সেই মেয়েটি।

সঞ্জয় মালাকার ৭ জুন ২০১৯, শুক্রবার, ০৪:৪৫:০৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

সেই মেয়েটা,,

শ্যামলা রংয়ের সেই মেয়েটা
মায়া মুখের হাসি,
দুপুর ঘরে স্বপ্ন চুড়ায়
দিয়ে অনুভূতি!
মেয়েটির লাজুক লাজুক ভাব
স্বভাব তার পরিপাটি প্রেমের অভাব!

সেই মেয়েটির কাজল চোখে
রাঙায় রঙ্গীন বন,
কালো কেশে ভাব যে উঠে
দোলায় যখন!
তার মতি গতি স্বভাব নিতি
চোক্ষু টলোমলো।
লালনের বেশ ধরেছে,
সূরের লগ্গন।

শ্যামলা রংয়ের সেই মেয়েটি
রংতুলি আঁকা,
তার ফাঁকা গায়ে ভাব লেগেছে
আমার চোখে আঁকা!
মেয়েটি বনের ধারে চলছে শুধুই একা।

সঞ্জয় মালাকার//

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ