মহান বিজয় মাস ডিসেম্বরে সোনেলায় প্রকাশিত ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হচ্ছে ই-বুক ‘সোনেলার বিজয় দিবস’ । বিজয় দিবস,দেশ,সমাজ ভাবনা,মুক্তিযুদ্ধ,যুদ্ধাপরাধী ইত্যাদি বিষয় নিয়ে প্রকাশিত সমস্ত লেখাগুলো এই ই-বুকে স্থান পাবে।
লেখা নির্বাচন সমাপ্ত। ই-বুক প্রকাশের অপেক্ষায় আছে।
আপডেটঃ
৩০ ডিসেম্বর পর্যন্ত ই-বুকে যাদের লেখা নির্বাচিত হয়েছে :
৩০ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত লেখা গ্রহন করা হয়েছে।
৬৪টি মন্তব্য
নুসরাত মৌরিন
দারুন উদ্যোগ…। (y)
প্রহেলিকা
নিসন্দেহে খুবও ভালও একটি উদ্যেগ, খুশি হলাম শুনে সোনেলার এই পদক্ষেপের কথা। এতে করে ব্লগার অনেক উৎসাহিত হবেন।
সাধুবাদ জানাই, উদ্যেগ সফল হক।
বনলতা সেন
বেশ ভাল একটি কাজ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অভিনন্দন এবং কৃতজ্ঞ। -{@
সঞ্জয় কুমার
ধন্যবাদ সোনেলা ব্লগ কর্তৃপক্ষ কে ।
যাদের অকৃত্রিম ভালবাসায় সোনেলা এতটা পথ অতিক্রম করেছে ।
জিসান শা ইকরাম
এত বড় কর্ম যজ্ঞে ই-বুকের সম্পাদনায় কে থাকবেন জানতে মঞ্চায়
পিছনের মানুষগুলোর নাম কি ই-বুকে স্থান পাবে?
লেখার ক্রম প্রকাশের তারিখ আনুযায়ী হলে ভালো হবে
নীতি হবে ‘ আগে আসলে আগে পাবেন ‘ 🙂
শুভ কামনা।
অরণ্য
ভালো উদ্যোগ। (y)
কৃন্তনিকা
অপেক্ষায় রইলাম। 🙂
শুন্য শুন্যালয়
চমৎকার এই উদ্যোগটির জন্য সোনেলাকে সাধুবাদ জানাচ্ছি। কোনভাবে কাজে লাগলে হাত উঁচু করবেন, পাশেই আছি সোনেলার।
আবির
এইসব বিভাগেত কোনো লেখাই নাই, তার মানে কি বাদ যামু?
উদ্যেগ ভালো, শুভকামনা
লীলাবতী
আমার কোন লেখা নেই এ বিষয়ে 🙁 এইটা কিছু হইলো? এই ছিলো আপনাদের মনে?ডিসেম্বরের প্রথম সপ্তাহে জানালে কি এমন ক্ষতি হতো?লেখা লেখি কখন?কি লিখি ? কিছুই তো মাথায় আসছে না।
লীলাবতীর লেখা ব্যাতিত ই-বুকের সাফল্য কামনা করি।
হৃদয়ের স্পন্দন
সোনেলার এ মহত্তম কম্মে কাজে লাগতে পারলে ভাল লাগত, শুভেচ্ছা রইলো
খেয়ালী মেয়ে
খুব ভাল উদ্যোগ :c
সাইদ মিলটন
খুশী হইলাম 🙂
মিথুন
ইইইইইইই, হবেনা, খেলবোনা, আগে কেনো বলেন নি?
খুব খুশি হলাম এমন একটি উদ্যোগের জন্য। সর্বাত্মক সাফল্য কামনা করছি।
ব্লগ সঞ্চালক কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। -{@
স্বপ্ন
এই পোষ্টটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিলে ভালো হতো.৩০ তারিখের মধ্যে লেখা দেই কিভাবে?
সোনেলার ব্লগারদের লেখা একসাথে পড়তে পারবো,এটি অত্যন্ত আনন্দের খবর।
নওশিন মিশু
শুভ কামনা রইলো … -{@
স্বপ্ন নীলা
খুবই ভাল একটি উদ্যোগ — শুভকামনা রইল
মোকসেদুল ইসলাম
সুন্দর উদ্যেগ। সাফল্য কামনা করছি
মেহেরী তাজ
ভালো উদ্যেগ। সফল হোক এই কামনা করি।
লীলাবতী
অগ্রগতির কোন খবরই পাচ্ছি না।কাজ চলছে তো ব্লগ সঞ্চালক ভাইআপু? :p
ব্লগার সজীব
আমার কি কোন লেখা স্থান পাবে?সাফল্য কামনা করছি।
রিমি রুম্মান
আহা, এমন জানলে লেখাটি আরেকটু সুন্দর করে লিখার চেষ্টা করতাম। যাক, আবার না হয় চেষ্টা করে দেখবো। যদি প্রকাশের উপযুক্ত হয় !
আজিজুল ইসলাম
শুভ উদ্যোগ, ধন্যবাদ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
অপেক্ষায় আছি। -{@
হৃদয়ের স্পন্দন
হাতে পাবো কবে? সইছে না আর
মারজানা ফেরদৌস রুবা
চমৎকার এই উদ্যোগের সর্বাত্মক সাফল্য কামনা করছি।
ব্লগ সঞ্চালক কে ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
উদ্যোগের সাফল্য কামনা করছি। অপেক্ষায় আছি।
থার্ড পার্সন পুরাল
নিসন্দেহে খুবই ভাল উদ্যেগ ।
আজই পোস্ট টা চোখে পড়লো ।খুব দেরী হয়ে গেছে ভাবতেই খারাপ লাগছে ।তারপরে ও সবার জন্য শুভ কামনা রইল ।
জি.মাওলা
খুব ভাল উদ্যোগ
ব্লগ সঞ্চালক
প্রজন্ম ৭১
সঞ্জয় কুমার
মারজানা ফেরদৌস রুবা
মরুভুমির জলদস্যু
মনির হোসেন মমি
ব্লগার সজীব -{@
আপনাদের লেখা প্রকাশ পাচ্ছে, লেখায় কোন পরিবর্তন আনতে চাইলে আগামী কালের মধ্যে তা করুন।
সঞ্জয় কুমার
ব্লগ সঞ্চালক কে অনেক ধন্যবাদ । ।
আমি আমার লেখাটিতে সামান্যতম সংযোজন করেছি ।
৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত পোষ্ট থেকে
১৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পোষ্ট থেকে
২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পোষ্ট থেকে
এগুলোর নির্বাচন কাজ কি এখনও চলছে ?
ব্লগ সঞ্চালক
গতকাল পর্যন্ত আপনার পোষ্ট যেভাবে ছিলো সেভাবেই নেয়া হয়েছে। ৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত লেখা সমূহ বাছাই সম্পন্ন হয়েছে। আপনার কোন লেখা থাকলে এবং সংশোধনের প্রয়োজন হলে আজকের মধ্যেই তা সম্পন্ন করুন।
অরণ্য
অভিনন্দন সকলকে। -{@
আগামীকাল ৩০ তারিখ। নতুন কিছু লেখাও এই ই-বুক এ জায়গা খুঁজবে, সেই আমার আশাবাদ।
মারজানা ফেরদৌস রুবা
আমার সৌভাগ্য যে, এই ডিসেম্বরেই আমি ‘সোনেলা’ ব্লগে লিখতে শুরু করলাম আর এবারই ব্লগ সঞ্চালক এমন একটি উদ্যোগ গ্রহন করলেন। আরও আনন্দ পেলাম নির্বাচিত ব্লগারদের মাঝে আমার নিজের উপস্থিতি দেখে।
আমাকে নির্বাচিত করায় ব্লগ সঞ্চালককে অশেষ ধন্যবাদ।
প্রহেলিকা
ব্লগ সঞ্চালকের পোষ্ট আপডেট পেয়ে বেশ ভালো লাগলো, সোনেলার এই উদ্যেগ প্রশংসনীয়।
প্রজন্ম ৭১
সঞ্জয় কুমার
মারজানা ফেরদৌস রুবা
মরুভুমির জলদস্যু
মনির হোসেন মমি
ব্লগার সজীব ।
নির্বাচিত ব্লগারদের জানাই অভিনন্দন। শুভেচ্ছা রইলো সবার প্রতি। -{@ (3
শুভ কামনা, শুভ ব্লগিং।
মারজানা ফেরদৌস রুবা
অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।
নির্বাচিত ব্লগারদের মাঝে নিজেকে দেখে সন্মানিতবোধ করছি।
ছাইরাছ হেলাল
কঠিন একটি কাজ।
শুন্য শুন্যালয়
অভিনন্দন নির্বাচিত ব্লগারদের। পরিশ্রমী কাজটির জন্য সঞ্চালককে আবার ধন্যবাদ জানাচ্ছি।
ব্লগার সজীব
আমার নামটাও দেখতে পাচ্ছি নির্বাচত ব্লগারের নামের মাঝে \|/ -{@
সঞ্জয় কুমার
অভিনন্দন সজিব ভাই ।
ব্লগার সজীব
আপনাকে ধন্যবাদ সহ অভিনন্দন সঞ্জয় কুমার ভাই।
প্রহেলিকা
অভিনন্দন সজীব ভাই।
আপনার নাম তো চলেই এলো কিন্তু আমার নামেরতো কোন খবর নাই। খবর থাকবো ক্যাম্বে কোনো লেখাইতো নাই। লেখা থাকবো ক্যাম্বে মাসের শেষে দিয়া আইসা ঘোষণা দিলে? এইবার কাইন্দা মরি।
আপনার নাম দেখে ভালো লাগলো সজীব ভাই। আবারও অভিনন্দন।
ব্লগার সজীব
আপনার লেখাতো আছে প্রহেলিকা ভাই।একটা পোষ্টে এটিএন এর লিংক দিয়েছেন।খুব কাজের পোষ্ট।
প্রহেলিকা
নিজের নাম দেখার অপেক্ষায় দিনের ঘুম হারাম করলাম তাও নাম আসে না ভাইয়া। পুরও ইতিহাসের লিঙ্ক দিলাম এইবার যদি নাম না আসে তাহলে নিজেই প্রতিবেদন তৈরীই করে ফেলবো। এইবারের মতো প্রতিবাদের হুমকি দিলাম না।
প্রহেলিকা
নওশিন মিশু
নুসরাত মৌরিন
আহমেদ পরাগ
জসীম উদ্দীন মুহম্মদ
আপনাদের সকলকে জানাই অভিনন্দন! আপনারা আপনাদের নিজের কৃতিত্বে তুলে এনেছেন আপনাদের নাম নির্বাচিতদের তালিকায়। লেখাগুলো পড়েছি সবাই অসাধারণ লিখেছেন। শুভেচ্ছা সতত।
ব্লগ সঞ্চালককে ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত আপডেটের জন্য। পরবর্তী আপডেটের অপেক্ষায় বেশিদিন রাইখেন না। শুভকামনা জানবেন।
হৃদয়ের স্পন্দন
প্রহেলিকা ভাই এসে গেছে আপনার নাম, নিজের নাম ও দেখতে পাচ্ছি 😀
নওশিন মিশু
সত্যি আমি নির্বাচিত….Just ভাবতে পারছিনা!!! অসংখ্য ধন্যবাদ সাথে ই-বুকের সাফল্য কামনা করছি …. -{@
নুসরাত মৌরিন
আমার নাম আছে,আমার নাম আছে!! 😀
অনেক খুশি লাগছে!!!
অনেক অনেক ধন্যবাদ আমার ক্ষুদ্র লেখাটিকে সংযোজিত করার জন্য। 🙂
প্রহেলিকা
নাম আছে নাম আছে! এর চেয়ে খুশির আর কি হতে পারে। প্রতিবাদের আগেই নাম তুলে দেয়াতে কৃতজ্ঞতা জানাই। সবাইকে মিষ্টি খাঅয়াতে ইচ্ছে করছে, দূরে আছি তো সবাই তার নিজের পকেটের টাকা দিয়ে মিষ্টি কিনে খাক।
রিমি রুম্মান
আমার নামও আছে দেখছি !! যাক্, ভাল লাগছে জেনে। উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানাই। -{@
সাইদ মিলটন
নিজের নাম দেইখা ফিলিং ঢিংকা চিকা \|/
মেহেরী তাজ
আমার কোন লেখাই নেই 🙁
প্রজন্ম ৭১
এক নাম্বারেই কার নাম দেকা যাচ্চে :p ভুলে প্রজন্ম ৭১ লিখে ফেলেননি তো ? 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সোনেলা ভূল করে না, জেনে শুনেই বিষ পান করেন।ধন্যবাদ ব্লগটিমকে এমন একটি স্বদেশীয় স্বাধীনতার তেজদীপ্ত নামটি প্রথমে রাখায়। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কৃতজ্ঞ সোনেলার কাছে নামটি সকল গুণিদের মাঝে রেখেছেন বলে -{@ এখন অপেক্ষা আর কত?
রণবীর
আমি যাস্ট নিজের চোখ কে বিশ্বাস করতে পারছি না । আমি শিওর আমার নামটা ভুলেই এসেছে ।
হৃদয়ের স্পন্দন
আরেকটা আইডিয়া, পোগ্রামাদের সাথে কথা বলে এপস করা যায়না
শুন্য শুন্যালয়
যাদের দুই তিনটা কইরা লেখা আছে, তারা কেউ আমারে একটা লেখাও ধার দিলোনা 🙁 যাউক, নাম দিয়া কাম কি? এই দিন, দিন না, আরো দিন আছে।
রণবীর
আমি দিব । কোনটা নিবেন ?
ব্লগার সজীব
অপেক্ষায় আছি,কখন প্রকাশ হয় 🙂
স্বপ্ন নীলা
সুন্দর এই উদ্যোগকে স্বাগত জানাই