গিয়েছিলাম আড্ডা দিতে…
সবাই মিলে মজা করতে…
মাঝে দিয়ে বন্ধুর ফোনে…
গেলাম একটু বই মেলাতে…
ঢুকতে গিয়ে আন্যপ্রকাশে…
মোবাইল টা গেলো চুরি হয়ে…
দুঃখিত হয়ে আড্ডায় ফিরে…
সবার মাঝেও অনেক দূরে…
সদ্য কেনা মোবাইলের শোকে…
পাথর হইয়া থাকি পরে…
আনন্দ সব গেলো জলে…
উপস্থিত থেকেও সবার আড়ালে…
🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁
এত্তগুলা দুঃখ পাইছি 🙁 ভালবাসা দিবসে এইরাম ছ্যাঁকা খাইছি !! এমনি তেই প্যারায় আছি। তাহার উপর নুন এর ছিটা পরলো আইজ !!
আল্লাহ্ আমারে উঠায় নেও। এত প্যারা আর ভালা লাগে না !! 🙁
২০টি মন্তব্য
ভাই
তোমারে কইলাম এটা নিয়ে চিন্তা বাদ দাও , মন খারাপ কইরনা।
রাতুল
🙁 আসলেই সম্ভবন হচ্ছে না বাদ দেওয়া 🙁
এমনি তেই অনেক অনেক ঝামেলায় আছি..:( তার উপর এই !!!
🙁
জিসান শা ইকরাম
আহারে 🙁
আজ এত ভীরে বই মেলায় না গেলেই ভালো হতো —
রাতুল
হুম !! 🙁
ছাইরাছ হেলাল
মেলায় যাওন ঠিক হয় নাই ।
আড্ডা দেয়া ভাল ।
অবশ্যই ‘প্যারা’ কারোরই ভাল লাগে না ।
রাতুল
গেছিলাম তো ভালো মনেই !! 🙁 কিন্তু তাই বলে !!!!
মা মাটি দেশ
সত্যিই আমরাও ব্যাথিতঃ তবে আরো ৫০০টাকা ফকির মিসকিনকে খাওয়াতে হবে নতুবা নিজেই একদিন হারিয়ে যাবেন (y) -{@
রাতুল
নিজে হারালেও ভালা ছিল !! বাসায় বকা শুনার ভয়ে থাকতে হইতো না !! 😀
ভূমিহীন জমিদার
আড্ডা থেকে বাসায় ফিরার পথে রিক্সা সিএনজি না পেয়ে একটা বাসে উঠেছিলাম । আরামবাগ নেমে দেখি আমার ওয়ালেট নেই ।
রাতুল
আরে ভাই ওয়ালেট নিলে নিত !!! কিন্তু মোবাইল !!!!! তাও সদ্য খরিদকৃত !! 🙁
রিমঝিম বর্ষা
বেশি বেশি। কে বলছিলো মেলায় যাইতে? দলছুট হওয়ার শাস্তি।
আহারে…………দুঃখ কইরোনা। এখন নতুন একটা কিনবা। কি মজা বলো। না হারাইলেতো নতুন হইতোনা। 🙂
রাতুল
অন্য কত শাস্তি আছে !! তাই বলে এমন শাস্তি ??? 🙁
আমার মন
ব্যাপার না, ম্যান ইজ মেন্টাল। ;?
অর্জনও কি কম আছে!
রাতুল
নারে ভাই, সবার নাম্বার ছিল ঐটায়… 🙁
লীলাবতী
🙁
রাতুল
🙁
প্রজন্ম ৭১
খারাপ লাগে এমন প্রয়োজনীয় কিছু হারিয়ে গেলে ।
রাতুল
হুম… মোবাইল আরেকটা হয়তো পাওয়া যাবে… কষ্ট করে… কিন্তু নাম্বার গুলো… ম্যাসেজ গুলো !!!
🙁
শুন্য শুন্যালয়
আহারে!!! মন খারাপ করেন না ভাইয়া, মেসেজগুলো আবার সেন্ড করতে বলবেন…
ভালোবাসার আরেক নামই ছ্যাকা, হাতে কলমে প্রমান আর কয়জন পারে… 🙂
রাতুল
হা হা হা !! সম্ভব হলে বলতাম :p :p