প্রায় ২ বছর হতে চলল নানাবিধ কারণে ফেসবুক থেকে দূরে আছি। যদিও আমি লেখক নই শুধুমাত্র পাঠক তাই সামুর লেখাগুলি নিয়মিত পড়তাম,কেমন যেনো একঘেয়েমি লাগছিল ।
সোনেলা ব্লগের কথা জানতাম না, একদিন আমার একজন কাছের বন্ধু ফোন করে সোনেলা ব্লগের কথা জানালো। আমি ঐ দিনই সোনেলায় ঢুকলাম। অন্যরকম অনুভতিতে মনটা ভরে উঠল, মনে হলো যা খুঁজছিলাম তা পেয়েছি। ২ দিন পর নিবন্ধনও করে ফেললাম । নিজের মধ্যে একধরনের তাগিদ অনুভব করছি ভাল লেখাগুলি পড়বার জন্য।
যারা আমার ফেসবুক বন্ধু ছিল তাদের অনেককেই আমি এখানে দেখতে পেয়েছি। তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ সোনেলা এবং আমার সেই বন্ধুকে।
১০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
স্বাগতম আপু সোনেলার পরিবারে… -{@
সোনেলার সবাইকে একদিন আপনার বন্ধু মনে হবে…
আপনার নিজের কথা লিখুন এখানে, আমরাও পড়তে চাই…
ভালো থাকুন, শুভ কামনা…
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
ছোট এবং নতুন ব্লগ সোনেলা ।
তবে এখানের সবাই আন্তরিকতায় বিশাল এক একজন।
আমরা এখানে যারা লিখি , সবাই চেস্টা করছি সোনেলাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে।
সোনেলার ব্লগ টীম এ বিষয়ে যথেষ্ট আন্তরিক – সামান্যতম বিচ্যুতি সহ্য করা হবে না , এমন আশ্বাস আমরা লেখকগন পেয়েছি।
শুধু পঠন নয় , আপনিও লিখুন এখানে
আমরাও পড়তে চাই আপনার লেখা ।
শুভকামনা সব সময়ের জন্য।
খসড়া
স্বাগতম সোনেলা পরিবারে।
সাতকাহন
আপনার মতো আমিও একদিন নিউ কামার হয়ে এসেছিলাম, পরিচ্ছন্ন এই সাইটটি দেখে মায়ার বন্ধনে বাঁধা পড়ে গেছি।
জি.মাওলা
সোনেলায় স্বাগতম
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
আনন্দ নিয়ে পড়ুন এবং আমাদের ও আপনার লেখা পড়ার সুযোগ দেন ।
তন্দ্রা
সুস্বাগতম সোনেলা ব্লগে। আমি পড়ি বেশি আর মন্তব্য দিই। আমি আগে ছিলাম বিডি২৪ ব্লগে খুব ভালো লাগার যায়গা ছিল কি এক আজমকা ঝড়ে বন্ধ হয়ে গেছে জানিনা। অনেক খজা খুজি পর এখানে মনের অজান্তেই চলে আসি। পেয়ে যাই স্বহ্রিদয় ব্লগার জয় ও শ্রদ্বাশীল বড় আপু ব্লগার নুরুন্নাহার শিরিন আপুকে কিন্তু কষ্টের সাথে জানাচ্ছি এখানে আপুকে খুব পায়না।
এখানে খুব হৃদয় ভরানো মনের অভাব নায়, সবাই আন্তরিক একে অপরের প্রতি।
ভালো থাকুন।
নীলকন্ঠ জয়
সোনেলায় সুস্বাগতম। -{@
এসেছেন যখন তখন ভাই-বোনগুলোর জন্য কিছু শীতের পিঠাপুলি বানিয়ে আনবেন না???
সোনেলা ছোট কিন্তু একটি বিরাট মাপের দিলদরাজ ব্লগ। তাই উপভোগ করুন।। \|/
সুহাসিনী
আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরনা লেখার জন্য মনোবল তৈরীতে সহায়ক হবে।
ছন্নছাড়া
সোনেলায় সুস্বাগতম …………. -{@
চা কি খেয়ে এসেছেন নাকি বাড়ি গীয়ে খাবেন ……………… :p \|/