আমাদের এই সোনেলা ব্লগে একজন বিদেশিনীকে শিখিকা হিসেবে দেখে অবাক হয়েছি খুব।
নামঃ Claudisa Da Costa Jasni , ক্লিক করে আমাদের এই লেখিকার ফেইসবুক প্রফাইল দেখতে পারেন। আজ ফেইসবুকে সার্চ দিয়ে এনাকে পেলাম। সোনেলায় তার কোনো লেখা খুঁজে পেলাম না।
উনি তাহলে কে?
কিভাবে উনি আমাদের সোনেলা ব্লগকে খুঁজে পেলেন?
উনি কি বাংলা পড়তে পারেন? লিখতে পারেন?
ওনার প্রফাইলে যেভাবে ইংরেজী লেখা তা কোন দেশের ইংরেজী?
উনি করেনটা কি সোনেলা ব্লগে?
ব্লগের ডেভলপার উনি?
মডারেটর?
সময় যত যাচ্ছে প্রশ্নের পর প্রশ্ন এসে জমা হচ্ছে মাথায়? মাথার চুল চিন্তায় সজারু কাটার মত দাঁড়িয়ে যাবার উপক্রম করতেই একটি হ্যাট মাথায় দিয়ে চাপ দিয়ে রেখেছি চুলে। একটি চুলকেও মাথা থেকে পড়ে যেতে দেয়া যাবে না। একটি আইডির ব্যবচ্ছেদ করতে গিয়ে আমার মাথার চুল সব পড়ে গেলে আমাকে বিয়ে করতে চাইবে কেউ? বিয়ে বড় না সোনেলা বড়?
আপুটার সুন্দর একটি পরিবার আছে। ছোট্ট দুটো কিউট সন্তান আছে। যা আপনারাও ওনার প্রফাইলে গেলেই দেখতে পাবেন।
কথা সেটা না, কথা হচ্ছে এই আপুটার নাম লক্ষ্য করুণ। জেসনি। জিসান জেসনি। কত সুন্দর ম্যাচিং হয়েছে না? 😛
জিসান ভাইয়ার এই লেখা ( আমি আমি না, আমি সে ও না ) পড়ে জানতে পারি যে তিনি একই সাথে থাইল্যান্ড ও বাংলাদেশে থাকেন। জিসান ভাইয়া আপনি আপনি না, আপনি সে ও না তাতো বুঝলাম, কিন্তু এই আপুটা সোনেলা ব্লগের রাইটার কেন? এবং নামের এত সুন্দর ম্যাচিং কিভাবে হলো তা কি বলবেন একটু? আপনি কি বর্তমানে এংগোলাতেও থাকেন চেহারা পরিবর্তন করে? আপনি কি একটি পোষ্ট দিয়ে ঝাতির সামনে উত্থাপিত এসব জটিল প্রশ্নের জবাব দিবেন না? ঝাতি জানতে চায় সব কিছু।
৩৯টি মন্তব্য
প্রহেলিকা
এই তাইলে অবস্থা! এতদিন ধরে এই গোয়েন্দাগিরি চলছে তাইলে! জিসান ভাই আত্মপক্ষ সমর্থনে কি বলে সেটা দেখতে চাই!
গর্তগুলানের অবস্থা কেমন? কেমন ছিলেন গর্তে?
ব্লগার সজীব
সোনেলা ব্লগকেই জেসনি আপু বেছে নিলেন কেন? লাখ লাখ ইংরেজী ব্লগ আছে। সোনেলা কেন? প্রশ্ন তো আসবেই তাই না ভাইয়া?
আমরা অপেক্ষা করবো জিসান ভাইয়ার জবাবের জন্য। গর্তে ছিলাম নাকি? এক চোখ তো সোনেলাতেই ছিল 🙂
ছাইরাছ হেলাল
অপেক্ষা করি, ধোঁয়া কোত্থেকে উড়ছে তা বের হয় কী-না?
ভাল কথা কাউকে পটাতে পেরেছেন, হ্যাট মাথায় দিয়ে কিন্তু কাজ হবে না।
ব্লগার সজীব
জি ভাইয়া কত গমে কত আটা ময়দা দেখতেই হবে এবার।
ভাইয়া পটানোর প্রশ্ন আর করবেন না 🙁
তৌহিদ
সোনেলার অথরিটি বলতে পারবেন ইনি সোনেলার লেখক কিনা? তবে আমার মনে হয় ফেসবুকে তার আইডিতে ওয়েব লিংক দেয়ার সময় জেসনির মাথায় এসেছিল কোন ব্লগের ওয়েবসাইটের ঠিকানা কথা। তাই সোনেলার এড্রেস দিয়েছে।
কিন্তু সে সোনেলাকে খুঁজে পেল কেমনে? অন্য কোন ব্লগ তার মাথায় আসেনাই?
তবে জিসান ভাইয়ের সাথে মিল কেন নামের তাই ভাবছি?
এটা জিসান ভাইয়ের ফেক আইডি নাকি?? 😜😜
যা দিনকাল পরছে, সজাগ থাকতে হবে দেখছি। ধন্যবাদ এমন বিষয়ে পোস্ট শেয়ার করার জন্য।
ব্লগার সজীব
‘ কিন্তু সে সোনেলাকে খুঁজে পেল কেমনে? অন্য কোন ব্লগ তার মাথায় আসেনাই?’ আমারো তো একই প্রশ্ন তৌহিদ ভাইয়া। সজাগ থাকুন ভাইয়া।
সাবিনা ইয়াসমিন
কোথায় জিসান সাহেব ? আমরা তার মুখ থেকেই, সরি তার আঙ্গুলের টাইপিং দেখে জানতে চাই এই ঘটনার রহস্য কি।
আর জনাব সজু সাহেব, যিনি এতো কষ্ট করে নিজের চুল ঠিক রেখে বিয়ের সম্ভাবনা আছে কি নেই, সেই চিন্তা সমেত মাথা নিয়ে এতো বড়ো তদন্ত করলেন তাকে কি জিসান সাহেব পুরস্কিত করবেন না তিরস্কিত এটাও দেখতে চাই।
ব্লগার সজীব
জিসান ভাইয়া কোথায় গেলেন! আমাকে পুরস্কৃত করবেন আপনারা, এত বড় একটি গোপন বিষয় প্রকাশে পুরস্কার আমার প্রাপ্য আপু। ভাইয়ার জবাব ঝাতি আশাকরে।
সাবিনা ইয়াসমিন
ঝাতিরা ছাতার নীচে অপেক্ষা করছি, কিন্তু সে কোথায়?
ব্লগার সজীব
আপু জিসান ভাইয়া কেন এত চুপ হয়ে গেলেন! এ বিষয়ে কি জিসান ভাইয়ার কোনো মন্তব্য নেই? উনি কি মেনে নিলেন সব কিছু? 🙂
সাবিনা ইয়াসমিন
নিরবতাই সম্মতির লক্ষন নয়তো ?
ভেবেছিলাম তিনি এখানে এসে সোনেলার বিখ্যাত গোয়েন্দার মেডেলটি আপনার ঝুলিয়ে আপনাকে পুরস্কিত মানে পুরস্কৃত করিবেন। কিন্তু তিনি নিখোঁজ হইয়া রহস্য আরো ঘনিভুত করিয়া দিলেন।
আপনার কাজ কিন্তু বেড়ে গেলো। বাচ্চা-কাচ্চা সহ কৃষ্ণবর্ণের নারীর নাম পরিচয় সহ এখন জিসান সাহেবকে খুঁজে বের করার দায়িত্ব আপনাকেই নিতে হবে।
ইয়ে,,, চাইলে চুলগুলো ঝুঁটি বেঁধে রাখতে পারেন। টানাটানিতে অর্ধটাকলু না হয়ে পুরোটাই হাতে এসে যাবে। ( সিরিয়াস কথা হাসির ইমো মনে আনবেন না প্লিগ )
সাবিনা ইয়াসমিন
আপনার গলায় 🙂
ব্লগার সজীব
নিরবতাই সম্মতির লক্ষন, আসলেই এটিই সত্য মনে হচ্ছে। ভাইয়ার আসলে কিছু বলার নেই। আমার মেডেলের দরকার হয় না আপু, আমি যে কত গুণী তা সোনেলার সবাই জানে। আর আসল গুনীরা কখনো মেডেলের জন্য লালায়িত হয় না, যেমন আমি 🙂
এই রহস্য ভেদ করতেই হবে, সাথে থাকবেন আপু।
নাজমুল আহসান
আফনার কথা সইত্য। এই আফা ব্লগের ডেভেলপার হইতারে!
ব্লগার সজীব
আমার তাহলে একটি গোয়েন্দা অফিস খুলতে হয় 🙂
নাজমুল আহসান
খোলেন। আর আমারে একটা চাকরী দিয়েন। বেকার হয়া গেলাম গা।
ব্লগার সজীব
ভাইয়া হাহাপগের ইমুর অভাব বোধ করছি 😉
নাজমুল আহসান
কেন?
ব্লগার সজীব
আপনার মন্তব্যঃ এই আফা ব্লগের ডেভেলপার হইতারে! ‘ এটি পড়ে হাসতে হাসতে পড়ে গেলাম এর ইমু খুঁজছিলাম 🙂
নাজমুল আহসান
[ছবি মুছে ফেলা হয়েছে]
ব্লগার সজীব
[ছবি মুছে ফেলা হয়েছে]
শুন্য শুন্যালয়
ফেসবুকে কী নামে সার্চ দিয়ে ওনাকে পেয়েছেন সেটা জানা আমাদের জরুরি। জিসান ভাই কোন দেশে আরো বউ রেখেছে অন্য নামে, সেটা জানা আগে এটা জানা দরকার এই পর্তুগিজ মেয়েকে আপনি ফেসবুকে কী করে পেলেন? আপনি ব্লগ ফেলে রেখে কই কই গেছেন সেটা আগে খোলসা করেন তারপর জানবো জেসনি নাম কেন!
ব্লগার সজীব
শুন্য আপু, ফেইসবুকে অনেকের প্রফাইলেই লেখা আছে Work at Sonela blog. ওটায় ক্লিক করলেই শত শত নাম দেখতে পাবেন। আপনি অবাক হবেন কত মানুষ সোনেলায় জব করে! আর জিসান ভাইয়া নিজেই তো বলেছেন যে থাইল্যান্ডে ওনার এক মেয়ে আছে, আর উনি থাইল্যান্ডে পরিবার নিয়ে বসবাস করেন। উগান্ডায়ও হয়ত থাকেন উনি, কে জানে?
ব্যস্ততা আমাকে দেয় না অবসর, যেখানেই থাকি আমার এক চোখে থাকে সোনেলা।
মনির হোসেন মমি
ভাইরে আপনেরে কাছে বড় একটা মিষ্টি খাওয়াইতাম।আর কিছু কমু না খালি হুনমু আর হুনমু।সু-স্বাগতম।
ব্লগার সজীব
মিষ্টি কবে খাওয়াবেন মনির ভাইয়া? ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
জিসান ভাই কি এই সময় কইসা ধরাটা খাইবে??? বুঝতেছিনা।
জিশান ভাইয়ের উত্তর চাই ই চাই।
ব্লগার সজীব
জিসান ভাইয়া তেমন কথাই বলছেন না এ বিষয়ে 🙁
মোঃ মজিবর রহমান
জিসান ভাইয়া অন্য চোখে দেখে মনে হচ্ছে।
রিতু জাহান
সবাই আমার সহজ সরল ভাইটার পিছনে লাগছে।
আমি হাসতে হাসতে শেষ।
এখন কথা হচ্ছে গোয়েন্দাগিরির দশা তো দেখছি ভালোই শুরু হইছে।
তাই তো বলি, সজুকে সেদিন দেখলাম চুলে পেঁয়াজ ঘষতে। আমি ভাবলাম একটা আমলিকর তেল বানাই। শতো হলেও আমার ছোডো ভাই। চুল টুল পড়ে গেলে ভাইটার বিয়ে খাব কেমনে!!
তয় আমার মনে বিরাট প্রশ্ন। ভাইটা আমার গেলো কই?
ব্লগার সজীব
গোয়েন্দাগিরির কি দেখেছেন? সবে তো আরম্ভ, অপেক্ষা করুণ সবার বিষয়ে তথ্য আছে আমার কাছে। সব ফকফকা করে দেবো। আপু আমার বিয়ে আমি কবে খাবো? 🙁 বিয়ের ফুল তো ফুটছেই না 🙁
রিতু জাহান
সেটাই তো!!
আজকেই পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতে হবে।
আমারও তথ্য আছে🤔🤔 ভাবনার বিষয়!!
ইঞ্জা
আমার গালের নিচের পাটি খুলে পড়ে যাওয়ার অবস্থা, ইনি আবার কে, সোনেলায় কখনো উনার লেখা পড়েছি বলেতো মনে হয়না, নাকি অন্য কেউ…..
ব্লগার সজীব
তাইতো ভাইয়া উনি আসলে কে? কি করেন সোনেলায়?
ইঞ্জা
😬😨
মেহেরী তাজ
এতো দিন পর এই লেখা নিয়ে আসলে? ভাবলাম হারিয়েই গিয়েছো। এখন দেখি নাহ । মোটামুটি একটা গবেষনা মূলক পোষ্ট নিয়ে ফিরেছো। এই না হলে আমার শিষ্য?
এটা তাহলে কি জিসান ভাইয়া হওয়ার সম্ভবনা আছে? হুম তোমার গবেষনাকে ফেলে দেওয়া যায় না। ভাবনার বিষয়… 🤔
ব্লগার সজীব
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ওস্তাদ, আপনাদের ফেলে হারিয়ে যাবোটা কোথায়? আপনার শিষ্য না আমি, গবেষনা না করলে আপনার সন্মান থাকবে? জিসান ভাইয়া তো কিছুই বললেন না, ভাববার বিষয় আসলেই।
নীরা সাদীয়া
এ কী অবাক কান্ড! তাইতো! কে ওনি?
মনে কিন্তু একটা খটকা রয়েই গেলো।
ব্লগার সজীব
ওনার ফেইসবুক প্রফাইল দেখেছেন? সোনেলায় জব করেন উনি। কি জব? কি করেন এসব প্রশ্ন এসেই যায় আপু। খটকা বলেই তো পোষ্ট দিলাম।
জিসান শা ইকরাম
কোথা থেকে যে এইসব আইডিয়া খুঁজে আনো তুমি আল্লাহই জানেন।
নামের মিলটি অদ্ভুত, পছন্দ হইছে। নামের মিলে কি আসে যায়? আবার অনেক কিছু আসে যায়।
কবে যে উগান্ডায় গিয়েছিলাম মনে পড়ছে না, কখন কোথায় যাই, থাকি সব ভুলে যাই।
তবে যেখানেই যাই কিছু স্মৃতি তো রেখেই আসি। এই সাদা চুলের লোকের সাথে আমার তো মিলই খুঁজে পাচ্ছি না। ক্যামনে কি?
তবে উনি যে সোনেলা ব্লগের রাইটার হিসেবে নিজকে জানান দিলেন এতে তো কোন সন্দেহ নেই।
হতে পারে ওনার ভালো লাগে সোনেলা নামটি, নতুবা কেন দিবেন?
বাংলা বুঝতেও তো পারেন, আফ্রিকার একটি দেশের জাতীয় ভাষা এখন বাংলা, বুঝতে হবে 🙂