সোনার হরিণ
পাহাড়কে বলেছিলাম, আমার সোনার হরিণ চাই
তোমার চূড়ায় উঠে যেমন চাঁদ ধরতে পাই
সেই সে চাঁদের অঝর ধারায় চন্দাহত আমি,
আমিই আবার আকাশ প্রদীপ
নীল জ্যোৎস্নায় আকাশ পরী হয়ে নামি।
পাহাড় বলেছিল, আমি তার কি জানি ?
কর্কশ , কঠোর পাথরময় আমি, সত্য বলেই মানি !
তবুও বলি, আমার একটা সোনার হরিণ চাই ,
রুপকথার রাজার দেশে, রাজকন্যার ইচ্ছে বাটি
দত্যিদানব যতই থাকুক , শিয়রে তার জীয়ন কাঠি।
ইঁদুর পালে সন্যসামন্ত , ফুলকুমারী একা
জীয়ন কাঠির ছোঁয়ায় পাবো রাজকুমারের দেখা ।
রাজকুমার, রাজকুমার কোথায় তোমার দেশ ?
রুপকথার রাজার দেশে , রাজ্য আর কুমার আছে বেশ ।
সোনার হরিণ , সোনার হরিণ , কোথায় তোমার বাস ?
সবপ্নে যেমন গৈরিক চাঁদ, আমার অসহায় দীর্ঘশ্বাস ।
১৮/০৪/১৫
২১টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
সোনার হরিণ শুধুই স্বপ্নে করে বসবাস 🙁
পারভীন সুলতানা
স্বপ্ন নিজেই সোনার হরিণ ।
নীতেশ বড়ুয়া
স্বপ্ন সোনার হরিণ নয় আমার কাছে… স্বপ্ন হচ্ছে আমার অজানা ভবিষ্যত আর তার ফল হচ্ছে সোনার হরিণ নামের আস্ত একটি ছুটে চলা সময় 😛
পারভীন সুলতানা
প্রত্যেকের নিজস্ব অনুভুতি নিয়েই সে পূর্ণ , সেখানে অন্যের দায়ভার মুক্ত থাকাই ভাল । আমার অনুভুতি আমার মত করে, জীবন আমাকে যা দিয়েছে তাই অরজন করেছি ।
নীতেশ বড়ুয়া
🙂 -{@ (y)
জিসান শা ইকরাম
জানি সোনার হরিণ নেই,তারপরেও আমাদের স্বপ্নে এসে বারবার হানা দেয়।
পারভীন সুলতানা
স্বপ্ন দেখবেন না , আর আসবে না ।
তানজির খান
আজকের কবিতায় কেন যেন আপনাকে খুঁজে পেলাম না। আপনার কবিতার ভক্ত আমি। আশায় থাকলাম আশা পূরণের।
পারভীন সুলতানা
আমার ছোট্ট থলিতে আরেকটা পালক তুলে রাখলাম। মাঝে মাঝে একটু অপরিচিত হতে দোষ কি ?
তানজির খান
হুম, ঠিক বলেছেন মাঝে মাঝে অপরিচিত হতে দোষ নেই। এই পরিচিত আমিই বারবার অপরিচিত হয়ে উঠি নিজের কাছেই।
পারভীন সুলতানা
পরিচিত অবয়বের আয়নায় দেখা মানুষটি কি আসল মানুষ ? কে জানে ?
তানজির খান
আয়নায় দেখা মানুষ আসল মানুষ কিনা সেটা বুঝতেই অর্ধেক জীবন চলে যাচ্ছে। উত্তর জানা নেই।
সীমান্ত উন্মাদ
রুপ কথা কাব্যে অনেক অনেক ভাললাগা রেখে গেলাম। শুভকামনা জানিবেন নিরন্তর।
পারভীন সুলতানা
সে আমার পরম সৌভাগ্য , ভাল থাকবেন।
ইমন
🙂
মেহেরী তাজ
এই জন্যই তো সোনার হরিন আমি চাই না ।
যত্তসব পচা জিনিস। 🙂
পারভীন সুলতানা
এক্কেবারে খাটি কথা
নীলাঞ্জনা নীলা
আপু খুব সুন্দর কবিতা।
তবে আপু স্বপ্নভঙ্গ হোক আর নাই হোক আশা ছাড়িনা।
স্বপ্ন দেখতে না পারলে আশার জন্ম হয়না। আর আশা ছাড়া জীবনে আমি অন্তত চলতে পারবোনা।
“আশা নিয়ে পথ চলি
আশায় পকেট ভরি
পড়ে গেলো কোন ফাঁকে চেনা আধুলী
হিসেব মেলানো ভার
আয়-ব্যয় একাকার
চলে গেলো সারাদিন এলো গোধূলী—–”
https://www.youtube.com/watch?v=fpVyR87JCrE
-{@
পারভীন সুলতানা
সোনার হরিণ কিন্তু আশারই ফল , তবে শেষতক তা মরিচিকা । তাও মানুষ আশা নিয়েই বাচে।
শুন্য শুন্যালয়
অসহায় দীর্ঘশ্বাস কেন আপু? সোনার হরিণ আর রাজকুমারের বাস আমাদের এই মনের মধ্যেই রয়েছে। আমরা চাইলেই তাকে ছুঁতে পারি। এমন স্বপ্নগড়ের কবিতা আমার বেশ লাগে। -{@
পারভীন সুলতানা
স্বপ্ন আর সম্ভাবনার নামই জীবন । থাকুন না দুইয়ের মাঝে ।ভাল থাকবেন।