ব্লগের ছবি হচ্ছে আপনার দর্পণ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার এসব ভার্চুয়াল মাধ্যমে আপনার ছবি যেমন আপনাকে অন্যের কাছে তুলে ধরে ঠিক তেমনি সোনেলা ব্লগে আপনার যোগ করা ছবিও আপনাকে, আপনার ব্যক্তিত্বকে এবং আপনার লেখাকে পাঠকমনে সমাদৃত করতে সহায়তা করে। পাঠক যখন গুগোল সার্চে আপনার লেখা কিংবা ছবিটি সার্চ দেয় তখন সেটি আরও বিষদভাবে অন্যান্য পাঠকের কাছেও গুগোল সার্চ অপটিমাইজেশনের নিয়মানুসারে আরও বেশী বেশী যেতে থাকে। এরফলে ব্লগে আপনার পাঠক সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। কাজে বুঝতেই পারছেন সোনেলা ব্লগে ছবি যোগকরা কতটা উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়।

মনে রাখবেন সোনেলায় ৭০ কিলোবাইট এর চেয়ে বড় ছবি যোগ না করাই উত্তম। যদিও ছবিতে দেখায় ১০০ কিলোবাইট আকারের ছবি যোগ করতে পারবেন। আপনার যোগকৃত ছবির আকার বড় হলে সেটিকে কিভাবে ছোট করবেন তা এই পোষ্টের শেষে লিংক আকারে দেয়া আছে, অবশ্যই পড়ে নেবেন। আশাকরি এরপরে ছবি যোগকরা নিয়ে আপনাদের আর সমস্যা হবেনা। তাহলে চলুন আজ জেনে নেই সোনেলায় কোথায় কিভাবে ছবি যোগ করা যায়।

পুরো লেখাটি পড়ে অনেকের কাছেই জটিল মনে হতে পারে। সেজন্য আপনাদের সুবিধার্থে লেখাটি তিনটি অংশে ভাগ করে দেয়া হলো। প্রতিটি অংশই স্টার মার্কিং * দেয়া আছে। যার যে অংশটি প্রয়োজন শুধুমাত্র সেটি পড়ুন, সহজ মনে হবে।

এই পোষ্টে দেয়া ছবিগুলিতে লাল তীর নির্দেশিত বার্তা মনোযোগ সহকারে ক্রমানুযায়ী দেখুন।

সোনেলা ব্লগে তিন ধরনের ছবি যোগ করার অপশন আছে।
১. আপনার প্রোফাইল ছবি।
২. আপনার লেখার বিষয়বস্তু অনুযায়ী ফিচার ছবি।
৩. আপনার লেখার মাঝখানে বিষয় অনুযায়ী নতুন ছবি।

★প্রথমে জানুন সোনেলা ব্লগে আপনার প্রোফাইল ছবি কিভাবে যোগ করবেন-

প্রথমে সোনেলার মূল পেজের একদম নীচের দিকে আসুন। সেখানে প্রোফাইল ক্লিক করুন।

 

প্রোফাইল অপশনে ক্লিক করুন

প্রোফাইল ক্লিক করলে নীচের ছবির মতন আসবে সেখানে ছবি নির্বাচন করুন অপশনে ক্লিক করুন।

ছবি নির্বাচন করুন এখানে ক্লিক করুন

ক্লিক করলে নীচের ছবির মত ফাইল আপলোড করো এবং মিডিয়া লাইব্রেরী আসবে। মিডিয়া লাইব্রেরী হচ্ছে আপনার পুর্বের আপলোডকৃত ছবি জমা হবার স্থান। আগের আপলোড করা ছবি দিতে চাইলে মিডিয়া লাইব্রেরী ক্লিক করে ছবি নির্বাচন করুন। যেহেতু আপনি নতুন ছবি আপলোড দেবেন তাই ফাইল আপলোড করোতে ক্লিক করুন।

 

ফাইল আপলোড করুন ক্লিক করুন

এরপরে ফাইল নির্বাচন করুন অপশনে ক্লিক করুন। ছবিটি দেখুন –

ফাইল নির্বাচন করুন ক্লিক করুন।

ফাইল নির্বাচন অপশনে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারি ,ক্যামেরা, ফাইল ম্যানেজার এসব অপশন আসবে। সেখানে আপনার কাঙ্ক্ষিত ছবিটিতে যাবার জন্য গ্যালারী ক্লিক করুন।

গ্যালারী অপশনে ক্লিক করুন

ফলে আপনার মোবাইলের গ্যালারীর সব ছবি চলে আসবে। সেখান থেকে ছবি মনোনীত করে সেই ছবিটিতে ক্লিক করুন।

কাঙ্খিত ছবিতে ক্লিক করুন

ক্লিক করলে দেখবেন সোনেলার ওয়েবসাইটে আপনার প্রোফাইল ছবি আপলোড হয়ে গিয়েছে।

প্রোফাইল হালনাগাদ ক্লিক করুন।

এবারে প্রোফাইল হালনাগাদ ক্লিক করুন। দেখবে উপরে দেখাবে আপনার প্রোফাইল হালনাগাদ হয়েছে। এইতো হয়ে গেল। এভাবেই প্রোফাইলের ছবি যোগ করুন।

আপনার প্রোফাইল হালনাগাদ হয়েছে।

প্রোফাইলের ছবি যোগ করা হয়ে গেলে উপরে সোনেলা লেখাটিতে ক্লিক করে মূল পেজে চলে আসুন।

★★এবারে জানবো আপনার লেখায় ফিচার ছবি কিভাবে যোগ করবেন-

প্রথমেই নীচের দিকে নতুন লেখায় ক্লিক করুন।

নতুন লেখায় ক্লিক করুন

এরপরে লেখার শিরোনাম লিখে বিভাগ নির্বাচন করুন। ফিচার ছবিতে ক্লিক করুন।

ফিচার ছবি নির্বাচন ক্লিক করুন

ক্লিক করলেই নীচের ছবি মতো ফাইল আপলোড করো এবং মিডিয়া লাইব্রেরী আসবে।  ছবি যোগ করতে ফাইল আপলোড করোতে ক্লিক করুন।

 

ফাইল আপলোড করুন ক্লিক করুন

এরপরে ফাইল নির্বাচন করুন অপশনে ক্লিক করুন। ছবিটি দেখুন –

ফাইল নির্বাচন করুন ক্লিক করুন।

ফাইল নির্বাচন অপশনে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারি ,ক্যামেরা, ফাইল ম্যানেজার এসব অপশন আসবে। সেখানে আপনার কাঙ্ক্ষিত ছবিটিতে যাবার জন্য গ্যালারী ক্লিক করুন।

গ্যালারী অপশনে ক্লিক করুন

ফলে আপনার মোবাইলের গ্যালারীর সব ছবি চলে আসবে। সেখান থেকে ছবি মনোনীত করে সেই ছবিটিতে ক্লিক করুন।

নির্বাচন ক্লিক করুন

নির্বাচনে ক্লিক করলেই আপনার লেখায় ফিচার ছবি যুক্ত হয়ে যাবে।

ফিচার ছবি যুক্ত হয়েছে

★★★ এবারে সর্বশেষ জানবো আপনার লেখার মাঝখানে যদি লেখার প্রয়োজনে ছবি যোগ করতে হয় সেটি কিভাবে যোগ করবেন-

ব্লগের যে অংশে আপনি লিখছেন সেখানে যে যায়গায় ছবি যোগ করতে চান সেখানে ক্লিক করে আপনার কার্সর রাখুন। নীচের ছবিটি দেখুন-

ফাঁকা অংশে ক্লিক করে কার্সর রাখুন

এরপরে উপরে দেখুন নতুন মিডিয়া যুক্তকরণ অপশন আছে সেটিতে ক্লিক করুন-

নতুন মিডিয়া যুক্তকরণ ক্লিক করুন

ক্লিক করলে নীচের ছবির মত ফাইল আপলোড করো এবং মিডিয়া লাইব্রেরী আসবে। যেহেতু আপনি নতুন ছবি আপলোড দেবেন তাই ফাইল আপলোড করোতে ক্লিক করুন।

 

ফাইল আপলোড করুন ক্লিক করুন

এরপরে ফাইল নির্বাচন করুন অপশনে ক্লিক করুন। ছবিটি দেখুন –

ফাইল নির্বাচন করুন ক্লিক করুন।

ফাইল নির্বাচন অপশনে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারি ,ক্যামেরা, ফাইল ম্যানেজার এসব অপশন আসবে। সেখানে আপনার কাঙ্ক্ষিত ছবিটিতে যাবার জন্য গ্যালারী ক্লিক করুন।

গ্যালারী অপশনে ক্লিক করুন

ফলে আপনার মোবাইলের গ্যালারীর সব ছবি চলে আসবে। সেখান থেকে ছবি মনোনীত করে সেই ছবিটিতে ক্লিক করুন।

আপনার মনোনীত ছবি আপলোড হলে এরকম টিকচিহ্ন আসবে।

এরপরে নীচে দেখুন ছবির ক্যাপশন অপশন আছে। সেখানে ছবি অনুযায়ী সুন্দর একটি ক্যাপশন দিন।

ক্যাপশন লিখুন

ক্যাপশন ঔচ্ছিক বিষয়, তবে দিলে ছবির মান বৃদ্ধি পায়। এরপরে নীচে পোষ্টে যোগ করুন অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার লেখায় ছবি যোগ হয়ে যাবে। নীচের ছবি দেখুন-

লেখায় ছবি যোগ হয়েছে

ছবিটি লেখার মাঝামাঝি নিতে চাইলে ছবির উপর একবার ক্লিক করুন। দেখুন কলমের মত এডিট অপশন এসেছে ।

এডিট অপশন

সেখানে এ্যলাইনমেন্ট সেটিং মিডিল করে দিন। তাহলেই ছবিটির পজিশন লেখার মাঝ বরাবর হয়ে যাবে। অবশ্য এই কাজটি যখন ক্যাপশন লিখবেন তার নীচেও এ্যালাইনমেন্ট অপশন থেকে করতে পারবেন। ছবিটি দেখুন-

এ্যালাইনমেন্ট সেটিং মাঝামাঝি করে দিন।

এভাবে খুব সহজেই ব্লগে সকল প্রকার ছবি যোগ করতে পারবেন। লেখা সম্পর্কিত কোন তথ্য জানতে চাইলে প্রশ্ন করুন, উত্তর দেবার চেষ্টা করবো।

শুভ ব্লগিং।

*** সোনেলা ব্লগে যে কোন ছবি ৭০ কিলোবাইট এর বেশী দেয়া যায়না। আপনার কাঙ্খিত ছবির আকার ছোট করতে চাইলে অবশ্য পড়ুন –

খুব সহজেই ছবির আকার পরিবর্তন করুন

১জন ১জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ