অখণ্ড অবসর আজ। কিছু লিখব বলে পার্কের এক কোনে রাস্তার ধারে বেঞ্চিতে বসি নিরিবিলি। অনেকটা সময় পরপর পাশ দিয়ে ছুটে চলা গাড়ির শব্দ। সকালের নরম আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। অস্পষ্ট এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে থাকলাম ক্ষণিক।
পাশেই একঝাঁক কবুতর টুক্টুক করে খাবার খাচ্ছে। একটু দূরের বেঞ্চিতে বসে খাবার ছিটিয়ে দিচ্ছিলেন বয়সের ভারে নুইয়ে থাকা শরীরের মানুষটি। অপ্রত্যাশিত আকস্মিকভাবে বললেন, “ওখানে, তোমার পাশে বসতে পারি ?” আমি দৃষ্টি ফেরাই সেদিকে। ফ্যাকাসে মুখ তাঁর। হ্যাঁ সূচক মাথা নাড়ি। কাছে এসে বসতে বসতে বললেন, “স্বপ্নময় অনুভুতি”। হাতে থাকা কলম, নোটবুক বন্ধ করতে করতে নির্বোধের মত জিজ্ঞেস করি, “কেন?” জানালেন__ গত দু’বছর ক্যান্সারের সাথে, কষ্টকর জটিল চিকিৎসা’র সাথে লড়াই করে বেঁচে আছেন। একটু থেমে আবারো বলে চললেন, ” ভোর দেখলে ভীষণ আনন্দ হয়… এক একটি ভোরে জেগে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই স্বপ্নময় অনুভূতি নিয়ে আরো একটি দিন বেঁচে থাকার আনন্দে।” চোখে তাঁর অদ্ভুত এক উজ্জ্বলতা।
কবুতরগুলোকে হাতে থাকা অবশিষ্ট খাবার ছিটিয়ে তিনি উঠলেন। হেঁটে গেলেন ধীর পায়ে… দূরে… আরও দূরে… চেরী স্ট্রীট ধরে…আমি উদাসীন ভাবে সে পথে চেয়ে রই। কিছুই লেখা হল না আজ আর। শুধু লিখলাম___ ” কিছু মানুষ কখনো কখনো একই সাথে দূরের আবার কাছের”…
সুস্থভাবে বেঁচে থাকার চেয়ে সুন্দর কিছু নেই, তাই না ?
সৃষ্টিকর্তাকে অনিঃশেষ ধন্যবাদ।
২৫টি মন্তব্য
মারজানা ফেরদৌস রুবা
আমার একটু সঙ্গ যদি মানুষকে আনন্দ দিতে পারে তো মন্দ কি? মানুষকে নির্মল আনন্দ দান আমার কাছে স্বর্গসুখ।
শুভেচ্ছা রইলো। -{@
রিমি রুম্মান
ঠিক বলেছেন, আপু।
ভাল থাকুন সকলকে নিয়ে।
শুভকামনা -{@
ছাইরাছ হেলাল
সুস্থতা অমূল্য, যদিও আমরা খেয়ালে আনি না।
দূর আর কাছের সমন্বয় সত্যি কঠিন।
রিমি রুম্মান
অসুস্থ হলে পরে বুঝা যায় সুস্থতা কি। সুস্থ থাকার চেয়ে সুন্দর কিছু নেই।
জিসান শা ইকরাম
” ভোর দেখলে ভীষণ আনন্দ হয়… এক একটি ভোরে জেগে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই স্বপ্নময় অনুভূতি নিয়ে আরো একটি দিন বেঁচে থাকার আনন্দে।” ……… কথাটি আমারো মনের কথা।
প্রতিটি ভোরই নতুন আশা নিয়ে আসে
নতুন আলোয়।
শুভ কামনা আপনার জন্য।
রিমি রুম্মান
সুস্থভাবে বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় পাওয়া, বড় আনন্দ। সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা।
আবু খায়ের আনিছ
যে মানুষটি নিজে উচ্চ কন্ঠে বলতে পারে আমি সুস্থ ভাবে বেচেঁ আছি সে সত্যিই বেচেঁ আছে।
আপু আপনার আর আমার অভ্যাস ত প্রায় মিলে গেল। আমি যেখানেই যায় সাথে থাকে পকেট ডায়রি আর কলম। লেখার মত কিছু হলেই লিখে রাখি।
রিমি রুম্মান
যারা লেখালেখি’র সাথে জড়িয়ে আছে, তাঁরা সম্ভবত কোন অপরাধের সাথে জড়ায় না__ আমার বিশ্বাস। কেননা, তাঁরা যেখানেই যাক না কেন, মনে মনে সুন্দর কিছু খুঁজে, ভাবে, অতঃপর তা টুকে রাখে ডায়েরিতে কিংবা নোটে।
শুভকামনা রইলো। -{@
আবু খায়ের আনিছ
লেখক অপরাধের সাথে জড়ায় কিনা জানিনা। তবে এটা ঠিক, সাহিত্যিক যেখানেই যাক,যাই করুক সব কিছুইতে সুন্দর খুজে।
শুভেচ্ছা রইল আপু।
দুষ্টামী তাদের সাথেই করা যায় যাদের ভালোবাসা যায়।
লেখকের বিরুদ্ধে সব সময় অভিযোগ থাকে তারা মানুষের আবেগ নিয়ে খেলা করে। এটা কি অপরাধ???
নীতেশ বড়ুয়া
-{@
রিমি রুম্মান
ফুলেল শুভেচ্ছা -{@
রাত্রি রায়
সুস্থভাবে বেঁচে থাকার চেয়ে সুন্দর আর কিছু নেই। খুব সত্যি।
রিমি রুম্মান
এই সত্যি আমরা সঠিক সময়ে উপলব্ধি করি না। আমরা সুখ খুঁজি অনেক, অঢেল পাওয়ার মাঝে। অথচ সুস্থভাবে বেঁচে থাকার চেয়ে মূল্যবান সম্পদ কি-ই হয়ে পারে আর ?
শুভকামনা নিরন্তর। -{@
নীলাঞ্জনা নীলা
রিমি আপু নার্সিং-এ যখন আসি, তখন থেকে বুঝতে পারলাম সুস্থতাই সত্যিকারের আনন্দ। আমার এক ডাক্তার বন্ধু একদিন বললো, “বাবুই পাখী মন যখন খারাপ হবে, অসুস্থ ওই মানুষদের কথা ভেবো। তার থেকে তুমি কি ঢের ভালো নেই?” ভাবলাম, সত্যিই তো!
আপু তোমার লেখা জীবনকে ভাবতে শেখায়। ভালোবাসা অফুরান। -{@ (3
রিমি রুম্মান
একবার আমি অসুস্থ হলাম। বেশ কিছুদিন বাইরের মুক্ত আলো বাতাসে হাঁটিনি। আমার দম বন্ধ হয়ে আসছিলো। সবকিছু বিষাদময় মনে হচ্ছিলো। ধন সম্পদ সব কিছু অর্থহীন মনে হচ্ছিলো। একদিন সুস্থ হলাম। বাইরের আলো বাতাসে এলাম। বুক ভরে শ্বাস নিলাম। সুস্থ থাকাটাই সবচাইতে বড় এবং মূল্যবান সম্পদ__ সেইদিন উপলব্ধি করলাম। সৃষ্টিকর্তা মহান।
ভাল থাকুন, সুস্থ থাকুন। -{@
মরুভূমির জলদস্যু
আসলেই বেঁচে থাকার চেয়ে সুন্দর আর কিছু নেই। -{@
রিমি রুম্মান
সুস্থভাবে বেঁচে থাকার চেয়ে সুন্দর কিছু নেই।
ভাল থাকুন, সুস্থ থাকুন। -{@
অরুনি মায়া
সবাই বেঁচে থাকতে পারেনা | আবার অনেকেই মৃত্যুর মাঝ হতেও জীবন ছিনিয়ে নিতে পারে!
রিমি রুম্মান
ঠিক বলেছ আপু।
ভাল থেকো। সুস্থ থেকো। -{@
দীপংকর চন্দ
//”কিছু মানুষ কখনো কখনো একই সাথে দূরের আবার কাছের…”//
অসম্ভব সুন্দর কথা তো!!!
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
রিমি রুম্মান
শুভকামনা আপনাকেও।
ভাল থাকুন, নিরাপদ থাকুন। -{@
শুন্য শুন্যালয়
এক একটা টুকরো কথা, ঘটনার মধ্যেও কত অনুভূতির ব্যাপ্তি থাকে!!
সুস্থতার চেয়ে সুন্দর কিছু সত্যিই নেই আপু।
কতো তুচ্ছ ব্যাপারে আফসোস করি আমরা, ভাবলেও খারাপ লাগে।
সত্যিই এ এক স্বপ্নময় অনুভূতি।
রিমি রুম্মান
সুস্থভাবে বেঁচে থাকা, এক একটি ভোর দেখা___ সত্যিই এক স্বপ্নময় অনুভূতি ।
ভাল থাকুন, সুস্থ থাকুন। -{@
অরুণিমা
” কিছু মানুষ কখনো কখনো একই সাথে দূরের আবার কাছের” জীবন থেকে নেয়া ঘটনা গুলো থেকে এমন উপলব্দিই শ্রেষ্ঠ উপলব্দি।
ব্লগার সজীব
সুস্থভাবে বেঁচে থাকার চেয়ে সুন্দর কিছু নেই।
সৃষ্টিকর্তাকে অনিঃশেষ ধন্যবাদ।
(y)