সেই মেয়েটা,,
শ্যামলা রংয়ের সেই মেয়েটা
মায়া মুখের হাসি,
দুপুর ঘরে স্বপ্ন চুড়ায়
দিয়ে অনুভূতি!
মেয়েটির লাজুক লাজুক ভাব
স্বভাব তার পরিপাটি প্রেমের অভাব!
সেই মেয়েটির কাজল চোখে
রাঙায় রঙ্গীন বন,
কালো কেশে ভাব যে উঠে
দোলায় যখন!
তার মতি গতি স্বভাব নিতি
চোক্ষু টলোমলো।
লালনের বেশ ধরেছে,
সূরের লগ্গন।
শ্যামলা রংয়ের সেই মেয়েটি
রংতুলি আঁকা,
তার ফাঁকা গায়ে ভাব লেগেছে
আমার চোখে আঁকা!
মেয়েটি বনের ধারে চলছে শুধুই একা।
সঞ্জয় মালাকার//
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
ছন্দে মিলানো কবিতা ভালোই লাগলো।
কিছু কিছু বানানে বিভ্রান্ত হয়ে যাই আসলে,
শ্যেমলা পেলাম না কোথাও, এটি শ্যামলা হবে না?
যে কোন বানান গুগলে দিলেই কিন্তু সঠিক বানান চলে আসে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া
শ্যামলা হবে, কিন্তু আমি লিখেছিলাম আমাদের অঞ্চলিক ভাষায়।
আমাদে গ্রাম অঞ্চলে শ্যামলা বলে না বলে শ্যেমলা। ধন্যবাদ ভাই আমি এখন চেইঞ্জ করে দিয়েছি।
শামীম চৌধুরী
কবিতার ছন্দ পতন হয়নি। আর এটাই কবির স্বার্থকতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
ভালো লাগলো।।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু শুভেচ্ছা রইল।
ছাইরাছ হেলাল
আর-ও মন দিয়ে লিখতে হবে।
বেশি বেশি পড়তে হবে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই চেষ্টা চালাচ্ছি।
রাফি আরাফাত
সব মিলে ভালো লেগেছে
সঞ্জয় মালাকার
আরও ভালোলাগা রইলো ধন্যবাদ ভা।
প্রদীপ চক্রবর্তী
ভালো লাগলো দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকবে শুভেচছা রইলো।
মনির হোসেন মমি
চমৎকা দাদা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
ভালো লিখেছেন। শ্যামল মেয়ের কবিতা সুন্দর হয়েছে।
শুভ কামনা। 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু শুভেচ্ছা রইলো।