— সবুজ মাঠ, যতদূর চোখ যায় শুধু সবুজ ঘাস আর ঘন নীল আকাশ। হেঁটে চলেছি সঙ্গী সাথী নিয়ে। হঠাৎ সব উধাও হলো। ধু ধু মরুভূমিতে একা হয়ে গেছি। ধবধবে সাদা এক ঘোড়া ছুটে আসছে আমার দিকে। খুব কাছে চলে এসেছে, হাওয়ায় উড়ছে রুপোলী কেশর। ভয় পাচ্ছি না। ধরার জন্যে হাত বাড়াতেই সাদা ঘোড়া হয়ে গেলো ভয়ংকর এক জীব। আগুনের মতো জ্বলজ্বল করে জ্বলছে চোখ জোড়া। ভয়ে পালিয়ে আসতে চাইছি, পা জমে গেছে মাটিতে। ঐটা আসছে আরো কাছে, একদম কাছে…..
শেষে পালিয়ে আসতে পেরেছিলাম, শ্বাস আটকে গিয়েছিল, দুঃস্বপ্ন এতো ভয়ংকর হয় !
— অঝোর বৃষ্টি হচ্ছে, আধো-অন্ধকারে বৃষ্টিতে ভিজতে ভিজতে টের পাচ্ছি বৃষ্টি হচ্ছে দুই চোখেও। দুই পানির রঙ দুই রকম হয়ে যাচ্ছে। চোখ থেকে গড়ানো পানির রঙ নীল, শরীর ভেজা বৃষ্টির রঙ দুধ-সাদা । সারা শরীরে কাঁপন ধরেছে। প্রবল কাঁপুনিতে জেগে উঠে দেখি ঝলমলে রোদে চারিদিক ভরে আছে। ঘুম ভেঙেছে, বৃষ্টির কোনো ছিটে-ফোটাও নেই তবুও কাঁপন কমছে না ।
— আজ আবার এসেছে। কতদিন ধরে আসে? হিসেব রাখা ছেড়ে দিয়েছি বহু আগেই। তার আনা-গোনার ধরন খুব অদ্ভুদ। যখন আসে জানান দেয় না। যাওয়ার সময় রেখে যায় নিরবিচ্ছিন্ন উদাসীনতা। গভীর ঘুমে নয়, জাগরণেতো নয়ই। আসে, হাত ধরা হয় না কখনো। তার গায়ের সুবাস আচ্ছন্ন করে রাখে। খুব কাছে, নিঃশ্বাস দূরত্বে এসে ফিসফিস করে বলে যায় দুর্বোধ্য কিছু। মুখ দেখিনি কোনোদিন। ছায়া-ছায়ামত একটা অবয়ব, যাকে আলোতে আঁকতে গিয়ে হোচট খেয়েছি বারবার।
কে তুমি ? কেন আসো স্বপ্ন-মানব হয়ে দুঃস্বপ্নের মতো !
* উদাসী মনের এলোমেলো স্বপ্ন, স্বপ্নের দুঃস্বপ্ন *
২৯টি মন্তব্য
প্রহেলিকা
কবি বা কবিতা সবই বেকার। কত সুন্দর করে লিখলেন। চাইলে বিশদমন্তব্যও করা যায়।
মাঝের প্যারাটা বেশি সুন্দর! চোখ থেকে গড়ানো পানির রঙ এর ভিন্নতা পাঠে ব্যঞ্জনা সৃষ্টি করে।
শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
প্রথম !! 😍
শুভ কামনা ও ভালোবাসা রইলো প্রহেলিকা ❤❤
মনির হোসেন মমি
উদাসী লেখার ভাবার্থ বুঝা বড় মুশকিল তবে প্রথম লেখাটার সাথীগুলো বড় স্বার্থপর নতুবা আপনাকে এ ভাবে একা রেখে চলে যেতে পারত না।সারাদিন আজে বাজে না ভাবাই ভাল।২নং লেখাটি চমৎকার জলের রং পছন্দ হইছে।৩নং লেখাটা ওখানেই থেমে গেলে ভাল হয়। লেখাটা চমৎকার লাগল এ এক অন্য রকম।
সাবিনা ইয়াসমিন
এগুলো আমার দুঃস্বপ্ন মমি ভাই। যেগুলো দেখা না-দেখা বা বাস্তব জীবনে ভাবনার বাইরে। ঘুমের ঘোরের স্বপ্ন, ইচ্ছা করে দেখা যায় না। না দেখেও পারা যায় না।
শুভ কামনা রইলো, ভালো থাকবেন। 🌹🌹
তৌহিদ
স্বপ্নগুলি মাঝেমধ্যে দুঃস্বপ্ন হয়ে আসে। আমারও হয়।
আচ্ছা পানির রঙ এরকমও হয়? হবে হয়তো! স্বপ্নে তাই হয় বুঝি!
বড় অদ্ভুত সব স্বপ্ন। সুন্দর লিখেছেন আপু।
ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
স্বপ্নতে পানির রঙ বদলায়, আরো কত কত উদ্ভট ব্যাপার হতে থাকে,,, সব মনেও থাকে না। কোথায় যেনো পড়েছিলাম, বেশিরভাগ মানুষ ঘুমন্ত অবস্থায় দেখা স্বপ্নের ৯০% ভুলে যায়। যেটকু মনে রাখে তার বর্ননার কারনে বড় বা অনেকক্ষন দেখেছে বলে মনে করেন ।
ভালো থাকুন, শুভকামনা। 🌹🌹
তৌহিদ
এটা ঠিক মানুষ বেশিরভাগ সময় স্বপ্ন ভুলে যায়। তবে মানুষ কিন্তু গভীর নিদ্রায় স্বপ্ন দেখেনা, দেখে অল্প নিদ্রায়।☺
শুভকামনা জানবেন।
বন্যা লিপি
কখনো কখনো ঘুম ভেঙে গেলে, জোড় চেষ্টা চালানো,, আবারো ঘুমাতে, এখনো তো বাকি ছিলো কিছু বলা বা শোনা,,ছায়া ছায়া মতো একটা অবয়ব, যাকে আলোতে আঁকতে গিয়ে হোঁচট খেয়েছি বার বার,,,
অসম্ভব ভালোলাগা ❤❤❤
সাবিনা ইয়াসমিন
কিছু বাকি থেকে যায় পার্থিব জীবনে অপ্রাপ্তির খাতায়।
ভালোবাসা নিও বন্যা ❤❤
আসিফ ইকবাল
ভীষণ সুন্দর! লেখার সাথে ছবিটা একেবারে লাগসই। আচ্ছা সাবিনা, এই স্বপ্নগুলো কি আপনি সত্যি সত্যি দেখেন?
সাবিনা ইয়াসমিন
সত্যি সত্যি দেখি / দেখেছি। এখন পড়তে ভালো লাগছে বলে মনে করবেন না এগুলো দেখতে ভালো লাগে। তিনটার একটা যেদিন দেখি পরের এক সপ্তাহ লেগে যায় সেই ঘোর থেকে বেড়িয়ে আসতে। 😞😞
নতুন লেখা কই আসিফ? ব্যস্ততা কবে কম হবে?
মায়াবতী
এই সব কল্পনার হাতছানী থেকে বেড়িয়ে আসার একটা দোয়া আছে আফা মনি…. আয়াতুল কুরসি
সাবিনা ইয়াসমিন
হু, আমি পড়ি ঘুমানোর আগে। গলায় আয়াতুল কুরসি খোঁদাই করা লকেট পড়া থাকে সব সময়।
তারপরও শান্তি নেই 😞😞
নীলাঞ্জনা নীলা
আমার একটা প্রেমিক ছিলো, যার নাম নীল স্বপ্ন। একদিন হঠাৎ করেই হারিয়ে যায়। আর আমিও তাকে খুঁজিনি। আস্তে আস্তে ভুলেই গেলাম, এখন ছাইরঙা হয়ে গেছে।
এতো দারুণ করে লিখেন কিভাবে বলুন তো! 🌹
সাবিনা ইয়াসমিন
নীলাঞ্জনা আপু, আপনার চোখ হলো ডি এস এল আর ক্যামেরার মতো। তাই যা দেখেন সব দারুন/ সুন্দর দেখায়। আপনার নীল নীল স্বপ্নের সামনে এগুলো কেবল দুঃস্বপ্ন।
ভালোবাসা সব রেখে দিন ❤❤❤❤
নীলাঞ্জনা নীলা
এই সেরেছে! কী যে বলি! পাইনা ভেবে।
ছাইরাছ হেলাল
স্বপ্নেরা স্বপ্নেই আসুক
স্বপ্ন হয়েই থাকুক,
দুঃস্বপ্নের মত তাড়া করুক
ঘুম নি-ঘুমে,
তবুও স্বপ্ন স্বপ্নেই ভাসুক।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন গুলো স্বপ্ন হয়ে থাকুক স্বপ্ন–মালায়
অ–ঘুমের ঘুমে, যতনের হেলায়,
দূর্গম পথে স্বপ্ন হেটে যাক আপন নীড়ে
স্বপ্ন–বালিকার চোখে না আসুক সে
দুঃস্বপ্ন হয়ে…
মাহমুদ আল মেহেদী
স্বপ্নকে রঙিন করার বা রঙিন করে ভাবানোর অসাধারন দক্ষতার পরিচয় পেলাম আপনার লেখায়। স্বপ্নকে নিয়ে স্বপ্ন দেখার সাধ জাগানিয়া।
সাবিনা ইয়াসমিন
মেহেদী ভাই আপনার স্বপ্নগুলো সব সু–স্বপ্ন হয়ে ধরা দিক। শুভকামনা অবিরত 🌹🌹
শুন্য শুন্যালয়
ঠিক আজ রাতেই এক ভীষন দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে কাঁপছিলাম। সকালে উঠেই আপনার লেখাটি পড়ে ভাবলাম, কিভাবে ঠিক মিলে গেলো।
ভাবতাম স্বপ্নের অনুভূতিগুলো এরকম তীব্র হয় কেন কে জানে, বাস্তবে তো এমন পাইনা, তবে আপনার লেখাটি এতো সুন্দর এক আবেগের মধ্য দিয়ে টেনেছেন যেন বাস্তবেও তা ফিল করা যাচ্ছে।
স্বপ্ন মানব রা স্বপ্নেই থাকুক, তাকে আঁকতে যাবার দরকার নেই, দুঃস্বপ্ন র মতো হয়ে থাকলেও। খুব ভালো লেখা।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন গুলোর অনুভূতি এতো তিব্র হয় কেন সেটা আমারো প্রশ্ন। ব্যাথা, কান্না, ভয়, সুখ সব বাস্তবের অনুভূতিকেও হার মানায়। ঘুম ভেঙে যায় কিন্তু ঘোর কাটিয়ে উঠতে সময় লাগে।
স্বপ্ন–মানবকে আসলে স্বপ্নেও রাখতে চাচ্ছি না। স্বপ্ন দেখার ভয়ে ঘুম–টুম ইতিমধ্যেই কমিয়ে দিয়েছি। স্বপ্ন দেখে জেগে থাকার চাইতে না ঘুমিয়ে তাকিয়ে থাকে ভালো। চোখের সামনে যেই থাকবে বাস্তবে থাকবে।
ভালোবাসা রইলো শূন্য ❤❤❤❤
মোঃ মজিবর রহমান
নিঃশ্বাস দূরত্বে এসে ফিসফিস করে বলে যায় দুর্বোধ্য কিছু। আসলেই দুরবোধ্য।
কিছুই বুঝিনা,
কায়াশার মত লাগে চোখে ধুয়াশা,
স্বপ্ন দেখি কিন্তু মাথার উপর দিয়া যায় দুরাশা।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন দুরাশাই বটে, জীবনের অর্ধেক স্বপ্ন যদি মানুষ পূরণ করতে পারতো তাহলে স্বপ্ন দেখতে ভয় পেতো না ভাইজান।
ভালো থাকুন, শুভকামনা অবিরত 🌹🌹
ইঞ্জা
মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে আমিও ভয় পাই আপু, চমৎকারলেখা দিয়েছেন।
সাবিনা ইয়াসমিন
দুঃস্বপ্ন দেখে ভয় করবে না এমন সা্হসী মানুষ কমই আছে ভাইজান।
ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা 🌹🌹
ইঞ্জা
শুভকামনা আপু
জিসান শা ইকরাম
আপনার দু-স্বপ্ন গুলো জানলাম,
কিছু কিছু দু-স্বপ্নের অনুভুতি এত তীব্র হয় যে বাস্তবের চেয়ে তা সত্যি মনে হয়।
অচেনা স্বপ্ন মানবকে স্পষ্ট দেখতে হলে চশমা চোখে ঘুমাবেন 🙂
আমারও একটি দু-স্বপ্ন ছিলো, কয়েকবছর এক টানা দেখেছি,
২০০০ সন হতে আর দেখিনা।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আপনার পরামর্শ মনে থাকবে। চশমা নেই, সানগ্লাসটা বালিশের পাশে রেখে ঘুমাচ্ছি আপাতত, দেখি এবার স্বপ্ন–মানবের হুলিয়া কতটুকু নজরে আসে 😜😜
আপনি চাইলে আপনার সাবেক দুঃস্বপ্নের কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা আবেগ নিয়ে পড়ার চেষ্টা করবো।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹