নাম দিয়েছি ভালোবাসা যে সম্পর্কের তা যে আমাকেও অতটা কাঁদাবে ভুলেও তা
ভাবিনি আমি, কসম ! ছিলোনা কিংবা আসেনি তা দূরতম ভাবনাতেও কখনো !
যে আমাকে হারানো তুমি অসম্ভব ভেবেছো সে আমাকে ফেলেই তুমি চলে যাবে
কিংবা যেতে পারো দূর-বহুদূর তাতো ভাবিনি আমি কোনো দুঃস্বপ্নেও । তাই তুমি
চলে গেলে আমাকে ছেড়ে হৃদয়ের দাহে জ্বলে উঠেছিলো যে লেলিহান তাঁকে মনে
পড়লেই, চর পড়া উঠোনে পুনর্বার করুণ সুরে বেজে উঠে হাজারো তারের বীণা ।
তোমায় এক পলক দেখতে ক্লাশ ফাঁকি দিয়ে যে দাঁড়িয়ে থাকেনি চৌরাস্তায় কিংবা
কলেজ মোড়ে । অথবা তোমায় ভেবে দিওয়ানার মত ঘুর ঘুর করেনি যে কখনো
কিংবা নির্জন লেকের ধারে বসে তোমার নিবিড় সান্নিধ্য লাভের সাধ জাগেনি
যার, সেই লোকটাকে তুমি তোমার সর্বস্ব সঁপেছো ভেবে আমি স্তব্ধ হলেও অবাক
হইনি একটুও ! কেনো না তুমিতো এরকমই, চিরকালই শারীরিক ও মানসিক
সব রকম রসায়নকে ঔদ্ধত্যের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেকেই ঠকিয়েছো সবসময় ।
তবুও ওভাবে চলে গেলে ভাবতেই বুকের ভেতর কোথায়, কেমন যেন মোচর দিয়ে ওঠে
খানিকটা ! আহা, যে অত্যাকাঙ্খী লোকটাকে বিয়ে করে চলে গেলে তুমি, তোমার প্রিয়
ফুল-পাখি-রবীন্দ্রনাথ-রোমান্স কিংবা টোল পড়া গাল অথবা নিবিড় সান্নিধ্য খানিক
দুষ্টুমিতে নাকি তাঁর আগ্রহ নেই তেমন, নেই নাকি যেমনটা চাইতে ! অহর্নিশ ছোটে সে
অর্থ বিত্ত যশের পেছনে। তবে আমি কিন্তু বেশ আছি, রয়েছি আজকাল ! সারারাত্রি জেগে
কাটাই উন্মাদের মত অশ্লীল উৎসবে এই সেই ! কেবল, তোমার কথা মনে পড়লেই
কবিতা নিয়ে বসে পড়ি, সম্ভবত দূরের আকাশ চুপ করে দেখে যায় আমার সমস্ত অসুখ এ !
-hei}�+ 1Аe ��e family:Kalpurush’> সমস্ত অসুখ এ !
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
অসাধারন স্মৃতি রোমান্থন ।
শুভ প্রত্যাবর্তন 🙂
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ ভাইয়া আবারো একবার স্বাগত জানানোয় । ভালো লাগছে সোনেলায় ফিরতে পেরে ।
শিশির কনা
এমন কেউ যদি বাস্তবে থাকেন , যাকে উদ্দেশ্য করে এই কবিতা , তাঁর মত অভাগী কেউ নেই। কবির আবেগ স্পর্শ করে গেলো আমাকে ।
মর্তুজা হাসান সৈকত
জীবন বড়ই কষ্ট আর আক্ষেপের আপি । ধন্যবাদ পাঠ প্রতিক্রিয়ায় ।
মিসু
অসাধারন কবিতা , আমাকে নিয়ে কেউ এরকম কবিতা লেখেনা 🙁
মর্তুজা হাসান সৈকত
এরকম লিখবেনা আপি, এরচে সুন্দর লিখবে । ভালো থাকুন ।
ছাইরাছ হেলাল
যাক এত্ত দিনে একটি কাজের কাজ হয়েছে ।
এতদিন অনুপস্থিত থাকা ঠিক না ঠিকনা ।
মর্তুজা হাসান সৈকত
জি ভাইয়া এত্ত দিন অনুপস্থিত থাকাটা আসলেও ঠিক নয় । তো ভালো আছেনতো আপনি ?
ব্লগার সজীব
অনেক দিন পরে লিখলেন । আপনার ভালো লেখার জন্য অপেক্ষা করি ভাই । বরাবরের মত এটিও ভালো লিখেছেন ।
মর্তুজা হাসান সৈকত
জি ভাইয়া ভালো লাগলো জেনে । আসলে আপনাদের এই প্লাটফর্মে সবাই খুব আন্তরিক । ভালো থাকুন ।
আদিব আদ্নান
সব ছেড়ে-ছুড়ে সুখি হয়ে যান ।
আপনি আবার লিখছেন দেখে ভাল লাগল ।
মর্তুজা হাসান সৈকত
কবিতায় আমি যেমন তেমন থাকলেও বাস্তবে আমি কিন্তু বেশ সুখীই মানুষ ভাই । ভালো থাকুন ।