সোনালি পেলব হাতছানি

তৌহিদুল ইসলাম ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ০১:১৪:৪৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

সোনেলার অসীম আলোকিত অলংকারে
কি অপূর্ব বেশে, আসাযাওয়া করে মন-
চিরসুন্দরের সুরপুরে, প্রলয়ের ভাসান খেলায়।

দশম প্রাচীরের কষ্টবিলাষী আলিঙ্গনে
রিক্ত সিক্ত নবনীতকোমল পত্রপল্লবে;
খেলা করে কবি, প্রেমিকার কবিতারা।

সোনালি আলোকছটার অবগাহনে
কলামঞ্চের কুশীলবরা আজ মিলনে ব্যাকুল!
সাথে তুমি, আমি, সে…।

একসময় যে-সুন্দর বসেছিলো পাশে
ক্ষণিকের ক্ষীণ ছদ্মবেশে,
আলোকিত দীপশিখা রেখেছি জ্বালিয়ে
অনন্য আদরে; মনপিঞ্জিরার গহীন কোঠরে।

যদি জানতাম চলে যাবে নিমিশে
বাজিয়ে নূপুর- গাত্রদাহে প্রলয়ের অন্তরালে,
তবুও ভালো থেকো সোনালি!

এক থেকে শুরু হয়ে শুধু দশ বর্ষে নয়;
শতবর্শী আসনে আসীন হও-
সোনেলা তোমার খাতায় আঁকা,
আমার চিত্রবিচিত্র শব্দগাঁথুনিতে।

শরৎশশী কাশের পেলব মূর্ছনায়
শুভ্র শেফালির গেরুয়া মাধুর্যে;
চলো আবার প্রেমাসক্ত হই,
জ্যোৎস্না-ধবল নিশিকাব্যের লুপ্তচেতন ব্যঞ্জনায়।

১জন ১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ