সোনেলার অসীম আলোকিত অলংকারে
কি অপূর্ব বেশে, আসাযাওয়া করে মন-
চিরসুন্দরের সুরপুরে, প্রলয়ের ভাসান খেলায়।
দশম প্রাচীরের কষ্টবিলাষী আলিঙ্গনে
রিক্ত সিক্ত নবনীতকোমল পত্রপল্লবে;
খেলা করে কবি, প্রেমিকার কবিতারা।
সোনালি আলোকছটার অবগাহনে
কলামঞ্চের কুশীলবরা আজ মিলনে ব্যাকুল!
সাথে তুমি, আমি, সে…।
একসময় যে-সুন্দর বসেছিলো পাশে
ক্ষণিকের ক্ষীণ ছদ্মবেশে,
আলোকিত দীপশিখা রেখেছি জ্বালিয়ে
অনন্য আদরে; মনপিঞ্জিরার গহীন কোঠরে।
যদি জানতাম চলে যাবে নিমিশে
বাজিয়ে নূপুর- গাত্রদাহে প্রলয়ের অন্তরালে,
তবুও ভালো থেকো সোনালি!
এক থেকে শুরু হয়ে শুধু দশ বর্ষে নয়;
শতবর্শী আসনে আসীন হও-
সোনেলা তোমার খাতায় আঁকা,
আমার চিত্রবিচিত্র শব্দগাঁথুনিতে।
শরৎশশী কাশের পেলব মূর্ছনায়
শুভ্র শেফালির গেরুয়া মাধুর্যে;
চলো আবার প্রেমাসক্ত হই,
জ্যোৎস্না-ধবল নিশিকাব্যের লুপ্তচেতন ব্যঞ্জনায়।
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সোনেলায় অবিরত শুভেচ্ছা ও ভালোবাসা রইল তৌহিদ ভাই।
রোকসানা খন্দকার রুকু
শুধু দশ বছরে নয় শতকোটিতে আসি হও সোনেলা। তোমার জন্য শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
আসিন হও।।
হালিমা আক্তার
সোনেলার সোনালী ছটায় ভরে উঠুক আঙিনা। শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
সোনেলার হাতছানি উপেক্ষা করা কঠিন।
সোনেলার জন্ম দিনে এমন পোস্টের জন্য ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা সহ শুভ কামনা।
মনির হোসেন মমি
এ এক অন্য মায়ার বন্ধন।
শুভেচ্ছা পোস্ট মুগ্ধ।
শুভেচ্ছা আপনাকে।
আলমগীর সরকার লিটন
অনেক অনেক এ জন্মদিনে শুভেচ্ছা রইল
সাবিনা ইয়াসমিন
সোনেলার জন্মদিন এর দিনের শুভেচ্ছা আপনাকেও তৌহিদ ভাই। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর লেখা….
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার দশম বর্ষে পদার্পণ উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। জয়তু সোনেলা। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া