বছর খানেক আগে মেজো চাচার ব্যাংকের কাজের জন্য জিসান সাহেবের সাথে ফোনে কথা হচ্ছিলো। জিসান সাহেবের ব্যাংক একাউন্ট ব্যাবহার করা বিষয়ে।
তারও আগের কথা একটু বলে নেই।
ফেসবুক দুনিয়ায় আমার পদার্পন তখন মাত্র একবছর। ফেসবুকে যুক্ত হবার পরে অনেক পুরোনো স্বজন খুঁজে পেয়েছি। একদিন হঠাৎ দেখি জিসান সাহেবও রিকোয়েস্ট পাঠালেন। আমার কি দ্বিতীয় চিন্তা করার অবকাশ থাকার কথা?
মোটেইনা!! তো তারপর থেকে দেখি,আমার বিভিন্ন লেখায় সুন্দর সুন্দর কমেন্ট করেন। কিছুদিন যেতে না যেতেই দেখি তিনি আমাকে সোনেলা গ্রুপে এ্যাড দিলেন। অনেকের লেখা পড়ি ওখান থেকেই। ভালো লাগার পাশাপাশি একদিন অভিযোগ করলাম ইনবক্সে।
“আপনাদের এখানে তো অনেকের লেখায় প্রচন্ড ভুল! নোটিশ করে সবাইকে বিষয়টা অবগত করেন। ” হেসে দিয়েছিলেন তখন।
ব্লগ সম্পর্কে কোনো ধারনাই ছিলোনা। টেলিভিশনে, খবরের কাগজে দেখি তখন ব্লগার হত্যার ঘটনা। ব্লগার কি? এর আলাদা বিশেষণটা কি? কিচ্ছুই মাথায় ঢোঁকেনা। অন্যান্যের মতো বিপরীত ভাবনা আমারো জন্মেছিলো। তো…. যাই হোক!
ব্যাংকের কথাবার্তার এক ফাঁকে জিসান সাহেবকে জিজ্ঞেস করলাম– “সোনেলা গ্রুপে কি আমি আমার টুকটাক লেখা দেবো?” তখনই জিসান সাহেব বললেন “হ্যাঁ..অবশ্যই,এটা আবার জিজ্ঞেস করতে হবে? তোরা আমার আপনজন তোরা লিখবিনা তো কারা লিখবে?”
ওইদিন রাতেই উনি আমার আইডিতে থাকা একটা লেখায় আশ্চর্য মূলক মন্তব্য করলেন।….. তুই যে এত ভালো লেখো(আমি নিজেও জানিনা, আমি কতটা ভালো লিখি।) আমার তো ধারনাই ছিলোনা!! এরপর থেকে আমার ব্লগে লিখবি। কাউকে বলিনি সোনেলা ব্লগটা আমার। তোর একটা আইডি করতে হবে!।
তারপর কেটে গ্যাছে বেশ কিছুদিন।
আইডিও করে দিলেন জিসান সাহেব।আইডির লিঙ্কও পাঠালেন ইনবক্সে। হাতের মোবাইলটা তখন একেবারেই উপযুক্ত না।
গ্রুপে টুকটাক লেখা শেয়ার করছি।
একদিন ব্লগার সাবিনা ইয়াসমিন প্রথম মন্তব্য করলেন। আমার ভীষণ ভালো লাগলো সে মন্তব্য।বুঝলাম হয়তো একেবারে খারাপ হয়নি লেখা।
একবার একটা ছোট গল্প শেয়ার করেছিলাম। কি হয়েছিলো? অনেক রাতে গল্পটা লিখেছিলাম বলে তৎক্ষনাত পোষ্ট না করে অনলি মি করে রেখেছিলাম।
পরেরদিন যখন ওটা টাইমলাইন থেকে সোনেলা গ্রুপে শেয়ার করলাম! ওটা আর এ্যাভেইলএভেল হলোনা। সাবিনা আমাকে বিষয়টা বুঝিয়ে দিলেন কমেন্টেই।
আমি হচ্ছি ডিচিটাল বিষয়ে গন্ডমূর্খ! বুঝবো কি ঘন্টা? দুদিনের মাথায় সাবিনা রিকোয়েস্ট পাঠালো। এ্যাকসেপ্ট করলাম। সেও আমার পোস্টে কমেন্ট করে।
একদিন ইনবক্সে কথা হলো প্রথম।
প্রথম দিনেই বুঝে গেলাম সাবিনা ইয়াসমিন কি চমৎকার একজন মানুষ। কথার পৃষ্ঠে আমাকে যেমন করে বুঝিয়ে দিলেন কারিগরি কায়দা! তার তুলনা হয়না।
আমাকে ক্রমাগত উস্কাচ্ছেন ব্লগে কেন এখনো লেখা দিচ্ছিনা?
আইডি নিয়ে ব্লগে কিছুতেই লগইন করতে পারছিলাম না। জিসান সাহেবকেও বললাম।
জিসান সাহেব ধৈর্য ধরে স্ক্রিন শট দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন কিভাবে লগইন করবো। ব্যাস্…… করলাম লগইন।
করলাম মন্তব্য দিয়ে যাত্রা শুরু। কার পোষ্ট ছিলো মনে করতে পারবোনা।
এখানে এসেই বুঝলাম ব্লগ কি এবং কেমন? পরিচ্ছন্ন, পরিপাটি এক বিশাল উঠোন। এ উঠোনের সব সদস্য একে অপরের আত্মজন। প্রথম লেখা পোষ্ট করার পরই বুঝলাম সবাই কতটা আন্তরিক!!
একদিন সাবিনা বলেছিলো “আপনার লেখার মান ভালো। আপনি ব্লগে এলে দেখবেন আপনার লেখার মন্তব্য কেমন আসে। আপনি বুঝে যাবেন ”
সত্যি আমি বুঝেছিলাম। আমি জানতাম না সোনেলার ইতিহাস। সোনেলার জন্মমাস উপলক্ষে সবার পোষ্ট পড়ে পড়ে জানতে পারছি সোনেলা জন্মের আদ্যোপান্ত ইতিহাস।
এই এক বছর এক মাস সাতাশ দিন বয়সি বন্যা লিপি সোনেলায় বয়ে যাওয়া ঝড়ও দেখেছে। কুড়িয়েছে কিছু অভিজ্ঞতা। তখনও বন্যা লিপি অটল ছিলো একমাত্র নিজ অবস্থানে। শুনতে হয়েছে বেমালা কিছু নষ্ট শব্দ! সময়ের প্রতীক্ষায় কানে তুলো আর পিঠে কুলো বেঁধে সময় নিয়েছি শুধু।
ইনবক্সে নক করেছি অনেকের। সাড়া পাইনি তেমন কোনো।…… সময়ের প্রতীক্ষায় থেকেছি!
কিছুদিন যেতেই লেখা নিয়ে এসেছি সাবিনা আর আমি ইনবক্সে কথা বলে।
লেখা ছেড়ে দেবার পরই। ইনবক্সে এক ভাই জানতে চাইলেন….. “আপু আপনি কি ব্লগিং করছেন?” জবাব দিয়েছিলাম। ” হ্যাঁ….করছি, এবং করবো।এটা আমার পরিবার ” সেই ভাই আসলে বুঝতে চেয়েছিলেন আমার মনোভাব।
ভাই বুঝেও গিয়েছিলেন।
এখানে পেয়েছি সব্বাইকে।তাঁদেরকে যারা আদতেই সোনেলার সোনালী সৈণিক!
ঝড় থেমেই যায় একসময় না এক সময়!
রেখে যায় শিক্ষা। তবু জীবন থেমে থাকেনা। থাকেনি, থাকবেনা সোনেলার পথচলা। সোনেলা এমন একটা ব্লগ যেখানে সবাই সবার লেখা যথেষ্ঠ সন্মান এবং মানসম্মত মর্যাদা দেন প্রত্যেক লেখক।
এখানে আপন ঘর সবার।
বলতে ভুলে গেছি… আমাকেও প্রলুব্ধ করা হয়েছিলো মলমপার্টির সাথে যোগ দেবার জন্য। স্বসন্মানে পরিত্যাগ করেছি সব মলমপার্টি ব্যাবসায়ীদের। সোনেলা আমার যেমন ইচ্ছে তেমন লেখার খাতা।
সোনেলা আমার গর্বের জায়গা।
হয়তো লেখালিখির জগতে কেমন করে আসলাম। এখানে লিখতে পারতাম।
কিন্তু আমার একটা সিরিজ এখনো অসমাপ্ত আছে। ওখানেই লিখবো আমার বাকি কথা।
সোনেলার জন্মমাসে রইলো সোনেলার জন্য অনিঃশ্বেষ শুভ কামনা। সকল লেখকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা,শুভেচ্ছা। সব্বাই খুব ভালো থাকবেন🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
২৭টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আপনার সোনেলায় আগমনের ইতিহাস পড়ে যারপরনাই আনন্দিত হলাম ম্যাডাম। শুরুটা আসলেই বেশ ভালো লাগা দিয়ে তৈরি হয়েছিলো, যার রেশ আপনার লেখায় ঝরে পরছে। 🙂
( এটা এক ব্লগারকে দেয়া আরেক ব্লগারের কমেন্ট । এবার নীচে হবে বন্ধুর লেখায় বন্ধুর কমেন্ট।)
বন্যা লিপি
হয়তো আরো কিছু যোগ করা যেত। আমার কি হয় জানেন তো!! বিশাল বড় বড় লেখা একটানা পড়ার ধৈর্য় থাকেনা। (পৃষ্ঠা উল্টে উল্টে বই পড়া বাদে) তেমনি নিজে লিখতে গেলে বড় করে (বিশাল বড়), ধৈর্যচ্যুতি ঘটে। ভাবছি আরেকটা লেখা লিখবো আরেকটু বিশদ ভাবে। দেখাযাক কি করি?
মোঃ মজিবর রহমান
অনেক অনেক সুন্দর লেখায় আপনাকে চেনা যাই আপু। সোনেলা আসলেই আপন আমিও মুগ্ধ সোনেলা য়।সোনেলা জন্মমাসের শুভেচ্ছা রইল।
বন্যা লিপি
আপনাকে পাচ্ছি আমার প্রথম পোষ্ট থেকেই নিয়মিত। আমি খুবই খারাপ টাইপের পাঠক। সবার পোষ্টে সময় নিয়ে মন্তব্য করা হয়না। তবে যথাযথ চেষ্টা কিন্তু করি।
আশা করি ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমার এ অপারগতা।আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা শুভেচ্ছা শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
হা হা হা। আমি পাঠক। আমার পাঠকের দরকার নাই, তয় নিজের জন্যই আপনার পড়া লাগব।
সাবিনা ইয়াসমিন
সোনেলায় তুমি আমি প্রায় একই সময়ে এসেছিলাম। মানে আমাদের আইডি একই দিনে একই মানুষ করে দিয়েছিলেন। তার প্রতি কৃতজ্ঞতা। তোমার লেখা গুলো যখন গ্রুপে শেয়ার দিচ্ছিলে তখন আমি ওগুলো পড়তে পারতাম না, কিন্তু খুব চাইতাম কি লিখেছো দেখতে। তারপর তুমি যখন বললে আপনি আমার সাথে এড হন তাহলেই আমার ওয়ালের লেখাগুলো পাবেন। তখন আর একমিনিট দেরি করিনি।
সময়ের সাথে সাথে আমরা বন্ধু হয়েছি। আপনি থেকে তুমিতে এসেছি। ব্লগ নিয়ে, আমাদের বিভিন্ন ভাবনা নিজেদের সাথে নিঃসংকোচে শেয়ার করেছি। আমরা দুজনেই জানতাম সোনেলা কারো ব্যাক্তিগত চক্রান্তের বলী হতে যাচ্ছে। ঠিক করেছিলাম আর কেউ পাশে না এলেও আমরা আমাদের ব্লগ ছাড়বোনা। সেদিন গুলোতে আমরা সবাই অনড় থাকতে পেরেছিলাম বলেই আজ সোনেলার উজ্বলতা একবিন্দুও কমেনি। বরং আগের চেয়ে আরো বেশি সৌন্দর্যময় হয়েছে।
ঝড়ের প্রশংগ আসায় একটা কথা মনে পরলো। ব্লগের এক সময়ের তুখোড় সুপরিচিত কিছু ব্লগার আমাকে সুন্দর একটা নাম দিয়েছিলো। তখন তুমি আমি ঐ নামটিকে ভাগ করে নিয়েছিলাম। ময়না-১, ময়না-২। নাম দেয়া মানুষ গুলো নিজেদের স্বার্থ পূরণ শেষে চলে গেছে। কিন্ত ময়না জোড়া নিয়ে যেতে পারেনি। মনে হয় ময়নাদের উপর পার্টির মলম কাজ করেনি। 😂😂
বন্যা, তোমার শব্দ ভান্ডার আর তার প্রয়োগ যেকোনো লেখককে ঈর্ষান্বিত করে। আমিও ব্যাতিক্রম নই। তবে আমার মুগ্ধতা সেই ঈর্ষার থেকেও বেশি।
আরো অনেক অনেক কিছু বলার ছিলো। কিন্তু আজ আর না। তোমার কত লেখা এখনো পড়ার বাকি আছে। সেগুলোতেও আমাদের কমেন্ট / গল্প চলবে। খুব ভালো থাকো, ভালোবাসায় থাকো। শুভ কামনা অফুরান রইলো। ❤❤
বন্যা লিপি
ঝড় কবলিত দিনের কথা মনে হলেই একবার ভাবোতো সে দিনগুলোর কথা!! কি প্রচন্ড মানসিক অস্থিরতার মধ্যে গিয়েছে সে রমজানের দিনগুলো! তোমাকে আমাকে মেনশন করতে ছাড়েনি দুরাচারী গুলো! তোমাকে পাওয়া যাচ্ছিলোনা। কি পরিমান প্রয়োজন ছিলো তখন তোমার সাথে কথা বলা! এরই ফাঁকে একজন বিরোধী পার্টির একজনের সাথে কথা হয়েছিলো আমার দীর্ঘ ঘন্টা। তিনি আমার সামনে মেলে ধরেছিলেন আষাঢ়ে গল্পের কাহিনী।সবচেয়ে মজার কাহিনী কি জানো? তৎক্ষনাত লিখে ফেলেছিলাম একটা কবিতা। আজো প্রকাশ করিনি কোথাও।
মনে আছে,তোমাকে দেয়া নাম ধরে ডাকাতে আমি ঐ কমেন্ট বক্সেই গিয়ে কমেন্ট করেছিলাম। তারপরই আমরা হয়ে গেলাম জোড়া “ময়না”।
তোমার আমার বন্ধুত্ব অটুট থাকুত সোনেলার ভিত্তির মতো। অফুরন্ত ভালোবাসা তোমাকে ❤❤❤
নিতাই বাবু
আপনার পোস্ট পড়ে ব্লগ এবং গ্রুপে আপনার আসা নিয়ে অনেকিছু জানা হলো। পড়ে ভালো লাগলো। আমিও স্বনামধন্য সোনেলায় মোটেও পুরোনো নয়! তবে এখনো অনেকের কাছে অচেনা অতিথির মতো। এর কারণ হলো, ব্লগে বেশি সময় দিতে না পারা। তবে চেষ্টা করি নিয়মিত থাকতে। পারি না, সময় আমাকে পারতে দেয় না।
আপনার জন্য শুভকামনা থাকলো। আর সোনেলার জন্য থাকলো দীর্ঘায়ু কামনা। শুভ ব্লগিং।
বন্যা লিপি
না দাদা, আপনার এমন কথা মানতে পারলাম না। আপনি মোটেই অপরিপরিচিত নন।গত কয়েকমাসের মধ্যে আপনি আপনার গঠন মূলক মন্তব্য করে করে সবার কাছেই নিজস্ব পরিচয়ে পরিচিতি সুপ্রতিষ্ঠিত করেছেন। আমার প্রায় সব পোষ্টেই আপনাকে পাওয়া যায়।তাহলে কিভাবে আপনি অপরিচিত হলেন। আমারও তো সময়ের অভাব লেগেই থাকে । নিয়মিত আমিও তো তেমন হতে পারিনা।
সব সময়ের জন্য ভালো থাকবেন। শুভ কামনা শুভেচ্ছা জানবেন।
জিসান শা ইকরাম
সোনেলা নিয়ে তোমার আবেগময় লেখাটি পড়ে মুগ্ধ হলাম,
প্রায় সমস্ত লেখায় জিসান আর সাবিনা ম্যাডামের জয়গান,
অন্য সবাই ক্ষেপে না যায় 🙂
তুমি এবং তোমরা অবিচল এবং আস্থাবান ছিলে বলেই ঝড়ে টলাতে পারেনি সোনেলাকে,
বরং ঝড়ই টলে গিয়েছে,
মলম পার্টি এক সময় ধরা খায়ই,
কৃতজ্ঞতা সোনেলার পক্ষ থেকে।
সোনেলার সাথে থেকো,
শুভ কামনা, শুভ ব্লগিং।
বন্যা লিপি
সোনেলাতে আসা জিসান সাহেবের হাতে ধরে। সাবিনা ম্যাডাম দিয়েছেন জ্ঞান কোথায় কি করে পথ চলতে হবে। আর কারো সাথে ব্লগ বিষয়ে তো কোনো রকম সাহায্যের প্রয়োজন পড়েনি আমার!! তাহলে তাঁদের নামও থাকতো লেখায়।এখানে আসার পরই বরং একে একে সবার সাথে পরিচয় পর্ব গড়ে উঠেছে।
আরো কিছু লেখায় যোগ করা যেত। তাতে পোষ্ট পড়ার ধৈর্যে হয়তো অনেকেরই ব্যাঘাত ঘটতো। তাই এড়িয়ে গেলাম।
কিভাবে মলম পার্টির সদস্য দলে টানার চেষ্টা চালিয়েছিলো, কিভাবে জবাব দিয়েছি? কে কেমন করে আষাঢ়ে গল্প শুনিয়ে আস্থা কেড়ে নেবার চেষ্টা করেছে!
এড়িয়ে যাওয়াই সমিচীন মনে হলো।
একে কেটে বাদ দিয়েছি কতেক! আর আমার পরিচয় জানার পর নিজেরাই সরিয়ে নিয়েছে নিজেদের আমার লিষ্ট থেকে।
সোনেলায় যে স্বাধীনতা ভোগ করছি নিজ ঘরের মতো, তাতেই আমি তৃপ্ত। তাই এটা আমার /আমাদের অধিকারের উঠোন।
সোনেলার সাথেই আছি ইনশাল্লাহ থাকবো।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি নিরন্তর শুভ কামনা।
তৌহিদ
সোনেলাকে নিয়ে আপনার অনুভূতি পড়ে সত্যি মুগ্ধ হলাম আপু। আপনারা ছিলেন বলেই মলম পার্টি অজ্ঞান করে দিতে পারেনি সোনেলাকে। আমাদের সবার নিজেদের মাঝে যে আন্তরিকতা তা সোনেলার প্লাটফর্মই করে দিয়েছে আমাদের।
সোনেলা আপনাকে পেয়ে সত্যিই গর্বিত। এভাবেই পাশে থাকবেন সবসময়। শুভকামনা রইলো।
আরজু মুক্তা
আপি, মুগ্ধতা কাজ করলো।
শুভকামনা!
হ্যাপি ব্লগিং!
বন্যা লিপি
মুক্তাপি,আমিও মুগ্ধ আপনার মতো সৈণিকের মন্তব্যে।
শুভ ব্লগিং
ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
সোনেলার একজন নির্ভিক কান্ডারি আপনি তৌহিদ ভাই। বিদ্ধস্ত সময়ে আপনার মতো সৈণিক যে পরিশ্রমটা দিয়েছেন ব্লগের জন্য তা স্মরনীয়। এখানে আপনাদের সবাইকে পেয়ে সত্যিই আমি গর্বিত। সবসময় ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। শুভ কামনা জানবেন।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন আপু।
মনির হোসেন মমি
মলম পাটি বগলদা ব্লগ তাদের বিশ্বাস ঘাতকতার কথা আর স্বরণ করতে চাই না। তবে আফসোস এতো সুন্দর মানবতায় আকাঁ লেখার লেখক লেখুনীদের মন এতো কুৎসিত জানা ছিলো না।
লেখা পড়ে আবেগে আপ্লুত হয়ে গেলাম। আমরা যেন এ ভাবেই বাকীটা পথ সোনেলায় এ ভাবেই থাকতে পারি এই কাম্য। শুভ কামনা রইল আপুটি।
বন্যা লিপি
আমরা এভাবেই থাকবো সোনেলার সাথে। ভালো থাকবেন ভাই। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
সুন্দর ও উপাদেয় ইতিহাস জেনে আনন্দিত হচ্ছি।
সৈনিকদের পছন্দ না করে যে উপায় নেই।
বন্যা লিপি
সোনেলার সব সৈণিক সোনায় মোরা।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
প্রথমে একরাশ মুগ্ধতা দিদি।
লেখার মুগ্ধতা একরাশ আকাশছোঁয়া আর স্বপ্নবোনা সোনালী সোনেলা ব্লগে আপনাদের মত লেখকের লেখায় আমি বারবার মোহিত হয়।
রোজ অজানা কিছু জানছি।
মনে আগ্রহ জাগছে। যদি সোনালী সোনেলায় না আসতাম তাহলে এমন ভালো কিছু রোজ পেতাম না।
প্রিয় সোনেলার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো থাকুন দিদি সবসময়।
বন্যা লিপি
আমি আগেই বলেছি সোনেলা আমাদের “আপন ঘর” এখানে আমরা সবাই একে অন্যের স্বজন। অজস্র শুভ কামনক দাদা ভাই🌷🌷
নাজমুল হুদা
লেখাতে অনেক মাধুর্যময় স্মৃতিচারণ।
তবে আমার হাসিও পাচ্ছে আবার গর্বও হচ্ছে আমার দেওয়া মলমপার্টি শব্দটি মার্কেট পাইছে তাহলে ।
চিল্লাইয়া কী মার্কেট পাওন যাই? ,,লিখলেই মার্কেট পাওন যায় আমি প্রমাণ করে দিলাম চক্রান্তকারীদের মলমপার্টি উপাধি দিয়ে 😛
বন্যা লিপি
কথাতো ক্লিয়ার। নাকি কোনো ভেজাল আছে? আছে? নাইতো!! মোক্ষম কোনো বাক্য উচ্চারিত যার কাছ থেকেই হোকনা কেন….. সেটাই উপযুক্ত উদাহরন হিসেবে ব্যাবহার করবে সবাই। যথাযথ উপাধি হইছে “মলম পার্টি” 😂😂
ভালো থেকো ভাই।
নাজমুল হুদা
কোনো ভেজাল নাই,, কথা স্পষ্ট ক্লিয়ার ।
ধন্যবাদ আপু 😍
রেহানা বীথি
স্মৃতিময় আপনার লেখা ভালো লাগলো ভীষণ।
ভালোবাসা দিলাম। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
ভালোবাসায় ভালো থাকবেন সবসময়। ❤❤