সোনেলা ব্লগ…প্রাণের ব্লগ
এই ব্লগ হল আমাদের বুক ভরে নির্মল নিঃশ্বাস নেয়ার একটা জায়গা! ভালোবাসার খেরোখাতা!!!
সোনেলা ব্লগের জন্মদিনে সোনেলার সকল ব্লগার, এর মডারেটর, ডেভেলপার, পাঠক, শুভাকাঙ্ক্ষীকে আমার প্রাণঢালা শুভেচ্ছা আর ভালোবাসা”!!! ♥
একটা ছোট গল্পঃ
স্বামীর স্বল্প আয়ের টানাটানি সংসারে হেল্প করার জন্য সুমনা ওর পরিচিত এক ভাবির পরামর্শে শেয়ার বাজারে কিছু টাকা ইনভেস্ট করে। বাবার ওয়ারিশ থেকে পাওয়া জমি বিক্রির দুই লাখ, সামান্য কিছু গয়না বিক্রির কিছু টাকা ইনভেস্ট করে প্রথমদিকে বেশ প্রফিট পায় সুমনা। বউ এর এই কাজে প্রথমে আপত্তি করলেও লাভের মুখ দেখে খুশিই হয় স্বামী। কয়েকবার এভাবে ভালই প্রফিট করে। এবার লাভের টাকা সহ সব ইনভেস্ট করে সুমনা। শেয়ার বাজার সূচক উর্ধমুখী। স্বামীকে না জানিয়ে প্রতিবেশি মোখলেস মিয়ার কাছ থেকে ৪ হাজার টাকা মাসিক সুদে এক লাখ টাকা ধার নেয় সুমনা। কিন্তু হঠাৎই পরে যায় শেয়ার বাজার। লাখ লাখ গ্রাহক বিনিয়োগ হারিয়ে পাগলপ্রায়। সুমনাও সেই হতভাগ্যদের একজন। শেয়ারে লাভ হওয়ায় ঘরে কিছু জিনিসও কিনেছিল । সব টাকা হারিয়ে সুমনা পাগলপ্রায়। কেনা জিনিসগুলো অর্ধেক দামে বিক্রি করেও অনেক ধার শোধ হয়নি।
আর মোখলেস মিয়ার পাওনা একলাখ কিভাবে শোধ করবে সুমনা!?
মোখলেস মিয়া লোক খারাপ না। মনে দয়ামায়া আছে। সুদ দিতে হবে না সুমনাকে। আসলও দিতে হবে না।এই এক লাখ ফেরত না দিলে মোখলেসের তেমন কিছু যাবে আসবে না। শুধু মাঝে মধ্যে সুমনাকে মোখলেসের সাথে শুতে হবে।
আজ প্রায় তিন বছর ধরে স্বামীর অগোচরে মোখলেসের শয্যাসংগী হতে হচ্ছে সুমনার। মোখলেসের নাকি এখনো সুদই শোধ হয়নি।
#গল্প_শিভা (ধার)
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সোনেলার জন্মদিনের কয়েক ঘন্টা বাকি, আর আজই শিপু ভাই এসেছেন শুভেচ্ছা-গল্প নিয়ে!! শুভদিনের শুভক্ষণ শুরু হয়ে গেছে দেখছি !! 🙂
শিপু ভাই
আপনি এই ব্লগটাকে মাতিয়ে রাখছেন। অনেক ধন্যবাদ!!! ♥
ইঞ্জা
অনেক দিন পরে এলেন শিপু ভাই, এসেই সোনেলার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সব মাফ পেয়ে গেলেন, নাহলে তো ঝগড়া একটা হতোই কেন আসেননা প্রিয় সোনেলার উঠোনে, কিভাবে ভুলে রইলেন প্রাণ প্রিয় সোনেলাকে?
যাক সেইসব কথা, গল্পটা মানুষের লোভ লালসার কারণে বলি হলো এক নারীর সতিত্ব, কেন এমন হয়?
চাহিদাই মানুষকে অনেক সময় বিপথে নিয়ে যেতে বাধ্য করে।
দারুণ লেখাটি, অনুরোধ করবো সোনেলায় নিয়মিত হওয়ার জন্য।
সোনেলার জন্মদিনে আপনাকেও শুভেচ্ছা ভাই। 😊
শিপু ভাই
প্রতিটা ব্লগেই কিছু ব্লগার থাকেন যারা ব্লগের প্রাণ। আপনি তাদের একজন। ভালোবাসা নিবেন ইঞ্জা ভাই।
ইঞ্জা
সম্মানিত হলাম ভাই, ভালোবাসা নিবেন। 😍
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো। এভাবেই পাশে থাকবেন সবসময়।
গল্প ভালো লেগেছে। শুভকামনা রইলো।
শিপু ভাই
অনেক ধন্যবাদ ভাই ♥
মোঃ মজিবর রহমান
শিপু ভাই। এইদিনে পেলাম তাতেই ধন্যয়ামরা। আমাদের ছোট আয়ের সংসার এইরকমই ভাই।
শিপু ভাই
ফেসবুক এসে আমার ব্লগিংটা নষ্ট করে দিছে।
আপনারা আছেন বলেই ব্লগটা আছে।
ধন্যবাদ ভাই ♥
মোঃ মজিবর রহমান
আপনি ব্লগিং জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। আপনি ই যদি ফেবুকে ডুবেন তবে আমার মত অলেখক পাঠক আপনাকে মিস করবে।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ শিপু ভাইয়া। সোনেলার এমন শুভ ক্ষণে আপনাদের সঙ্গ চায়। শত ব্যাস্ততার মাঝেও গল্প দিয়ে শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা জানাই।
শিপু ভাই
ব্লগ কালচারের এই ভাটার সময়ে ব্লগিং এর প্রতি আপনার ডেডিকেশন অবাক করে ভাই। কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় মমি ভাই!!! ♥
মনির হোসেন মমি
এ ব্লগে আসার পথটিতো আপনিই দেখিয়েছিলেন। নতুবা আমি সেই আনকোরা ফেবুকার থেকে যেতাম। মাঝে মাঝে এ ভাবে গুরুরা খোজ খবর রাখলে শিষ্যরা সামনে চলার সাহস পায়। আপনার সুস্থতা ও জীবন সাফল্যের অফুরন্ত ভালবাসা শুভ কামনা রইল।
জিসান শা ইকরাম
রাত বারোটার পরে সোনেলা অষ্টম বছরে পদার্পন করবে। কখন সাতটি বছর অতিক্রান্ত হলো বুঝতেই পারলামনা। মনে হচ্ছে এইত সেদিন সোনেলা এলো আমাদের মাঝে। কত স্মৃতি যে জমা হয়ে আছে তোমাকে নিয়ে!
শুভেচ্ছা তোমাকেও ভাইগ্না।
লোভে পাপ,
পাপে মৃত্যু,
সুদ এ জীবনেও শোধ হবেনা, আসল তো পাওনাই থেকে যাবে।
গল্প ভাল লেগেছে।
শুভ কামনা।
শিপু ভাই
হ্যা এই তো সেদিন মনে হয়!!!
ব্লগ এর প্রতি আপনার ভালোবাসা ছিল বলেই সোনেলার জন্ম।
অভিনন্দন মামা!!!
আপনার দ্রুত সুস্থতা কামনা করছি!!! ♥
মোঃ মজিবর রহমান
আপনার চিকিসার খবর কি ভাইয়া। জানাবেন প্লিজ।
জিসান শা ইকরাম
কিছুটা ভালোর দিকে মজিবর ভাই,
দোয়ায় রাখবেন।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সুস্থ করুক আমিন
আরজু মুক্তা
গল্প ভালো লাগলো। পাপের পরিণাম।
শিপু ভাই
ধন্যবাদ
হ্যাপি ব্লগিং
সাবিনা ইয়াসমিন
কিছু ভুলের শোধ হয়না কখনোই। একটু ভালো থাকার চেষ্টায় মানুষ নিজের অজান্তেই ছোট/বড় ভুলে জড়িয়ে যায়। এক ভুল থেকে বাঁচার জন্যে আরেক ভুলকে ডেকে আনে। তারপর ভুল গুলো চক্রবাক হয়ে সুদ-আসলের পাহাড়ে পরিণত হয় , যার থেকে মুক্তি নেই।
আমাদের আশেপাশে এমন অজস্র সুমনা আছে/ থাকে। খোলা চোখে তাদের গল্প গুলো পড়া যায়না। এদের নিয়ে বানানো গল্প গুলো সমাজ কেন জানি অতোটা আন্তরিক ভাবে পড়তেও চায়না। দয়াবান মোখলেস সাহেবরা অবশ্য সুযোগের সদ্বব্যবহার করতে ভুল করেনা। 🙂
পক্ষপাত হীন লেখাটি ভালো লাগলো। নিয়মিত আসুন প্লিজ। এতো কম কম এলে মনের টান বাড়বে কেমন করে!?
শিপু ভাই
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
নিয়মিত আসতে ইচ্ছে করে। কিন্তু ব্লগে তো যাচ্ছেতাই লেখা যায় না। একটা সময় ছিল এক মাস লাগিয়ে একটা পোস্ট রেডি করতাম ব্লগের জন্য।
সোনেলার সাথে আমার সম্পর্ক এর জন্মলগ্ন থেকেই। টান আছে, থাকবে ইনশাআল্লা!!!
হ্যাপি ব্লগিং
ছাইরাছ হেলাল
এমন দিনে আপনাকে এখানে দেখে অনেক ভাল লাগল।
আর আপনার প্রাণের ব্লগে আপনি এমন দিনে আসবেন সেটাই স্বাভাবিক।
সুযোগ পেলে মাঝে মাঝে একটু উঁকিঝুঁকি আমরা চাইতেই পারি।
শিপু ভাই
ধন্যবাদ মামা
সোনেলার জন্মদিন উপলক্ষ্যে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা!!! ♥
হৃদয়ের কথা
সোনেলা ব্লগের জন্মদিনে আপনাকেও শুভেচ্ছা আর ভালোবাসা”!!! ♥ আপনি এখানে লেখেন? জানতাম না শিপু ভাই।
গল্পটি শিক্ষামূলক।
শিপু ভাই
অনেক ধন্যবাদ ভাই!!! ♥