আমাকে অনেকেই ভুল বুঝে। কিছু একটা বুঝাতে গিয়ে হয়তো অন্য কিছু বুঝিয়ে ফেলি।
এই বিষয়টা নিয়ে লিখার কারন একটাই। তা হলো আপনি একজন সম্ভাবনাময় মানুষ।
যেহেতু সৃজনশীল লেখা লিখেন তাই আপনার অনেক অনেক লোকের সাথে পরিচয় হবে। অন্তত অনলাইনে।
সেই বিপুল সংখ্যক লোকের মাঝে সব দল আর ধর্মের লোকেরাই থাকবে। যখন আপনি একটি নির্দিষ্ট ধর্ম বা দলে কিংবা গোষ্ঠিকে কটাক্ষ করে লিখবেন তখন স্বভাবতই আপনার পাঠক শ্রেনী থেকে একটি বড় অংশ দুরে সরে যাবে।
আপনি হাজার ভালো লিখলেও তারা আপনাকে প্রোমোট করবে না। প্রোমোট বলতে আপনি লাইক কমেন্ট শেয়ার বা সত্যিকারের ভালোবাসা যে কোনোটাই বুঝে নিতে পারেন।
যখন কারো হৃদয়ে আঘাত লাগবে সেটা আপনি কোনো ভালো কাজ দিয়েই সারাতে পারবেন না। তাই আপনার যদি প্ল্যান থাকে যে আপনি একজন সফল = (অন্ধ) রাজনীতিবিদ হবেন, তবেই কেবলমাত্র আপনি কোনো দলকে আঘাত করে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার বিরুদ্ধবাদীদের ভালোবাসার কোনো প্রয়োজন নেই।
কিন্তু আপনি যদি একজন ভালো লেখক বা নিরপেক্ষ সত্তার শিল্পী/সেলিব্রিটি হতে চান তাহলে আপনাকে অবশ্যই দল মতের উর্ধ্বে থাকতে হবে।
১৭টি মন্তব্য
সিনথিয়া খোন্দকার
অতি সত্য। সবাই বোধকরি তা বুঝেন। বুঝেও কেউ এমন করলে সেটা তার নিতান্তই ব্যাক্তিগত বিষয় বলে গণ্য হবে। কোনও বিশেষ গোষ্ঠীর ভালোবাসায় কারো চুলকানী থাকতেই পারে।
ব্লগার রাজু
জি আপনি ঠিক বলেছেন 🙂
জিসান শা ইকরাম
কিছু মানুষ থাকবে যারা নিজেদের দলীয় চিন্তা থেকে লিখবে ।
এটি এড়িয়ে যাবার উপায় নেই ।
আবার কিছু মানুষ আছে , যারা দল করলেও দলের দোষ ত্রুটি ধরে লিখবেন , তাঁরা আসলে চান – তাঁদের দল যেন এসবের উর্ধে থাকে ।
আবার কিছু মানুষ আছেন যারা সব দলের ভালো এবং মন্দ দেখতে পান এবং তা তাঁদের লেখায় প্রকাশ পায়।
আসলে লেখার মাঝে সহিষ্ণুতা জরুরী ।
সোনেলার নীতি – মুক্তিযুদ্ধ নিয়ে কোন আপোষ নেই ।
ব্লগার রাজু
অনেক ভালো লাগল কথাগুলো জিসান ভাই -{@
মা মাটি দেশ
তাই আপনার যদি প্ল্যান থাকে যে আপনি একজন সফল = (অন্ধ) রাজনীতিবিদ হবেন, তবেই কেবলমাত্র আপনি কোনো দলকে আঘাত করে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার বিরুদ্ধবাদীদের ভালোবাসার কোনো প্রয়োজন নেই।
কিন্তু আপনি যদি একজন ভালো লেখক বা নিরপেক্ষ সত্তার শিল্পী/সেলিব্রিটি হতে চান তাহলে আপনাকে অবশ্যই দল মতের উর্ধ্বে থাকতে হবে।
ধন্যবাদ ভাইয়া,সুন্দর এবং প্রয়োজনীয় কথা অন্তত অনলাইনে যারা বিচরণ করেন।সর্ব প্রথম আমাকে ভাবতে হবে আমি একজন এই ক্ষণ স্হায়ী পৃথিবীর ক্ষণ স্হায়ী মানুষ মাত্র।রক্তে এক রং লাল,আছে হাসি-কান্না সমান তালে সে ক্ষেত্র একজন প্রকৃত :The-Incredible-Hulk: মা,মাটি ও দেশের লিখূণীতে কোন দল,ধর্ম থাকতে পারে না থাকবে শুধুই মানবতা ভবিষৎতের বাণী।
ধন্যবাদ -{@ (y) :Police:
ব্লগার রাজু
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া (3 -{@ 🙂
ব্লগার সজীব
আমাদের চোখ কান খোলা , আমরা দলান্ধ নই । তবে রাজাকারদের সাথে আমরা আপোষ করতে পারবো না । তাদের কাছ থেকে লাইক নিয়ে সেলিব্রিটি হতে চাইনা।
প্রজন্ম ৭১
ব্লগার সজীব বলেছেনঃ আমাদের চোখ কান খোলা , আমরা দলান্ধ নই । তবে রাজাকারদের সাথে আমরা আপোষ করতে পারবো না । তাদের কাছ থেকে লাইক নিয়ে সেলিব্রিটি হতে চাইনা। – (y)
ব্লগার রাজু
আমিও আপনাদের দুজনের সাথে সহমত পোষণ করছি -{@ (y)
শুন্য শুন্যালয়
নিরপেক্ষ সত্তার শিল্পী /সেলিব্রেটি হওয়া মানে নিজের মাথা বেচা ..আর এগুলোর সাথে ভালো লেখক হবার মিল কোথায়?
শুধুমাত্র লাইক কমেন্টের জন্য কারো ই চুপচাপ থাকা কাম্য নয়, তাতে যদি কেউ অন্ধ রাজনীতি বিদ মনে করে করুক না..তবে অন্যের ধর্ম নিয়ে কথা বলার আগে নিজের ধর্ম যাচাই করা উচিত..জন্মগত ধর্ম নিয়ে বড়াই করারও কিছু নেই.
ব্লগার রাজু
খুব ভালো লাগল কথা গুলো, ধন্যবাদ কমেন্ট করার জন্য 🙂
রিমি রুম্মান
আমরা সচেতন জনগন… রাজনৈতিক সচেতনতা, মতামত থাকবেই… শুধু প্রতিবাদের ভাষা শালীন এবং যুক্তিসঙ্গত হলেই হল।
ব্লগার রাজু
জি আপু আমি আপনার সাথে একমত 🙂
স্বর্গের মেঘ পরী
আমার মতে যেকোনো লেখা সত্যের উপর ভিত্তি করে প্রকাশিত হওয়া উচিত । কোনো নিদির্ষ্ট ধর্ম বা গোত্রের মানুষদের ধ্যান ধারনা কে আঘাত করে নয় ।
ব্লগার রাজু
হ্যাঁ আপু তুমি ঠিক বলেছ 🙂
মোঃ মজিবর রহমান
আমি একজন মানুস আমার দোষ ক্রুটি থাকবেই। তাই বলে অন্ধ হতে পারিনা। আমি আমার ক্রুটি অ জানাতে দ্বীধা করিনা।
লাইকের জন্য আমি লিখিনা, লিখবও না, আমি জানাতে চাই ও জানতে চাই শিখতে চাই। আমার যেমন মত আছে, তেমনি অন্যের মতেরও গুরুত্ব বা মুল্যায়ন করতে রাজি। আমি পারব না অন্য পারবে এটাই স্বাভাবিক। সবাই সব কিছু করতে পারেনা।
সবার উদ্যেশে আমার বলা আমার পিসি নষ্ট তাই পড়তে পারিনা।
আমি আন্তরিক ভাবে দুখিত।
ব্লগার রাজু
পিসি নষ্ট তাও আপনি যে কথাগুলো বলেছে সেজন্য আপনাকে ধন্যবাদ ভাই -{@