ফেইসবুক জগতে আমি আসি ২০১২ সালে, সে সময়েই একজন মানুষের সাথে ফেইসবুক বন্ধুত্ব হয় যার নাম জিসান শা ইকরাম, উনার ব্যক্তিত্ব আমাকে এক সময় টানতে থাকে বিধায় আমি উনাকে ভাইজান ডাকা শুরু করলাম, উনি আমাকে একদিন সোনেলা ব্লগে আমন্ত্রণ জানালে আমি ব্লগে প্রবেশ করে লাইক দিয়ে বেরিয়ে এলাম, আসলে ব্লগ কি তা আমার জানা ছিলোনা, এক সময় লাইক দেওয়ার কারণেই ব্লগের প্রায় লেখা আমার নোটিফিকেশনে আসতে শুরু করলো, আমিও পড়তে লাগলাম, ব্লগকে জানতে লাগলাম।
এক সময় ব্লগারদেরকে কুপিয়ে খুন করা শুরু হলো, এতে ব্লগের প্রতি ভীতশ্রদ্ধ হয়ে উঠলাম, ব্লগের লেখায় পড়া ছেড়ে দিলাম। ২০১৬ সালের কোনো একদিন সোনেলার এক ব্লগার হুমকি দিলেন যদি কেউ সোনেলা ব্লগে না লিখেন তাহলে উনি কারো সাথে ফেইসবুকিয় সম্পর্ক রাখবেন না, কয়েকদিন পর দেখলাম উনি আমার লিস্টে নেই, মনে দুঃখ পেলেও চুপচাপ রইলাম।
সেই বছরের কোনো একদিন ইচ্ছে হলো সোনেলায় কি আছে দেখি, গেলাম পেইজে দিলাম উঁকি, ওমা কি সুন্দর সুন্দর লেখা আর ব্লগারদের গঠনমূলক মন্তব্য দেখে নিজেই পটে গেলাম, এরপর থেকে নিজে নিজেই সোনেলায় যায়, লেখা পড়ি কিন্তু মন্তব্য করতে গেলেই বিপত্তি, সদস্য ছাড়া মন্তব্য করা যায়না, বাধ্য হয়ে একাউন্ট করে দুই একদিন মন্তব্য করে চুপচাপ থাকতাম।
এর মধ্যে বজ্রপাত নিয়ে একটা লেখা এলো মাথায়, ভাবলাম এটাই দিই, লিখে ফেললাম, ব্লগে প্রবেশ করে দিয়েই ফেললাম “ঠাডা” নামে। দিয়েই আমি ভৌঁ দৌড়, কয়েকদিন শুধু উঁকি দিয়ে দেখি সিনিয়র ব্লগাররা আমার লেখার গঠনমূলক আলোচনা করে মন্তব্য দিচ্ছে। এরপর আরও কিছু পোস্ট দিলাম, অন্যদের লেখায় মন্তব্য চলছে, সিনিয়ররা আমাকে লেখা শেখাচ্ছে, ভুল গুলো জানাচ্ছে, আমি শিখছি।
যিনি ধমকি দিয়েছিলেন উনি হলেন আমাদের সবার প্রিয় জিসান ভাইজান, উনি তো ডাবল উৎসাহ দিচ্ছেন আমাকে, আমি ধীরে ধীরে অলেখক থেকে লেখক হতে শুরু করেছি, আমার এই লেখার পিছনে জিসান ভাইজান, হেলাল ভাইজান সহ অন্যান্য ব্লগারদের আমি কৃতজ্ঞচিত্তে স্বরণ করি।
এইভাবে শম্বুকগতিতে চলতে চলতে ভাবলাম একটা বড় গল্প লিখি, প্লট মাথায় ঘুরছিলো, শুরু করলাম “ভালোবাসি তোমায়”, লিখছি আর লিখছি, একটা পর্ব যায়, দুইটা যায় করতে করতে চল্লিশ পর্বে শেষ করলাম, ব্লগাররা সবাই মহা খুশি, এতো বড় লেখা আমি দিতে পারবো তাতো আমারই সন্দেহ ছিলো, খুবই সফল এক গল্প লিখে আমি গল্পকার, সাথে সমসাময়িক বিষয় ছিলো আমার আগ্রহের, তাও লিখতাম প্রচুর, চিকিৎসা, অদ্ভুতুরে লেখা, একান্ত অনুভূতি সহ বিভিন্ন ক্ষেত্রে আমি সিদ্ধহস্ত হতে শুরু করেছি, এর মধ্যে জিসান ভাইজান বললেন, ” ইঞ্জা ভাইজান খুব ভালো করছেন, এই ব্লগের বাইরে আর কোথাও যাবেননা”।
আমিও জবাব দিলাম, “প্রশ্নই উঠেনা ভাইজান”।
এভাবেই বিচরণ করছিলাম সোনেলার প্রিয় প্রাঙ্গণে। ধীরে ধীরে সোনেলার পরিসর বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন ব্লগারদের চমৎকার পোষ্ট গুলো আমাকে মোহাবিষ্ট করে দিচ্ছিল। আজকের দিনের সোনেলাকে দেখলে, আগের তুলনায় আরও স্বয়ংসম্পূর্ণ দেখায় যা শুধু মাত্র ব্লগারদের একান্ত ভালোবাসার কারণে, সোনেলার ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদেরকে সেই ভালোবাসা এবং সম্মান দেওয়ার জন্য।
আজকের দিনে আমি সোনেলায় তিনশতের উপরে পোস্ট দিয়েছি যার অক্লান্ত সাপোর্টে তা হলো সোনেলা ব্লগ। সোনেলার সাপোর্ট ছাড়া আমি অলেখক এখন লেখক হতে পারতাম না, আমার লেখক স্বত্বাকে চেনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই জিসান ভাইজানকে। আশা করি যতদিন লেখার ক্ষমতা থাকবে, ততদিন আমি লিখে যাবো সোনেলার উঠোনে।
আজ সোনেলা ব্লগ, সেরাদের সেরা ব্লগ হিসাবে সারা বিশ্বে সমাদৃত, ভালোবাসি সোনেলা তোমায়।
ভালোবাসি সোনেলার প্রতিটি ব্লগারকে।
ভালোবাসি সোনেলার সকল পাঠককে।
ভালো থেকো সোনেলা, তোমার জন্য আমি সবসময় অতন্দ্র প্রহরীর মতো আছি তোমার সাথে।
৪৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সোনেলা এর জন্য হাজার শুভেচ্ছা হয়ে যাক জমকালো আড্ডা
ইঞ্জা
ধন্যবাদ অফুরান ভাই।
সুরাইয়া পারভীন
সোনেলার জন্মমাসে সোনলোর দীর্ঘায়ু কামনা করছি। সোনেলার পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক। সারাবিশ্ব বাসীর মনে জায়গা করে নিক সোনেলা। সোনেলার প্রিয় প্রাঙ্গণে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। চমৎকার লিখেছেন
ইঞ্জা
স্বাগতম আপনাকে, এইভাবেই সোনেলাকে ভালোবাসার আবেশে জড়িয়ে রাখুন আজীবন।
নাসির সারওয়ার
সোনেলার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ যা একজন ভালো ব্লগার হবারও প্রকাশ।
ভালো থাকুন। শুভেচ্ছা রইলো।
ইঞ্জা
দোয়া রাখবেন ভাইজান, যেন আপনাদের যৌগ্য উত্তরসূরী হতে পারি।
নাসির সারওয়ার
বাহ! কি সুন্দর কথা।
ইঞ্জা
শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন ভাইজান।
ফয়জুল মহী
সোনেলা এর জন্য শুভেচ্ছা ♥️♥️♥️
ইঞ্জা
ধন্যবাদ ভাই, আপনাকেও শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
ভাই তো সব-ই বলে দিয়েছেন,
আমি শুধু বলি, বুকে আসেন ভাই!!
সোনেলাকে গড়ি একসাথে, পাশাপাশি থেকেই বাঁচি।
ইঞ্জা
দোয়া রাখবেন ভাইজান, যেন আপনাদের সাথে কাঁদে কাঁদ রেখে যেন সোনেলাকে এগিয়ে নিতে পারি। 😍
ছাইরাছ হেলাল
আপনি তাদের একজন যারা সোনেলাকে বুকে রাখে, বুকে বাঁধে।
আপনিও আমাদের দোয়ায় রাখবেন, ভাই।
ইঞ্জা
সম্মানিত হলাম ভাইজান, নিশ্চয় দোয়া থাকবে।
রোকসানা খন্দকার রুকু।
আমরাও থাকতে চাই ভাই॥ শুভ কামনা সোনেলার জন্য।
আরও প্রসারিত হোক এই কামনা॥
ইঞ্জা
এসেই পড়েছেন যখন, এই সোনেলার সবটুকুর ভাগ আপনাদেরও। 😊
রোকসানা খন্দকার রুকু
এসেই যখন পড়েছি এত সহজে আসলেই ছাড়ছি না। আমার স্বভাব এটা শেষ না দেখে মাঠ ছাড়ি না।
আর বড় ভাই ভাগ তো দিয়েই ফেলেছে! আর সমস্যা নেই।॥।। শুভ কামনা দেশী ভাই।
সুপায়ন বড়ুয়া
সোনেলার জন্মমাসে আপনাকে শুভেচ্ছা।
আপনার জয় যাত্রা অব্যাহত থাকুক সোনেলার সাথে।
শুভ কামনা।
ইঞ্জা
সোনেলার জন্মমাসের শুভেচ্ছা আপনাকেও দাদা।
আমি একা কেন যাত্রা অভ্যাহত রাখবো, আপনাদের সাথে নিয়েই চলবো দাদা।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ ও শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আপনার লেখনীতে আপনার গল্পকার হবার বিষয়টি জেনে খুব ভাল লাগলো ভাইয়া। আশা করি ভবিষ্যতে এমন কোন ঝড় আসবে না আর আসলেও এবার আমরা সবাই মিলে প্রতিহত করবো, ঢাল হয়ে দাঁড়াবো। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সোনেলাতেই থাকুন। জয়তু সোনেলা, শুভ ব্লগিং
ইঞ্জা
ধন্যবাদ আপু, নিশ্চয় আমাদের লোকবল দেখে কোনো ঝড় আর আগাতে সাহস করবেনা, কারণ আমরা আরো বেধি শক্তিশালী এখন আপনাদেরকে সাথে পেয়ে। 😊
প্রদীপ চক্রবর্তী
লেখার জগতে যারা ডুবতে বসে সোনেলা তাদের বাঁচিয়ে তুলে।
সোনেলার প্লাটফর্মে এসে নিজেকে ভাগ্যবান মনেকরি।
রোজ রোজকার ভালো ভালো লেখকগণের লেখা পড়ে অনেককিছু শিখতে পারি।
তা আমার জীবনের অনেক প্রাপ্তি।
.
প্রিয় সোনেলা এগিয়ে যাক সফলতার সহিত।
ভালো লাগলো আপনার লেখা পড়ে,দাদা।
শুভকামনা।
শুভ ব্লগিং।
ইঞ্জা
সত্যি তাই, সোনেলা আমাদেরকে প্রতিদিন শেখায় দাদা, সোনেলা নিশ্চয় এগিয়ে যাবে আপনাদেরকে সাথে পেয়ে।
ধন্যবাদ দাদা।
উর্বশী
যে স্বপ্ন টি সোনেলায় এসে আমি দেখা শুরু করেছিলাম,আপনার লেখা পড়ে মনে হলো হয়তো আমি বেঁচে থাকলে বাস্তবায়ন হতে পারে। শুধু ভেবেছিলাম কি দিয়ে শুরু করা যায়? যাক সময় কথা বলবে। আমার পাগলামী তো কিছুটা জানা আছে ইঞ্জা ভাইয়া আপনার। আন্তরিক ধন্যবাদ সোনেলা পরিবারের সকল সদস্যবৃন্দ ও এডমিন,মডারেটর প্যানেল।
ইঞ্জা
আপু, সোনেলার চোখে আমি, আপনি সবাই সমান, আপনি লিলহে যান মনের মাধুরি মিশিয়ে, সাথে থাকুন।
হ্যাপি ব্লগিং।
আরজু মুক্তা
সোনেলা এগিয়ে চলুক।
আমরা শিখি, লিখি।
সোনেলার জন্মমাসে জানাই আন্তরিক শুভেচ্ছা।
ইঞ্জা
সোনেলায় যতদিন থাকবেন, ততদিনই নতুন কিছু শিখবেন।
ধন্যবাদ আপু।
তৌহিদ
আপ্লুত হলাম দাদা! আপনার লেখা পড়ে স্মৃতিকাতর হয়ে পড়লাম। সোনেলাকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ব্লগ কর্তৃপক্ষ আমাদের ব্লগারদের যে সম্মান দিয়েছেন তা ভোলার নয়। অবশ্যই কৃতজ্ঞ তাদের প্রতি।
বাকি কথা আমার লেখায় লিখবো। সোনেলা এগিয়ে চলুক আপনি গতিতে এটাই কাম্য।
জন্মমাসের প্রথম লেখাটি আপনার দেখে যাইপরনাই আনন্দিত হয়েছি। ধন্যবাদ আপনার প্রাপ্য।
ভালো থাকুন দাদা।
ইঞ্জা
জ্বি ভাই, স্বাভাবিক ভাবে আমরা কজনা স্মৃতিকাতর হয়েই যায়, আপনার লেখা পড়ার অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি
জয়তু সোনেলা। সঠিক পথ ভাল উদ্দ্যেশ্য কখনো থেমে থাকে না। জিসান-হেলাল ভাইজান সাথে,নাসির সারোয়ার ভাই সবার প্রতি কৃতজ্ঞতা।তাদের কল্যায়ণে আজকে আমরা ব্লগার লেখক।শুভ জন্মদিন প্রিয় সোনেলা।
ইঞ্জা
সত্যি ভাই, সেসব দিন ভুলা যায়না, সে সময় আপনারা সাথে না থাকলে কি যে হতো তা আল্লাহই জানেন।
সত্যই বলেছেন ভাই, জিসান ভাইজান, হেলাল ভাইজান সহ সবার প্রতি সত্যি কৃতজ্ঞ।
মোঃ মজিবর রহমান
সোনেলা এখন পুর্বের যেকোন সময়ের চেয়ে শক্তিশালি একটি ব্লগ। নিসন্দেহ।
ইশাল্লাহ সোনেলা অনেক বহুদুর এগিয়ে গিয়েছে আরো যাবে।
শুভব্লগিং। সকল ব্লগার ও পাঠকের প্রতি লাল গোলাপ শুভেচ্ছা।
ইঞ্জা
এখন সোনেলা অন্যান্য সময়ের চাইতে বেশি শক্তিশালী, সাথে থাকুন, সবার হাত শক্ত রাখুন ভাই।
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
ইনশাল্লাহ আছি। এবং থাকব।
শামীম চৌধুরী
সোনেলায় আপনার আমিত্ব আজ অনেক উর্ধে্ব। সোনেলা একজন অলেখককে লেখব তৈরীর কারিগর একথা সত্য। আপনার অনুভূতি ভাল লাগলো।
ইঞ্জা
সত্যি ভাই, যা বলেছি তা মোটেও মিথ্যা নয়, সোনেলা আমাকে অনেক দিয়েছে।
সুন্দর মন্তব্যের জন্য নিরন্তর ধন্যবাদ ভাই।
শামীম চৌধুরী
আমিও সোনেলায় নিজেকে নিজের প্রতিভাকে মেলে ধরার সুযোগ পেয়েছি। তার জন্য সোনেলার পরিবারের প্রতিটি সদস্য/সদস্যাদের নিকট কৃতজ্ঞ।
কমলিনী
অত্যন্ত সৎ এবং সপাট আপনার লেখনী। আরো অনেক লেখা পড়বার অপেক্ষায়…
ইঞ্জা
কৃতজ্ঞতা দিভাই, সাথে থাকুন এই কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
সোনেলার সাথে আপনার আত্মিক সম্পর্কটা কতো গভীর জানতে পেরে খুব ভালো লাগলো।
সোনেলায় জয়েন করেছি লিখছি পড়ছি সুন্দর সময় কাটছে ভালো লাগছে।
আপনার জন্য এবং প্রিয় সোনেলার জন্য শুভকামনা রইল
ইঞ্জা
যখন কেউ আমার ভিতরের লেখককে উৎসাহিত করে অলেখক থেকে লেখক করে দেয়, তখন সেই কৃতজ্ঞতা থেকেই সোনেলার আত্মিক সম্পর্কের বন্দনে বন্দি করে ফেলে, তখন সম্পর্কের গভীরতা অসীম হয়, একদিন নিশ্চয় এ সম্পর্কের বাধনে আপনারাও আবদ্ধ হবেন নিশ্চয়।
ধন্যবাদ আপু।
খাদিজাতুল কুবরা
ইনশাআল্লাহ ভাইয়া যদি লিখতে না ও পারি পড়বো সবসময়।
ইঞ্জা
শুভকামনা জানবেন।
জিসান শা ইকরাম
আমার জানা আছে যে সোনেলাকে নিয়ে আপনার আবেগ কতখানি,
কতটা ধারণ করেছেন সোনেলাকে হৃদয়ের অভ্যন্তরে,
আজকে সোনেলার যে অবস্থান, তাতে আপনার অক্লান্ত পরিশ্রম মিশে আছে। আপনার মেধা, আন্তরিকতা, নতুন ব্লগারদের সোনেলার ঠিকানা দেয়া। তাঁদের ব্লগার হিসেবে তৈরী করার অবদান সোনেলা মনে রাখবে সব সময়ই। নতুন পুরাতন ব্লগারদের বিরতিহীন ভাবে উৎসাহ দেয়ায় আপনার ক্লান্তি নেই।
আপনি কয়েকটি উপন্যাস সম ধারাবাহিক লিখেছেন সোনেলায়, এখনো লিখছেন। মাঝে মাঝে আপনার ধৈর্যের কথা ভাবতাম- কিভাবে এতগুলো পর্ব লিখছেন আপনি। আমি একটি ধারাবাহিক গল্প লিখে তিন পর্বেই শেষ করে দিলাম, আর ধৈর্য নেই বলে।
সোনেলার স্বজন হয়ে সোনেলাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবো আমরা হাতে হাত রেখে, এই প্রত্যাশা করি।
শুভ কামনা, শুভ ব্লগিং।
ইঞ্জা
ভাইজান সত্যি কৃতজ্ঞতা জানাই আপনাকে, আপনি না থাকলে এই অলেখক লেখক কখনোই হতে পারতোনা যা আমাকে আজন্ম ঋণী করেছেন, ইনশা আল্লাহ সোনেলা এগুবে আমাদের হাতে হাত রেখেই, ধন্যবাদ অহর্নিশ ভাইজান।
সাবিনা ইয়াসমিন
সোনেলায় আসার পর অনেক অনেক লেখা/লেখকদের ভিড়ের মাঝে আপনার ভ্রমণ পোস্ট গুলোই আমাকে আপনার ভক্ত হতে সাহায্য করেছিলো ভাইজান। আমি যখন ব্লগে নিবন্ধন করি তখন আপনার চায়না ভ্রমণ পোস্টের ছয় কি সাত পর্ব চলছিলো। তারপর থেকে আপনার কোনো লেখাই মিস করিনি। নানা কারণে সব পোস্টে কমেন্ট দিতে দেরি করেছি, অথবা কিছু পোস্টে দেইনিও। কিন্তু আপনাকে কখনো মনক্ষুন্ন হতে দেখিনি। সোনেলায় আসার পর থেকে একজন বড় ভাইয়ের অকৃত্রিম স্নেহ ভালোবাসা পেয়েছি আপনার কাছ থেকে। দেখেছি অক্লান্ত হয়ে সোনেলার প্রতি আপনার দায়িত্ব পালন করতে। সহ ব্লগারদের প্রতি আপনার অপার আন্তরিকতা যে কাউকে মুগ্ধ করবে। আমার দৃষ্টিতে আপনি শুধু একজন ব্লগার/লেখকই নন, স্নেহশীল, আন্তরিক, উদারমনা,পরিচ্ছন্ন মানষিকতা সম্পন্ন ভদ্রলোক। জিসান সাহেব এবং মহারাজের কথা বলে শেষ করা যাবে না। চির শ্রদ্ধা এই দুই মহানুভব ব্যাক্তির প্রতি। সোনেলাকে ধন্যবাদ আমাদের পরস্পরকে জানার এমন চমৎকার একটি অঙ্গন দেয়ার জন্যে।
অনেক অনেক ভালো থাকুন ভাইজান। শুভ কামনা নিরন্তর 🌹🌹
ইঞ্জা
আপু লজ্জা পেলাম, আমি বুঝি যে একজন মেয়ে হয়ে সবসময় ব্লগে আসাও সম্ভব হয়না, তেমনি সব লেখাতে মন্তব্যও সম্ভব না, এরপরেও আপনি সময় করে আসেন, লেখা দেন এবং পড়েন, এই অনেক বড় প্রাপ্তি।
দোয়া রাখবেন আপু।