুজনের পক্ষ থেকে -{@ -{@
নীলাঞ্জনা নীলা
আমার নাম!!!!! \|/
তবে সবার মন্তব্য দেখে ভয় পাচ্ছি। তিরি-অহমের লেখায় আমায় প্রায় সকলেই বলেছিলেন কেন একই টেবিলে সোনেলার সোনালী বন্ধুদের নিচ্ছিনা? কাকে ছেড়ে কাকে নেবো? ^:^ এরপর তো আমায় এসে সবাই ধরে পেটাবে।
মিথুন
হুম আপু, আমিও অনেকের নাম মিস করে ফেলেছি।
হ্যাঁ আমার নামতো আপনাকে নিতেই হবে নইলে কিন্তু দেখে নেব :@
আদিব আদ্নান
এ দেখছি বিরাট আয়োজন। নতূন কিছু দিন।
মিথুন
দিচ্ছি এবার গরীবের ছোটখাটো আয়োজন।