স্বপ্ন .. এই স্বপ্ন ওঠো.. কি ঘুম রে বাবা !!! নাম স্বপ্ন বলে এতো ঘুম আর স্বপ্ন নিয়ে থাকতে হয় বুঝি 🙁
ঘুম ভেঙে একটা সকাল মেসেজ না পাওয়া পর্যন্ত সব কেমন যেনো লাগে ..
এতো ভালোবাসা ভালো নয় মিথুন ..জানি জানি, জ্ঞান দিয়োনা..
অন্ধ মন আর বধির কান.. এসবই স্বপ্ন আর সময়ের অবদান .. স্বপ্ন কে নিয়ে এতো ডুবে আছি, সব যুক্তি অযৌক্তিক সময়ে বাধা পরে গেছে ..
স্বপ্নের সাথে আমার প্রথম আলাপন ———–
আমি: ধন্যবাদ.
স্বপ্ন : কেনো আমি আবার কি করলাম?
আমি: বন্ধু রিকুয়েস্ট গ্রহণ করেছেন বলে, হাত ফসকে রিজেক্ট এ গিয়ে পরতে পারতো.
স্বপ্ন : হা হা হা. ভালো বলেছেন.
সেদিন স্বপ্নের হাসি আমি শুনতে পাইনি, কিন্তু এখন ওর এক একটা সিম্বল আমি শুনতে পাই, দেখতে পাই. আর স্বপ্ন? সেকি দেখে, ভাবে এমন করে মিথুন কে ???
১৪টি মন্তব্য
লীলাবতী
আম স্বপ্নকে ভালোবাসি , তাই তোমার কাছেই ছুটে আসি ।
ভাল লেগেছে আবেগের প্রকাশ । (3
মিথুন
ধন্যবাদ লীলাবতী আপু…এটা আজ আমার প্রথম লেখা, তবে আপনাদের লেখা আমি পড়েছি ..অনেক ভালো লাগলো মন্তব্য করার জন্য.
সীমান্ত উন্মাদ
সপ্নইতো আমার কাছে বেঁচে থাকার একমাত্র অবলম্বন এখন। আবেগী লিখায় অনেক অনেক ভালোলাগা। শুভকামনা জানিবেন নিরন্তর।
মিথুন
হ্যাঁ স্বপ্নই বাচিয়ে রাখে ..আপনাকেও শুভ কামনা -{@
ব্লগার সজীব
মিথুন স্বপ্নকে নিয়ে এমন করে ভাবলে , স্বপ্নও নিশ্চয়ই এমন করেই ভাবে। পাথর হলে কি আপনার স্বপ্ন হতে পারতো ? ছোট আবেগ পূর্ণ লেখা ভালো লেগেছে খুব। -{@
মিথুন
ভালো লেগেছে শুনে ভালো লাগলো ভাইয়া ..অনুপ্রেরণা রাখবেন সবসময় …ভালো থাকুন
খসড়া
স্বপ্ন সেতো স্বপ্ন নয় সত্য মনে হয়।
মিথুন
স্বপ্ন র চেয়ে বড় সত্য আর কি আছে?
ছাইরাছ হেলাল
না , মিথুনকে এমন করে ভাবে না ,
স্বপ্ন অন্য কারো কথা ভাবে ।
ভাল হয়েছে লেখা ।
মিথুন
:p হয়তো. হয়তো নয়…:) ধন্যবাদ হেলাল ভাইয়া.
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
স্বপ্নকে নিয়ে ছোট লেখাটি ভালো লেগেছে খুব।
ভালোবাসা ভালো থাকুক সব সময় ।
শুভ কামনা রাশি রাশি ।
মিথুন
ধন্যবাদ জিসান ভাইয়া. শুভ কামনা আপনাকেও.
আদিব আদ্নান
স্বপ্ন স্বপ্ন সুন্দর লেখায় আপনি স্বাগত এখানে এই অঙ্গনে ।
মিথুন
ধন্যবাদ এবং শুভ কামনা আদিব ভাইয়াকে …