এ জন্মটা তোমাকেই উৎসর্গ করেছি, করেছি জন্মাধিক সত্যি প্রিয়
ভালোলাগা ভালোবাসায় । হৃদয়ের কাছে শাদা নীলমনি ফুল,
অনুভবে ফুটেছো তুমি সমস্ত আবেগ মিশিয়ে । আগামী কোনো
জন্মে মনুষ্যজন্ম পেলে তোমার অভাবিত সুন্দরকে প্রদক্ষিন করার
বরই চেয়ে নেবো আমি ; মঞ্জুরিত বসন্তদিন বরাদ্দ নাও হয় যদি ।
কী চাইবে তুমি ? মৃণালের শীর্ষে পদ্ম নাকি শতবর্ষী গোলাপ কোনো ?
হেঁটে হেঁটে আমি পৃথিবীর শেষ অব্দিই যাব, যদি চাও ;
উজ্জ্বল আর ঝলমলে মুঠো মুঠো মুক্তোয় ভরিয়ে দেবো চলার পথ
তোমার । এ জন্মের ভালোবাসাময় হাজার রাত কিংবা শীতরাত্রির
জানালায় শার্সিটা হব । মুহূর্তেই সবচে অন্ধকার রূপান্তরিত হলে গুচ্ছ
গুচ্ছ পুষ্পিত স্বর্গে, শতাব্দীর পর শতাব্দী হৃদয়জুড়ে নড়বোনা একতিলও !
জানিতো ঊনিশ বসন্তের উঠোনে তুমি লজ্জাবতী লতা এক, অপরাজিতা
নীল, টুকটুকে লাল ফুল । দিগন্তের রাঙা মেঘ, সূর্যের জ্যোতির্ময়তা ।
একবার তোমাকে জড়িয়ে ধরে, একবার তোমার ঠোঁটে রক্তিম চুম্বন
এঁকে অজস্রজন্মও তোমার অপেক্ষায় কাটিয়ে দিতে পারি,
তোমার উদ্দেশ্য গোলাপের পাপড়ি হয়ে ছড়িয়ে পড়তে পারি চলার পথে ।
এক জন্মের পুণ্যে এ জন্মে তোমাকে না পেলে, তোমার সুন্দর প্রদক্ষিণের
সুযোগ না পেলেও, জেনো, দিন, সপ্তাহ, মাস, বছর, শতাব্দী পুরোটা এক
মর্মান্তিক দীর্ঘশ্বাস বুকে জড়িয়ে, সম্পূর্ণ জন্মটা, তোমার ফিরে আসা পথের
উদ্দেশ্যে চেয়ে থেকে থেকে টলমল অশ্রুবিন্দুর মত ঝরে যাব একদিন, ঝরে যাব
আগামীর কোনো এক মনুষ্যজন্মে তোমার সুন্দরকে প্রদক্ষিণ করার অভিপ্রায়ে !
২১টি মন্তব্য
আফ্রি আয়েশা
চমৎকার । মুগ্ধ করলেন 🙂
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ আয়েশা । পড়ে অভিমত জানানোয় ভালো লাগলো । ভালো থাকুন ।
জিসান শা ইকরাম
কবির শব্দ ভান্ডার , শব্দের বিন্যাশ দেখে অবাক হচ্ছি নিয়ত ।
মর্তুজা হাসান সৈকত
এটি মূলত একটি বহুমাত্রিক কবিতা ভাইয়া আর এত ভালোবাসা পেলে যে কেউই ভালো লিখবে ।
ফাহিমা কানিজ লাভা
ভাল লেগেছে।
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ লাভা । ভালো থাকুন ।
মিসু
স্বপ্ননদী শব্দটি প্রথম জানলাম । অসাধারন লিখেছেন ভাইয়া ।
মর্তুজা হাসান সৈকত
স্বপ্ননদী শুধুই একটি শব্দ নয় কিন্তু একটি, এটি আমার লেখা সবচে সুন্দর কবিতাও বটে ।
খসড়া
(y)
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ ভাই ।
কৃন্তনিকা
অসম্ভব সুন্দর (y) (y) (y)
পড়ার পর মনে হলো-প্রেম তো কবিতার স্বপ্ননদী থেকে উপচে পড়ছে… অলরেডি আমার কিবোর্ড ভিজে গেছে, বাকিদের কি অবস্থা- কে জানে? :p :p :p
মর্তুজা হাসান সৈকত
হুম কৃন্তনিকা স্বপ্ননদী থেকে প্রেম উপচে পড়ে তবে কিবোর্ডতো ভিজছে না ।
ছাইরাছ হেলাল
কবি দেখছি আকুল প্রেমের প্রেমে নিমজ্জিত । অবস্থা বেশি ভাল মনে হচ্ছে না ।
ভাল , ভালোতো , চলুক ।
মর্তুজা হাসান সৈকত
ভালো মন্দ বুঝেনে ভাই, প্রেম বুঝি, প্রেমময় কবিতা বুঝি । ধন্যবাদ অভিমতের জন্য ।
ব্লগার সজীব
প্রেমিক কবি হিসেব পরিচিত হয়ে উঠবেন , এভাবে লিখলে 🙂 -{@ (y)
মর্তুজা হাসান সৈকত
হুম, প্রেমিক হিসেব কিন্তু অলরেডি পরিচিত হয়েই আছি । 😀 😀 😀
নীলাঞ্জনা নীলা
স্বপ্ন নদীকে উৎসর্গ অত্যন্ত সুন্দর হয়েছে -{@ (y)
মর্তুজা হাসান সৈকত
পড়ে কৃতজ্ঞতা জানানোয় কৃতজ্ঞতা রইল আপি । ভালো থাকুন ।
আদিব আদ্নান
এভাবে জীবন উৎসর্গ করা ঠিক না ।
জীবন জীবনের থেকেও মূল্যবান ।
অবশ্যই সুন্দর লেখা ।
মর্তুজা হাসান সৈকত
বুঝতে পারছিনা উত্তরটা দেবো কী ! তবে এ জীবন এমন গেলেও বা ক্ষতি কী ভাই ?
বেলাল হোসাইন রনি
এ জন্মটা তোমাকেই উৎসর্গ করেছি, করেছি জন্মাধিক সত্যি প্রিয়
ভালোলাগা ভালোবাসায় । হৃদয়ের কাছে শাদা নীলমনি ফুল,
কবি ভাইয়া আপনার এই লাইন দুটি পড়ে, আমার মনে পড়ে গেল শাজাহানের তাজমহলের কথা, ভালবাসার জন্য তিনি উৎসর্গ করেছিলেন স্মৃতির তাজমহল।
অসাধান এক লেখুনি।