স্বপ্নবাইকঃ-

মিথুন ১৭ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০৮:৩৯:৪২পূর্বাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

আমি যাচ্ছি ড্রাইভারের পেছন পেছন, একজন পাকা বাইক ড্রাইভার…

কে? কে আবার সে ছাড়া… 🙂

 

স্বপ্নঃ ম্যাডাম শক্ত করে ধরুন।। আমি এখন বাতাসের সাথে পাল্লা দেব।।মিথুন ম্যাডাম থাকলে আমি আর আমার বাইক ভরশুন্য হয়ে হাওয়ায় ভাসতে থাকি।।

আমিঃ তা বেশ তো, বাইক নিয়ে চলুন সোজা খাদে গিয়ে পড়ি।।

স্বপ্নঃ এইটা কি বললে? তুমি জানো আমি কত ভালো বাইক চালাই ।।

আমিঃ জানিনা তবে খাদে পড়ে জানার ইচ্ছে নেই, আস্তে চালাও।।

 

হাতদুটো নিশপিশ করছে, পেছন থেকে একটু জড়িয়ে ধরে রাখার জন্য ।। কিন্তু একটু লজ্জা লাগছে ।।

 

স্বপ্নঃ তোমার চুলগুলো আরেকটু লম্বা হলে ভালো ছিল ।। বাতাসে তোমার চুলগুলো উড়ে এসে আমার মুখেচোখে  এসে লাগতো।।

আমিঃ আহা মরে গেলাম !!! চুলগুলো কামিয়ে ফেলবো ভাবছি ।।

স্বপ্নঃ ফেলো ফেলো।। দেখোনা কত টেকো মাথার মেয়ে বিশ্ব সুন্দরী প্রতিযগিতায় যায়।। হা হা হা।।

 

এমন রাগ লাগছে ।। এর সাথে কথা বলে কে ? মাঝে মাঝে আড়চোখে দেখছে সে আমাকে।। স্বপ্ন কি বুঝতে পারছে আমার ভেতরে কেমন একটা চাওয়া ধুকধুক করছে ?

 

স্বপ্নঃ কেউ চাইলে আমাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে রাখতে পারে, সামনের রাস্তাটা বেশি ভালো নয় ।। পরিয়া গেলে বাইকচালক দায়ী থাকিবে না ।।

আমিঃ বাইকচালকের মতলব আমি বুঝি।। (অনেক খুশী আমি )

স্বপ্নঃ মতলব বুঝিলে দেরী কেনো কন্যা? লতার মতো জড়িয়ে রাখেন ।। আপনার ছোয়ায় আমি এখন ফরমুলা ওয়ান এর চ্যাম্পিয়ান হতে যাচ্ছি।।

 

অনেক এলেবেলে স্বপ্ন দেখি আজকাল।। মিছেমিছি স্বপ্নের আনন্দ কস্টে, কস্টের পাল্লা একটু ভারীই থেকে যায়।।

তবু আমার স্বপ্ন বাইক চলতে থাকে, চলতেই থাকে।।

 

 

৬৬৩জন ৬৬৩জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ