স্বপ্নের বাসর

ছাইরাছ হেলাল ২৬ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ০২:৫০:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

বৃষ্টি ভাবে
কবিতায় বাঁধবে স্বপ্ন বাসর,
বনফুলে নয়, বুনো-ফুলের গন্ধে-গন্ধে;
বন ক্রমশ বেশ-বন রূপ নিয়ে বিকশিত হতে থাকে;
অপরূপ স্নিগ্ধ সূর্যের মেলে রাখা কবিতার ডানার রঙে রঙে
কবিতায় কবিতায় কবিতা আরও গভীর ঘুম এনে দেয়,
অফুরন্ত তৃষ্ণার কাঙ্ক্ষিত বাসর প্রতীক্ষায়;

নেশা-তুর মৌমাছিদের সুতীব্র হুলাহুলির ভীরে
স্বপ্ন-বাসর দিবা-স্বপ্ন হয়ে জ্বলে, জ্বালায়;
স্বপ্ন-দূরত্ব ও দূরত্বেই থেকে যায়!

১জন ১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ