স্বপ্নময় অনুভূতি

রিমি রুম্মান ১৬ নভেম্বর ২০১৫, সোমবার, ০৯:০১:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

অখণ্ড অবসর আজ। কিছু লিখব বলে পার্কের এক কোনে রাস্তার ধারে বেঞ্চিতে বসি নিরিবিলি। অনেকটা সময় পরপর পাশ দিয়ে ছুটে চলা গাড়ির শব্দ। সকালের নরম আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। অস্পষ্ট এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে থাকলাম ক্ষণিক।

 

পাশেই একঝাঁক কবুতর টুক্‌টুক করে খাবার খাচ্ছে। একটু দূরের বেঞ্চিতে বসে খাবার ছিটিয়ে দিচ্ছিলেন বয়সের ভারে নুইয়ে থাকা শরীরের মানুষটি। অপ্রত্যাশিত আকস্মিকভাবে বললেন, “ওখানে, তোমার পাশে বসতে পারি ?” আমি দৃষ্টি ফেরাই সেদিকে। ফ্যাকাসে মুখ তাঁর। হ্যাঁ সূচক মাথা নাড়ি। কাছে এসে বসতে বসতে বললেন, “স্বপ্নময় অনুভুতি”। হাতে থাকা কলম, নোটবুক বন্ধ করতে করতে নির্বোধের মত জিজ্ঞেস করি, “কেন?” জানালেন__ গত দু’বছর ক্যান্সারের সাথে, কষ্টকর জটিল চিকিৎসা’র সাথে লড়াই করে বেঁচে আছেন। একটু থেমে আবারো বলে চললেন, ” ভোর দেখলে ভীষণ আনন্দ হয়… এক একটি ভোরে জেগে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই স্বপ্নময় অনুভূতি নিয়ে আরো একটি দিন বেঁচে থাকার আনন্দে।” চোখে তাঁর অদ্ভুত এক উজ্জ্বলতা।

কবুতরগুলোকে হাতে থাকা অবশিষ্ট খাবার ছিটিয়ে তিনি উঠলেন। হেঁটে গেলেন ধীর পায়ে… দূরে… আরও দূরে… চেরী স্ট্রীট ধরে…আমি উদাসীন ভাবে সে পথে চেয়ে রই। কিছুই লেখা হল না আজ আর। শুধু লিখলাম___ ” কিছু মানুষ কখনো কখনো একই সাথে দূরের আবার কাছের”…

 

সুস্থভাবে বেঁচে থাকার চেয়ে সুন্দর কিছু নেই, তাই না ?
সৃষ্টিকর্তাকে অনিঃশেষ ধন্যবাদ।

৬৬১জন ৬৬১জন

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ