১ / সোনেলা ব্লগ দৃঢ় ভাবে বিশ্বাস করে আমরা জাতি হিসেবে বাঙ্গালী এবং নাগরিকতায় বাংলাদেশী।
২ / সোনেলা ব্লগ বিশ্বাস করে , এই দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার। যে যার ধর্ম পালন করবে। একে অন্যের ধর্মের উপর জোর জবরদস্তি করবে না ।
৩ / সোনেলা ধর্মীয় মৌলবাদকে ঘৃণা করে। তেমনি ঘৃণা করে ধর্ম বিদ্বেষী উগ্রতাকে।
৪ / ১৯৭১ এর ঘৃণিত খুনি ধর্ষক রাজাকার আলবদর আলসাম্স এবং এর সমর্থনকারীদের দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিৎ – সোনেলা এটি আন্তরিক ভাবে বিশ্বাস করে।
নীতিমালার প্রশ্নে যে সমস্ত বিষয়ে আপোষ করা হবে না ।
১ / মহান স্বাধীনতা যুদ্ধ , মুক্তিযোদ্ধা সম্পর্কে সামান্য সমালোচনা গ্রহন করা হবে না ।
২ / জাতীয় সঙ্গীত,জাতীয় পতাকা সম্পর্কে কোন সমালোচনা মূলক পোস্ট দেয়া যাবেনা।
৩ / বাঙালির ঐতিহ্য , ভাষা আন্দোলন , শহীদ মিনার , জাতীয় স্মৃতি সৌধ এবং অন্যান্য ভাস্কর্য যা আমাদের মহান জাতিসত্তা , মুক্তিযুদ্ধ , ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে , এ বিষয়ে কোন সমালোচনা করা যাবে না ।
৪ / কোন অশ্লীল লেখা , ছবি , ভিডিও কোন ব্লগার পোস্ট করলে , বা মন্তব্যে কোন অশ্লীল শব্দ , বাক্য , ছবি , ভিডিও ব্যবহার করলে , কোন ধরনের সুযোগ না দিয়ে সেই ব্লগারকে বহিষ্কার করা হবে ।
৫/ সোনেলা পোস্ট ফ্লাডিং নিরুৎসাহিত করে। একজন ব্লগার দিনে একের অধিক পোস্ট না দেন , সোনেলা এটি প্রত্যাশা করে। ২৪ ঘন্টায় কোন ব্লগারের একাধিক পোস্ট হলে , একটি রেখে অন্য সব পোস্ট খসড়ায় রেখে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগার ইচ্ছে করলে পরেরদিন খসড়ায় জমাকৃত পোস্ট পুনঃ পোস্ট দিতে পারবেন।
৬ / নারীদের সম্পর্কে আজে-বাজে মন্তব্য বা নারীদের নিচু করে কোনো পোস্ট দেয়া যাবে না।
৭ / যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট হলে , পরবর্তীতে প্রমাণ পাওয়া গেলে তা মুছে ফেলা হবে । অন্যের লেখা বা ছবি কোন সুত্র ব্যতীত পোস্ট করা অপরাধ বলে গন্য করা হবে।
৮ / পর্ণ বলে বিবেচিত সব ধরনের লেখা , ছবি , ভিডিও , ওডিও প্রকাশ করলে কোন সতর্কবাণী ছাড়াই সংশ্লিষ্ট পোস্ট ও ব্লগারকে অপসারন করা হবে।
৯ / যেকোনো ধরণের মন্তব্য, যার মর্মার্থ গঠনমূলক না হয়ে সংঘাত-প্রয়াসী / উস্কানিমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা সরিয়ে দেয়া হবে , কোন কোন ক্ষেত্রে ব্লগারকে অপসারন করা হবে।
১০ / কোন হত্যাকাণ্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।
১১ / সোনেলা ব্লগ কর্তৃপক্ষ মনে করলে এক লাইনের বা একটি মাত্র ছবি দিয়ে অর্থহীন/বক্তব্য হীন/অযৌক্তিক পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারে।
১২ / সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনও কাজের সমর্থনে দেওয়া পোষ্ট সরিয়ে দেওয়া হবে।
১৩ / ভিন্ন দল ও মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গালাগালি পূর্ণ পোষ্ট বা মন্তব্য বিনা নোটিশে মুছে দেওয়া হবে।
১৪ / কোন ব্লগার অব্যাহত ভাবে বিজ্ঞাপন মুলক প্রচারণা করলে, তার পোষ্ট হতে বিজ্ঞাপন / পোষ্ট মুছে দেয়া হতে পারে এমনকি তার ব্লগীং সুবিধা বাতিল হয়ে যাবে।
বিজ্ঞাপন বলতে কোন পণ্য বা সোনেলা ব্লগ ব্যতীত অন্য কোন সাইটের প্রচারণা বুঝাবে।
১৫ / সোনেলা ব্লগে প্রকাশিত যে কোন ব্লগারের লেখার সকল দায়-দায়িত্ব পোস্ট দাতা ব্লগারের নিজের। সোনেলা ব্লগ ব্লগে প্রকাশিত ব্লগারদের লেখা সম্পর্কিত কোন দায়-দায়িত্ব বহন করবে না।
১৬ / কপিরাইট আইনের প্রতি যত্নবান হতে হবে। কপিরাইট আছে এমন কিছু পোস্ট বা লিংক বিতরণ করা যাবে না । করলেও এ সম্পর্কিত যথাযথ নিয়ম মেনে চলুন।
১৭ / বাংলায় ব্লগার নাম এবং বাংলা ব্যতীত অন্য কোন বর্ণমালায় পোস্ট বা মন্তব্য গ্রহণযোগ্য হবে না ।
৩০টি মন্তব্য
খসড়া
ধন্যবাদের সাথে সহমত পোষন করছি।
সঞ্জয় কুমার
সহমত
ছাইরাছ হেলাল
আপাতত ভালই মনে হচ্ছে ।
অপেক্ষা করি অন্যদের মতামতের ।
লীলাবতী
সোনেলা নিজেই করুক , যারা মেনে ব্লগিং করবে তারাই লিখবে এখানে ।
ফাহিমা কানিজ লাভা
আরো একটি বিষয় বিবেচনায় রাখতে অনুরোধ করব সোনেলা কর্তৃপক্ষকে।
→ নারীদের সম্পর্কে আজে-বাজে মন্তব্য বা নারীদের নিচু করে কোনো পোস্ট দেয়া যাবে না। কোনোভাবেই যেন নারী স্বাধীনতা বিরোধী কথা কেউ না লেখে।
সঞ্জয় কুমার
নারী বা পুরুষ কেন কোন ব্লগার কে বা কাউকেই ব্যাক্তি আক্রমণ করে পোষ্ট না দেয়াই উচিত ।
নিশিথের নিশাচর
অশেষ ধন্যবাদ এবং সব গুলো নিয়মের সাথে সহমত।
জিসান শা ইকরাম
এইটা কেমন কথা ? এতদিনেও নীতিমালা করা যায়নি ? খুব খ্রাফ !
জি.মাওলা
###ব্লগ নীতিমালা####
**যেসব বিষয় মডারেশানের আওতায় আনা হতে পারে–
০১। যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট করা হলে প্রথম পাতা থেকে সরানো হবে।
০২।স্পষ্টভাবেই বাংলাদেশ রাষ্ট্র, বাঙালী জাতি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যের মত স্পর্শকাতর বিষয়গুলোকে আক্রমণ করে পোস্ট, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও এবং পর্ণ প্রকাশ করলে কোন সতর্কবাণী ছাড়াই সংশ্লিষ্ট পোস্ট ও ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৩। যেকোনো ধরণের মন্তব্য, যার মর্মার্থ গঠনমূলক না হয়ে সংঘাত-প্রয়াসী / উস্কানিমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা সরিয়ে দেয়া হবে ।
০৪। একাধিক নাম বা ছদ্মনাম ব্যবহার করে ব্লগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
০৫। একই বিষয়ে একের অধিক পোষ্ট করা হলে প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে। তাই প্রথম পাতায় একই বিষয়ে পোষ্ট থাকলে নতুন কোন পোষ্ট না দেয়ার অনুরোধ করা হচ্ছে।
০৬। কোন হত্যাকাণ্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।
০৭। সঞ্চালক মনে করলে এক লাইনের বা একটি মাত্র ছবি দিয়ে অর্থহীন/বক্তব্য হীন/অযৌক্তিক পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারে।
০৮। সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনও কাজের সমর্থনে দেওয়া পোষ্ট সরিয়ে দেওয়া হবে।
০৯। ভিন্ন দল ও মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গালাগালি পূর্ণ পোষ্ট বা মন্তব্য বিনা নোটিশে মুছে দেওয়া হবে।
১০। কোন ব্লগার অব্যাহত ভাবে বিজ্ঞাপনমুলক প্রচারণা করলে তার ব্লগীং সুবিধা বাতিল হয়ে যাবে।
১১। প্রত্যেকের ব্যক্তিসত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যত্নবান হন। সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য নয় এমন কিছু না লেখাই ভাল। এবং খেয়াল রাখবেন যেন আপনার লেখা সব বয়সী মানুষের পড়ার উপযোগী হয়।
১২। ব্লগে আপনার লেখার সকল দায়-দায়িত্ব আপনার নিজের। তবে, লেখা প্রকাশিত হওয়ার পর তা রাখা বা মুছে ফেলার ক্ষমতা মডারেশন বোর্ডের। ওয়েবসাইট কর্তৃপক্ষ, মডারেটরগণ বা অন্য কেউ ব্লগে প্রকাশিত আপনার লেখা সম্পর্কিত কোন দ্বায়-দায়িত্ব বহন করবে না।
১৩।কপিরাইট আইনের প্রতি যত্নবান হবেন। কপিরাইট আছে এমন কিছু পোস্ট বা বিতরণ করবেন না। করলেও এ সম্পর্কিত যথাযথ নিয়ম মেনে চলুন।
১৪। প্রথম পাতায় একজন ব্লগারের দুই’য়ের অধিক পোস্ট এলে ফ্লাডিং বলে গণ্য করা হবে। কোন ব্লগারের প্রথম পাতায় দুই’য়ের অধিক পোস্ট দেখা গেলে পূর্বের পোস্টের গুরুত্ব বিবেচনায় যে কোন দুইটি রেখে অন্য পোস্টগুলো প্রথম পাতা হতে সরিয়ে দেয়া হবে। যে কোনও ধরনের স্প্যামিং, কোডিং মুছে দেয়া হবে।
১৫। বাংলায় ব্লগার নাম এবং বাংলা ব্যতীত অন্য কোন বর্ণমালায় পোস্ট বা মন্তব্য গ্রহণযোগ্য হবে না ।
## এই গুলি মেনে চলুন সুস্থ সুন্দর ব্লগ উপহার দিন।
ব্লগ সঞ্চালক
আপনার মন্তব্যে দিয়ে আপনি একটি আলাদা পোস্ট দিয়েছিলেন , একই বিষয় বস্ত্য হওয়ায় তা মুছে ফেলা হয়েছে ।
আদিব আদ্নান
১ * ব্লগের লেখক ও মন্তব্যকারীর বক্তব্যের দায়দায়িত্ব তাদের নিজেদের ।
২* একদিনে দু’টি লেখা দেয়া যেতে পারে ।
৩* বক্তব্যে ও ভাষায় সন্মান ও শালীনতার প্রশ্নে জিরো টলারেন্স
আপনাদের টিম এগুলো ভেবে দেখতে পারে ।
বনলতা সেন
যাক্ , এতদিনে ভাল কিছু হচ্ছে দেখে আনন্দিত ।
অভব্য অসভ্যের জায়গা নেই এখানে ।
নুরুন্ননাহার শিরীন
অত্যন্ত যৌক্তিক সোনেলা নীতিমালা, আপাততঃ এই নীতিমালার অধিক নীতির প্রয়োজন হয় কি সুন্দর ব্লগিংয়ের জন্য? যা কিছু অবান্তর, অভব্য, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরুদ্ধ সেক্ষেত্রে অবশ্যই কোনও ক্ষমা ভুলেও নয়। অশ্লীল কটু মন্তব্য কিংবা গালিগালাজ চলবে না। এবঙ অসুন্দর লেখা ও ছবির ক্ষেত্রেও ব্লগ সঞ্চালকের সচেতন হস্তক্ষেপের অধিকার থাকাই বাঞ্ছনীয়। সোনেলা ব্লগ হউক সুন্দরের উপমা।
ব্লগার সজীব
পোস্টে এবং বিভিন্ন মন্তব্যে যে সব সাজেশন এসেছে , এটিই যথেষ্ট মনে করছি এই মুহূর্তে। সাথে আছি সোনেলার।
প্রজন্ম ৭১
আপাতত এতেই চলবে ।
ব্লগার সজীব
নীতিমালা কি চুড়ান্ত হয়নি ? নীতিমালায় ক্লিক করলে কিন্তু ফাকা দেখা যাচ্ছে ::P
পাগলা জাঈদ
ভাল লাগল নীতিমালা পড়ে, আমার প্রশ্ন হল আমি মাঝে মাঝেই কিছু লেখা লিখে ফেলি যা অন্যায়ের বিরুদ্ধে যায়, আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সাবেক প্রধাণমন্ত্রী দুই বৃহৎ রাজনৈতিক দলের প্রধাণ নেতা সেহেতু আমি দায়ভার টা তাদেরকেই দেই।
এডমিনের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই ধরণের লেখা কোন পর্যায় ফেলা হবে ?
যেহেতু আমার বেশির ভাগ লেখাই সমাজ ও দেশ নিয়ে সেহেতু আমার এই প্রশ্নের উত্তর টা জানা খুব জরুরী।
উদাহরণ স্বরূপ আমি এখানেই একটা কবিতা দিচ্ছি,
সম্রাজ্ঞী
-আবু জাঈদ
আপনাকে বলছি লালায়িত সম্রাজ্ঞী —
একদিন তাজা রক্তে মিলেমিশে একাকার হবে আপনার মুকুটের রক্তজবা
সাদা পালকের ফুরফুরে কেশাগ্রে মিশে যাবে জনতার ঘাম
আপনি হবেন সুখী কাঠুরিয়ার জামা সন্ধানকারী উদ্ভ্রান্ত মানবী
বুকের পচনধরা মাংসপিণ্ডের ঘা চেটে দেবে অভুক্ত নেড়ি কুকুর
কুড়ি দিনে গলা টিপে মেরে ফেলা শিশুর আত্মা ভর করবে ঐ বেঁকে যাওয়া মেরুদণ্ডে
নর্দমার হৃদয় ছুঁয়ে আসা কেঁচো মেশানো এক ফোঁটা ওয়াসার পানির জন্যে আর্তনাদ করবে কণ্ঠনালী
ধিক্কারে ধিক্কারে অবশ হয়ে আসবে দুই চোখের ফ্যাকাসে মনি
বর্বরতার প্রতীক গণভবন নামক প্রাসাদে শুরু হবে স্বরণকালের ভয়াবহ শিলা ঝড়
আশেপাশে লেজ নাচিয়ে ঘুড়তে থাকা বুদ্ধিজীবী ছাগলের পাল মুখ ফেরাবে।
সেদিন আমাদের কথা মনে করবেন সম্রাজ্ঞী
একবার ক্ষমা চেয়ে ফিরে আসবেন এই নিপীড়িত জনতার বুকে
কথা দিলাম ষোল কোটি বুকের সবচেয়ে উষ্ণ স্থানে ঠাই দেব আপনাকে।
নীতেশ বড়ুয়া
হঠাৎ করে এই পোস্ট আবার উঠে এলো কি করে!!
এই পোস্ট স্টিকি/পিণ করে দেওয়া হোক সব সময়ের জন্যে।
ছারপোকা
যাক তাহলে এত দিন পর হলো ।
ভাল এ খারাপ না ।তবে অন্য সবার মতামত যাচাই করে মূল নীতিমালা করাই ভাল ।
খেয়ালী মেয়ে
পাশেই আছি সোনেলার 🙂
মেহেরী তাজ
নীতিমালা মেনে সোনেলার সাথে আছি।
আবু জাকারিয়া
নিতীমালা ভাল লাগল। ২৪ ঘন্টার পরিবর্তে ৪৮ ঘন্টায় একটি পোস্ট হলে কি আরো ভাল হত?
জিসান শা ইকরাম
খারাপ হয় না
দিনে একটা লেখা কিভাবে লেখে একজনে?
আমার জন্য ৭ দিনে একটা করলে ভালো হয় 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত ব্লগটিমিমের যে কোন সিদ্ধান্তে -{@
খসড়া
সহমত
কৃন্তনিকা
খুবই সময়োপযোগী নীতিমালা (y) (y) (y)
স্বপ্ন নীলা
সহমত এবং শ্রদ্ধা রইল নীতিমালার প্রতি
লীলাবতী
নীতিমালার সাথে একশত ভাগ সহমত।
আমি অথবা অন্য কেউ
১, ৪(১,২), ৬ এবং ১ এর ব্যাপারে ন্ন মত অথবা কনফিউশন আছে।
সর্বোপরি আমার মতে স্পেসিফিক নিতিমালার চেয়ে পারস্পরিক শ্রধাবোধ আর কি করছি আর বলছি এটার সেন্স জরুরী।
প্রজন্ম ৭১
সবাইকে সন্তষ্ট করে কোন নীতিমালা প্রণয়ন করা সম্ভব না।