“স্পর্শ”

হাবিব শুভ ২ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ০৫:০৬:১০অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

একবার সে আমায় ছুঁয়ে দিয়েছিল তাই লুকিয়ে থাকি,
যদি সে এসে বলে ভুল করে ফেলেছি-
তোমায় না আমি তা অন্যকাউকে ভেবেছি,
ভুলে যাও, ধুয়ে নাও স্পর্শ,
এ শুধুই এক বিড়ম্বনার অংশ।
তখন, কি করবো আমি??
কি বলবো তাকে,
সেজন্যই লুকিয়ে থাকি, হলুদ পাখির ঝাঁকে।
সে আমায় খুঁজে বের করলো,
হলুদ পাখিরা উড়ে চলে গেলো,
এক পায়ে নূপুর পরে নগ্ন পায়ের পাতায় আলতো করে কাছে এসে,
দুচোখের পাতা বন্ধ করে আরেকবার আমার ঠোঁট স্পর্শ করে-
সহজ বাক্যে বললো, এতদিন কোথায় ছিলে,
আমি বললাম, তোমার খুঁজে নেওয়ার অপেক্ষায় ছিলাম।
তারপর আমি প্রথবারের মতো ওর ঠোঁট স্পর্শ করলাম,
ও চোখ বুজে নিলো।

৮৪০জন ৮৪০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ