সোনার হরিণ

পারভীন সুলতানা ৯ আগস্ট ২০১৫, রবিবার, ০৭:৫১:৪৪অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

সোনার হরিণ
পাহাড়কে বলেছিলাম, আমার সোনার হরিণ চাই
তোমার চূড়ায় উঠে যেমন চাঁদ ধরতে পাই
সেই সে চাঁদের অঝর ধারায় চন্দাহত আমি,
আমিই আবার আকাশ প্রদীপ
নীল জ্যোৎস্নায় আকাশ পরী হয়ে নামি।
পাহাড় বলেছিল, আমি তার কি জানি ?
কর্কশ , কঠোর পাথরময় আমি, সত্য বলেই মানি !
তবুও বলি, আমার একটা সোনার হরিণ চাই ,
রুপকথার রাজার দেশে, রাজকন্যার ইচ্ছে বাটি
দত্যিদানব যতই থাকুক , শিয়রে তার জীয়ন কাঠি।
ইঁদুর পালে সন্যসামন্ত , ফুলকুমারী একা
জীয়ন কাঠির ছোঁয়ায় পাবো রাজকুমারের দেখা ।
রাজকুমার, রাজকুমার কোথায় তোমার দেশ ?
রুপকথার রাজার দেশে , রাজ্য আর কুমার আছে বেশ ।
সোনার হরিণ , সোনার হরিণ , কোথায় তোমার বাস ?
সবপ্নে যেমন গৈরিক চাঁদ, আমার অসহায় দীর্ঘশ্বাস ।
১৮/০৪/১৫

১৫৮৯জন ১৫৮৯জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ