বিকাশ কোথায়?
উন্নতির পদে পদে গ্রন্থের প্রোথিত কণ্টক ভীতে প্রহরী,
উন্মুখ শ্মশান জ্বালিয়ে দেয় অতীত।
মুক্তি!
পাথরকে দেখো তার ভঙ্গুর দেহ নিয়ে কি সজাগ ভূমিকায় জানান দেয় লাল বহিতে প্রহরীর ললাট চিরে…
সে ভঙ্গুর গড়ে তোলে কি আশ্চার্য সভ্যতা,
প্রাণ নিঙ্গরে আসা ক্ষোভে মানুষ যখন পেতে দেয় দাসের রাজ্য, তখন কি ভেবে লজ্জিত হও তোমার অপারগতার লাজে?
ছুতো তন্তুর মতন চোখ দেয় কি আড়াল জগত থেকে?
যদি না শুধ্রাও, তবে এবার শুধ্রে নাও,
যদি লাজ আসে তব অসাড় দেহে।
৮টি মন্তব্য
মৌনতা রিতু
সভ্যতার বিকাশ ভঙ্গুর পাথরেই। পাথরেই সৃষ্টি হতো আগে নগর সভ্যতা। পাথর আসলেই প্রাচীন সভ্যতা। ভাল একটা লেখা মাথায় ঢুকালেন। এই প্লট নিয়ে ভাবি নি তো কখনো! ইতিহাস পাগল মানুষ আমি, তবু এই শব্দটা নিয়েভাবলাম না ;?
যাইহোক, লেখায় যা বোঝাতে চাইলেন, তা এই অধম কতোটুকু বুঝলো কে জানে।
তবে, এটা ঠিক দাস প্রথা থেকে বের হয়েছি অনেকটা আমরা হয়ত।
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
নিয়মিত লেখুন এখানে আপনার ব্লগে, অন্যের লেখা পড়ুন।
আপনি ভাল লেখেন, প্রথম লেখায় তা বুঝিয়ে দিয়েছেন।
শুভ কামনা।
আবু খায়ের আনিছ
স্বাগতম সোনেলায়।
আপনার লেখার হাত যে দক্ষ তা প্রথম লেখায় প্রমাণ করলেন। শুভ কামনা।
মেহেরী তাজ
আমাদের প্রাণের উঠান সোনেলায় স্বাগতম।
নিয়মিত লিখুন,অন্যের লেখা পড়ুন।
ভালো থাকুন সব সময়।
মোঃ মজিবর রহমান
কবি নীলকান্ত,
আপনার লেখায় ক্ষোভ কষ্ট এবং অসাড় পাথর যদি গড়তে পারে আমরা মানুষ তা পারিনা। এই দুঃখবোধ জেগে উঠেছে। লিখুন পাঠক হয়ে পড়ার
সৈভাগ্য হক কামনা করি।আসলে সবাই ভাগতে গড়তে পারেনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কবি নীলকান্ত নামটি খুবই পরিচিত।মনে হয় ফেবুকে যাক লেখাটিকে (y) স্বাগত সোনেলায়। -{@
লীলাবতী
স্বাগতম আমাদের সোনেলার উঠোনে। ভাল লেগেছে ভাইয়া।
নীলাঞ্জনা নীলা
স্বাগতম আমাদের সোনেলা নীড়ে।
খুবই ভালো লেখেন আপনি, প্রথম পোষ্টেই বুঝিয়ে দিলেন।