বেশ কয়েকজন ব্লগারের কাছ হতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সবার বিভ্রান্তি অবসানের নিমিত্তে এই পোষ্ট দেয়া হলো।
সোনেলা ব্লগের অন্য কোন শাখা নেই।
ফেইসবুকে সোনেলার নিজস্ব পেইজ এর লিংক
ফেইসবুকে সোনেলার একমাত্র অনুমোদিত গ্রুপ এর লিংক
এই পেইজ এবং গ্রুপের বাইরে অন্য কোন পেইজ এবং গ্রুপের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই।
সোনেলার সাথে থাকুন।
শুভ ব্লগিং।
২৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় ছিলাম, আছি, থাকবো।
শুভ ব্লগিং।
ব্লগ সঞ্চালক
এভাবেই থাকব আমরা।
নাজমুল হুদা
সোনেলার জয় হোক
বিভ্রান্তির অবসান হোক!!💕
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ, শুভ ব্লগিং।
প্রদীপ চক্রবর্তী
সোনেলার জন্য শুভকামনা।
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ আপনাকে প্রদীপ।
ইঞ্জা
সোনেলা সোনেলায়, এর কোন শাখার প্রয়োজন নেই, সোনেলা নিজ মহিমায় মহিমান্বিত, সবাইকে সোনেলা শুভেচ্ছা। 😊
ব্লগ সঞ্চালক
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা।
ইঞ্জা
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
সোনেলার কোনো শাখা-প্রশাখা নেই। প্রিয় ব্লগ সোনেলার জন্য নিরন্তর ভালোবাসা ❤❤
ব্লগ সঞ্চালক
আপনাকে শুভেচ্ছা, শুভ ব্লগিং।
মনির হোসেন মমি
ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বিষয়টির স্পষ্ট করায়।
ব্লগ সঞ্চালক
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
সঞ্জয় মালাকার
সোনেলার জয় হোক –
প্রিয় ব্লগ সোনেলার জন্য নিরন্তর শুভ কামনা।
ব্লগ সঞ্চালক
সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
তৌহিদ
ব্লগ মডারেটরকে ধন্যবাদ, পোষ্ট স্টিকি করার জন্য। সোনেলা পরিবারের সকল সদস্যদের এটা জানা আবশ্যিক ছিলো। সোনেলা নিজ মহিমায় মহিমান্বিত। নিঃস্বার্থ ভাবে নিরলস পরিশ্রমী কিছু মানুষের স্বপ্নের ফসল এই ব্লগ। তাই লেখক এবং পাঠক সবাইকে বিভ্রান্তিতে না পড়ার অনুরোধ করছি।
সবাই ভালো থাকবেন। জয় হোক সোনেলার।
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ ও শুভেচ্ছা ব্লগার তৌহিদ। শুভ ব্লগিং।
নিতাই বাবু
আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না!
ব্লগ সঞ্চালক
মনির হোসেন মমি ভাই আপনাকে বুঝিয়ে দেবে প্রিয় ব্লগার। শুভ ব্লগিং।
ছাইরাছ হেলাল
বেধেছি আমার ডিঙ্গা এই-ই ঘাটে
সেই-ই কবে!!
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ আপনাকে প্রিয় ব্লগার।
আরজু মুক্তা
ভালোবাসার বসতি।।
ব্লগ সঞ্চালক
সোনেলা আমাদের সকলের প্রাণের উঠোন।
বন্যা লিপি
সোনেলা’র খুব বেশি পুরাতন নই যদিও বাসিন্দা হিসেবে….!সোনেলাই এখন আমার বসত ভিটা বাড়ি। সোনেলার সৈনিকদের বলবো,বিভ্রান্তিতে পরার আগে নিজস্ব বুদ্ধি বিবেচনার ওপর আস্থা বজায় রাখুন। সকলের প্রতি অভিবাদন, শুভ কামনা।
ব্লগ সঞ্চালক
সোনেলার উঠোনে আপনি নিজের যোগ্যতায় একটি শক্ত অবস্থান তৈরী করেছেন। ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
শাহরিন
সোনেলার জন্য অফুরন্ত ভালোবাসা।
ব্লগ সঞ্চালক
সোনেলার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।