জীবন মানে স্বপ্ন,স্বপ্ন মানে আশা,কিছু দেয়া,কিছু মানবতা।এক দল তরুণ কেউ বেকার কেউ ছাত্র কেউবা ছোটখাটো কর্মজীবি।তাদের মধ্যে আমাদের সবার প্রিয় নীল কণ্ঠ জয় এর প্রধান সমন্বায়ক আর স্বপ্নপুর স্কুলটির আইডিয়াটা দিয়েছিলেন আইরিন সুলতানা একজন মুক্তমতের কবি ও লেখক।গত ১০ই এপ্রিলে শুরু হয়ে গেল স্বপ্নপুর স্কুলের প্রথম ক্লাশ।তরুনদের এমন মহৎ উদ্দ্যেগের সাথে সব সময় অবিভাবকের ন্যায় যিনি তার মূল্যবান সময় ব্যায় করেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবিওসাহিত্যিক কবি নুরুন্নাহার শিরীন।
তরুনরা যেই ফেইস বুক পেইজটির মাধ্যমে একটু করে সাফল্যের চূড়ায় উঠছেন তা হলো:RUINS OF POVERTY
এই পেইজের বদলতে এবং তরুনদের স্ব-উদ্দ্যেগে সমাজে যে মানবতার ছোয়াঁ লেগেছে তার কিছু বর্ননা না করলেই নয়। -{@ -{@ -{@
-{@ পথশিশুদের নিয়ে গ্রীষ্ম কালীন ফল উৎসব ও ইফতার পার্টী -২০১৪
-{@ LOVE FOR ALL (ছিন্নমূল শিশুদের সাথে ভালোবাসা ময় ভালো বাসা দিবস)-২০১৪
-{@ অগ্নিদগ্ধ মুনিয়ার সকল চিকিৎসা খরচ বহন -২০১৪
-{@ ক্যান্সার আক্রান্ত নাজমূল হাসানের কেমো খরচ বহন- ২০১৪ …
-{@ ছিন্নমূল শিশুদের খাদ্য ও শীতবস্ত্র বিতরণ- ২০১৩-১৪
-{@ শীতবস্ত্র বিতরণ- চর খিদিরপুর- ২০১২-১৩
-{@ খোদেজা বিবির পঙ্গু সন্তানকে আর্থিক সহায়তা -২০১২
-{@ নির্যাতিতা বিথি রানীকে সহায়তা- ২০১১
-{@ শীতবস্ত্র বিতরণ- মনতলা – ২০১১-১২
-{@ পথশিশুদের সাথে আনন্দময় একটি বিকেল -২০১১
-{@ রানা প্লাজায় রক্ত, আর্থিক সহায়তা এবং ভলান্টিয়ার হিসেবে দ্বায়ত্ব পালন-২০১৩
-{@ রক্তদান কর্মসূচী- সিহাব, ছন্দা, অনামিকা সহ অনেকের পাশে দাঁড়ানো
-{@ হতদরিদ্র সাইফুল ইসলামের পড়ার খরচ বহন [২০১২ সাল থেকে]।
-{@ পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ-২০১৪
এই হলো আংশিক ভাবে বর্ণিত গ্রুপটির অর্জন।গ্রুপটির সব চেয়ে বড় অর্জন হতে যাচ্ছে ছিন্নমুল শিশুদের শিক্ষাদান কর্মসূচী যা গত ২৬শে মার্চ ২০১৫তে “স্বপ্নপুর”স্কুল নামে শুভ উদ্ভোধন হয়েছে যেখানে অতিথী ছিলেন কবি নূরুন্নাহার শিরীন,বকুল আশ্রাব,আইরিন সুলতানা,মিঠুন মিঠু,জয়,বন্ধু ব্লগের এডমিন রুদ্র আমিন,ঘূড়ি ব্লগ এবং চিরচেনা লেখক,কবি সাহিত্যিক নীল সাধু,তানিম হক,মজিবর রহমান,মুক্তা ঘোষ,ফাতেমা আক্তার টুনি,লিয়াকত বকতিয়ার,যুবায়ের,লুৎফর মির্জা এবং আরো অনেকে।
-{@ যে ভাবে স্বপ্নপুর স্কুলের সদস্য হবেন।
পৃথিবীর কোন কিছুই কেউ কারোর জন্য থেমে থাকে না চলে তার আপন গতিতে এই চলার সাথে যোগ হয় কিছু কথা কিছু উদারতা আর কারো না কারো সহযোগিতা।কেউ জন্মায় সোনার চামচ মুখে নিয়ে কেউ বা দৈন্যতায় আর এই সব কিছুর সংযোগ বিয়োগই হলো জীবনের অধ্যায়।ভাল মন্দ মিলিয়েই মানুষ তবুও মানুষকে মানুষ হিসাবে যারা দেখেন তার কর্মে ধ্যানে তাদেরকে আমরা মহা মানব অথবা মহৎ বলি।দুনিয়া সৃষ্টির শুরুতেই বিভিন্ন প্রয়োজনে একে অন্যের নির্ভরতা দেখা দেয় যে কোন কাজ একা করা যতটা কঠিন দশে মিলে করা ততটাই সহজ ।এমন অনেক ব্যাক্তি আছেন যারা বিত্তবান এবং মানবতার কল্যানে সময় জ্ঞান অর্থ ব্যায় করেন।কিন্তু এই ডিজিটাল যুগে ডিজিটালের মারপ্যাচে অনেক ধান্দাবাজের কারনে ঐ সব মহৎ বিত্তবানদের অর্থ শ্রম কোন মানবতার কল্যানে ব্যাবহার করবেন তা ভাবিয়ে তোলে তার সরল মন।এমতোবস্থায় মানব কল্যানে সহযোগিতার হাত প্রসারে বাধা গ্রস্থ হয়।
আমাদের এই উদ্দ্যেগ সম্পূর্ণ মানবতার কল্যানে এখানে কারো স্বার্থের বিন্দুমাত্রও প্রভাব নেই সবই ছিন্নমুল প্রান্তিক শিশুদের মানষিক ভাবে শিক্ষার হাতেখড়ি নিয়ে জীবনকে মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্টিত করার স্বপ্ন দেখায় এবং বাস্তবায়িত করেন।আপনাকেও স্বাগতম এই মহতি উদ্দ্যেগে সঙ্গ দেবার।মনে রাখবেন আপনার সামান্য সহযোগিতা একটি ছিন্নমুল শিশুড় সুন্দর ভবিষৎ গড়তে পারে।
“পৃথিবীর সব খেলাই এক দিন সাঙ্গ হবে,সাঙ্গ হবে আপনার প্রিয় প্রিয়তমা,আদরের ছেলে মেয়ে যাদের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছিলেন হাড় ভাঙ্গা পরিশ্রমে,সাঙ্গ হবে আপনার বৈধ অবৈধ পথে আয় করা অর্থ সস্পদ প্রতিষ্টান যখন মরন এসে বলবে “হয়েছে অনেক এবার চলো তোমার আপন দেশে”।পরিবার পরিজন এক দিন, দুই দিন, তিন দিনের মাথায় তাদের কাছে আপনি হবেন এক অচেনা অতিথী সম্পদ বন্টনের ভাল মন্দ দিকের ইতিহাস।শুধু যত দিন এই পৃথিবী ধ্বংস না হবে তত দিন নিঃস্বার্থ দান মনে রাখবে আপনাকে,গর্ব করে বলবে আপনার মহতি আত্তার সুনাম এবং পরকালে আপনি হবেন স্রষ্টার পিয়ারে বান্দা।”এটাই মানবতা যেখানে আত্তার শান্তির বসবাস।
বিডি নিউজে স্বপ্নপুরধন্যবাদ সোনেলা ব্লগের সবাইকে
ভালো থাকুন,সুস্হ থাকুন,মানবতার কল্যানে নিজেকে চিনুন।
স্বপ্নপুরSWAPNAPOOR,
524,Kawlar,Dhaka-1229
Ashiyan City Road
Dhaka1230,Bangladesh
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্বপ্নপুরের সাফল্য কামনা করি আন্তরিকভাবে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ জিসান ভাই,প্রান্তিক ছিন্নমুল শিশুদের জন্য বেকার তরুনের এ উদ্দ্যেগ সত্যিই প্রশংসনীয়।
লীলাবতী
স্বপ্নপুরের স্বপ্ন বাস্তবায়িত হোক।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হ্যা আপু তাই যেন হয়।
শুন্য শুন্যালয়
স্বপ্নপূর এগিয়ে যাক তার স্বপ্ন নিয়ে। শুভ কামনা সবসময়ের জন্য।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সকলের সহযোগিতায় স্বপ্নপুর এগিয়ে যাবে এটা নিশ্চিত।ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
দারুণ উদ্যোগ,
সাফল্য প্রত্যাশা করি।
নীলাঞ্জনা নীলা
সুন্দর প্রচেষ্টা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ধন্যবাদ।
হিলিয়াম এইচ ই
দারুণ
স্বপ্ন নীলা
এগিয়ে যাক স্বপ্নপুর —- দারুন দারুন এবং দারুন
শুভকামনা রইল
কৃন্তনিকা
জেনে ভালো লাগল। (y)
পথশিশুরা নতুন করে স্বপ্ন দেখতে পারবে স্বপ্নপুরের জন্য…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু পথ শিশুদের প্রতি এক প্রকার দায় বদ্ধ আমরা।সাহস দেয়ার জন্য ধন্যবাদ।
খেয়ালী মেয়ে
স্বপ্নপুর স্বপ্নের যে বীজ বপন করেছে তা যেন সুস্থ সবলভাবে বেড়ে উঠে, ফুলেফলে ভরে উঠে-স্বপ্নপুরের জন্য এই শুভকামনা রইলো..তাদের উদ্দেশ্য সফল হোক…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যাবাদ আপু আপনাদের সাহসেই স্বপ্নপুর এগিয়ে যাবে।
ইমন
হৃদয় ছুয়ে গেলো উদ্যোগটা দেখে। স্বপ্নপুরের সবার জন্য শুভ কামনা। 🙂
মোঃ মজিবর রহমান
সঙ্গে আছি সঙ্গে থাকব।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ মজিবর ভাই -{@