বসতির জন্য জীবনভর সংগ্রাম, লড়াই করে আসছে মানুষ। বসবাসের জন্য একটি স্থান, হোক তা যেমন তেমন, তাতেই সন্তষ্ট মানুষ। কেবল মানুষ বললে ভুল হবে, সমস্ত প্রাণীকুলের ই বসতির হাহাকার এবং সংগ্রাম থাকে। বাবুই পাখির বাসা আর কাকের বাসার মধ্যে বিস্তর ব্যবধান। একটি শৈল্পিক, অন্যটি এলোমেলো কাঠখোট্টা। উভয়ের জন্যই তা গুরুত্বপূর্ণ এবং মায়ার। কাকের বাসার কাছে কেহ গেলে কাক চেষ্টা করে সর্বাত্মক ভাবে তা রক্ষা করার, ধারাল ঠোঁট দিয়ে ঠোকরাতেও পিছপা হয়না। আবার বাবুই পাখি তার এত সুন্দর বাসাটি রক্ষার কোন চেষ্টাই করতে পারেনা তার শারীরিক ক্ষুদ্রতার জন্য।
ভূবনের মাঝে নিজস্ব ভুবন এই বসতি। যা সম্পূর্ণ ই নিজস্ব, আড়াল, আচ্ছাদিত, অপ্রকাশ্য। বসতিই একটি স্বপ্ন।
বসতির মাঝেও স্বপ্ন থাকে। থাকে আকাঙ্খার বসতি, উচ্চাশার বসতি, স্বপ্নের বসতি।
স্বপ্ন ভেংগে যায় অনাকাঙ্খিত ভাবে। ঝড়ো বাতাসে উড়ে যায় কিছু স্বপ্ন খড় কুটোর মত। তারপরেও স্বপ্নবাজরা স্বপ্ন দেখে। স্বপ্নের সিড়ি বেয়ে উপরে উঠতে চায়। জোছনা নিতে চায় হাতের মুঠোয়, নিদেনপক্ষে জোছনার স্পর্শ।
নতুন স্বপ্ন বুননে স্বপ্নের বসতি স্থাপন করছি আবার। স্বপ্নের চাষাবাদে ক্লান্তিহীন আমি স্বপ্নচাষী।
আমার ছোট ছেলে প্রিয়র জন্য সবাই দোয়া করবেন।
১৯টি মন্তব্য
আবু খায়ের আনিছ
নতুন বাসায় তবে উঠেই পড়লেন। ভাতিজার জন্য দোয়া এবং শুভ কামনা।
বসতির কথা বললেন তো, আমি প্রায় সময় এটা নিয়ে একটা কথা বলি।
থাকার জন্য আমার একটা বাড়ি চাই
দাড়াঁনোর জন্য পায়ের নীচে এক খণ্ড জমিও চাই
লোককে দেওয়ার জন্য একটা ঠিকানা চাই
লোকে চিনার জন্য একটা পরিচয় চাই
এত চাওয়ার পূরণের জন্য অর্থও চাই
এই চাওয়ার যে শুরু তার যে কোন শেষ নাই
চাওয়া বিহীন বোধ করি কোন জীবন নাই।
জিসান শা ইকরাম
ভাল বলেছ আনিছ।
বসতিটা মুখ্য নয়, স্বপ্নটা মুখ্য।
বসতি একটা হলেই হয়, কিন্তু স্বপ্ন পুরন অত্যন্ত কঠিন।
শুভ কামনা।
মিষ্টি জিন
পঁচিশ বছর যাবত চড়ুই পাখির মত অন্যের দেশে ,অন্যের বাডিতে বসতি স্হাপন করার চেষ্টা করতে করতে আজ ক্লান্ত হয়ে পড়েছি ।
তাই বলে আপনি ক্লান্ত হবেনা , নতুন স্বপ্নবুননে সাজিয়ে তুলুন নতুন বসতি।
নতুন বসতির জন্য শুভকামনা ।
প্রিয়র জন্য প্রানঢালা দোয়া রইল। প্রিয় সোনা বাবামার স্বপ্ন পুরনে এগিয়ে চল।
পোষ্টের শব্দচয়ন অসাধারন।
অনেক ভাললাগা রেখে গেলাম পোষ্টে।
জিসান শা ইকরাম
অবিরাম স্বপ্ন বুনি আমি, নন স্টপ বলা যায়.।
ধন্যবাদ আপনাকে, শুভ কামনা।
আপনি বিদেশে অবস্থানের কথা গুলো লিখতে তো পারেন। প্রবাসে বাংলাদেশ দুতাবাসের প্রতি সাধারনের কৌতুহুল প্রচুর, লেখুন কিছু কিছু,
ছাইরাছ হেলাল
স্বপ্ন আছে বলেই আমরা আছি, স্বপ্ন দেখি বলেই নূতনের বসতি খুঁজি।
হয়ত স্বপ্ন ধরা দেবে বা দেবেনা, স্বপ্নবাজী চালু থাকে, থাকবেও।
সন্তানের সাফল্যই একমাত্র কাম্য পিতা-মাতার।
আল্লাহ তা পুরোবেন সেই কামনাই করি।
জিসান শা ইকরাম
স্বপ্নবাজী চালু থাকবে আমৃত্যু,
স্বপ্ন এগিয়ে নিয়ে যায় জীবনকে।
নীলাঞ্জনা নীলা
নতূন আবাসে স্বাগতম নানা। আমার প্রিয় মামা অনেক বড়ো হবে। মানুষের মতো মানুষ, আশীষ রইলো।
নতূন বসতি নিয়ে এতো সুন্দর করে লিখেছো। কি মায়া! আলতো স্বপ্ন যেনো।
ভালো থেকো।
জিসান শা ইকরাম
স্বপ্ন গাদাগাদি করে বাস করে আমার মাঝে 🙂 কিন্তু প্রকাশ করতে পারিনা।
তুই আমার হয়ে লিখে দিলে তো পারো। তা দাওনা কেন?
ভাল থাকিস।
নীলাঞ্জনা নীলা
নানা ছিপ ফেলো তারপর দেখোনা এক একটা করে স্বপ্ন উঠে আসবে কেমন করে। সাবধান জাল ফেলতে যেওনা, আটকে গিয়ে স্থির হয়ে যাবে।
এখন লেখা দাও।
ভালো আছি, ভালো থেকো
আমারে একখানা চিঠি লিখো। 😀
মোঃ মজিবর রহমান
এখন কেমন আছেন ভাইয়া। ভাতিজা ও পরিবারের সকলের মঙ্গল কামনা করি।
ছোট্ট একটি পস্ট অনেক কোথায় বলে গেলেন স্বপ্নএর মত করে।
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
চোখের সমস্যা অনেক কম এখন।
ধন্যবাদ মজিবর ভাই।
শুভকামনা,
ইঞ্জা
প্রিয় বাবার জন্য অনেক দোয়া আর নতুন বসতির জন্য শুভকামনা জানবেন ভাইজান
জিসান শা ইকরাম
ধন্যবাদ ভাই,
শুভ কামনা -{@
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
স্বপ্ন আছে বলেই মানুষ এত সংগ্রাম করে।
ঢাকাতে চলে এসেছেন স্থায়ীভাবে? বিজনেসের কাজে নাকি পারিবারিক কারণে।
আপনার ছেলের জন্য দোয়া রইলো।
জিসান শা ইকরাম
স্বপ্ন আছে বলেই মানুষ এত সংগ্রাম করে। – অত্যন্ত সুন্দর বলেছ মাহাবু,
প্রবাসে ভাল থেকো।
সুস্থ্য থাকলে ২০১৮ তে যাব একবার কানাডা, দেখা হবে আশাকরি।
ছোট ছেলের পড়াশুনার জন্য একটি বাসা নিলাম।
নিহারীকা জান্নাত
বাবা-মা’র স্বপ্ন সফল করুক প্রিয়। নামের মত সেও যেন সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারে এই কামনা রইলো।
প্রিয়র জন্য দোয়া ও শুভকামনা রইলো। -{@
নাসির সারওয়ার
স্বপ্ন, স্বপ্নের মাঝেও আবার স্বপ্ন থাকে, দেখিও মনে হয়। মাঝে মাঝে চিমটি কাটি, স্বপ্নের কোন স্তরে আছি। স্বপ্নবাজরা এভাবেই হয়তো স্বপ্নচাষ চালায়। চলুক তবে।
ছেলেও স্বপ্ন দেখুক বাবার চোখ দিয়ে। দোয়া রইলো।
বেশ মুন্সিয়ানা ভাবের অনেক ভালো একটা লেখা পড়লাম।
শুন্য শুন্যালয়
স্বপ্নের বসতি স্থাপনে কায়িক পরিশ্রম হয়না? এতো ক্লান্তিহীন ক্যাম্নে হোন? আমিতো এতো দৌঁড়ের উপরে আছি যে এখন স্বপ্ন দেখতেই ভয় পাচ্ছি। সে যাক আপনি যখন চাষবাস করছেন, ফলন ভালো হলে আমি ধার নিমুনে।
কিন্তু কথা হইলো ঘটনা কী? বাড়ি বদল করেছেন নাকি? বাড়ি বদলাইলে এমন সুন্দর করে লেখা দিতে হয়! জানিনা তো।
স্বপ্নের অবিরাম স্বপ্ন চলুক, প্রিয় বাবাও সেই পথ ধরে চলুক, শুভকামনা।
এতো ভালো লেখা পড়লে আমার লেখা আরো পালাবে।
মৌনতা রিতু
আমিও বাড়ি বদল করলাম।সরকার বর্তমানে স্কুলের শিক্ষকগনদের কোচিং বৌধ করার কল্যাণে আমার বাসাটা বাড়িয়ালা কোচিং সেন্টার করেছে। বাসা বদলের যে কি কষ্ট, যারা করে তারাই জানে।
আমার প্রিয় বাবার জন্য অনেক দোয়া। অনেক পরিশ্রম করতে হবে এ বছর। মাকে কঠিন থেকে কঠিন হতে হবে। আমি এক বছর পার করেছি। জানি। তবে প্লানিং করে আগাতে হবে। বাকিটা ভাগ্য।
অবশ্যই সফল হবে, ইনশাল্লাহ্।