সৈন্ধ্যব অশ্ব

নীলকান্ত ২ জুন ২০১৭, শুক্রবার, ১২:৩৮:৫০অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

বিকাশ কোথায়?

উন্নতির পদে পদে গ্রন্থের প্রোথিত কণ্টক ভীতে প্রহরী,

উন্মুখ শ্মশান জ্বালিয়ে দেয় অতীত।

মুক্তি!

পাথরকে দেখো তার ভঙ্গুর দেহ নিয়ে কি সজাগ ভূমিকায় জানান দেয় লাল বহিতে প্রহরীর ললাট চিরে…

সে ভঙ্গুর গড়ে তোলে কি আশ্চার্য সভ্যতা,

প্রাণ নিঙ্গরে আসা ক্ষোভে মানুষ যখন পেতে দেয় দাসের রাজ্য, তখন কি ভেবে লজ্জিত হও তোমার অপারগতার লাজে?

ছুতো তন্তুর মতন চোখ দেয় কি আড়াল জগত থেকে?

যদি না শুধ্রাও, তবে এবার শুধ্রে নাও,

যদি লাজ আসে তব অসাড় দেহে।

৭৯১জন ৭৯১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন